top of page

রাশিফল

শ্রী কৌস্তুভ দাস

জ্যোতিষী প্রজ্ঞাবারিধী, জ্যোতিষী কৃতথ্ববিদ্‌ জ্যোতিষী ভারতী, সামদ্রিক প্রজ্ঞাবারিধী

 

মেষ রাশি

স্বাস্থ্য : শরীর নিয়ে তেমন বড় কোনো সমস্যা হবে না। তবে ছোট ছোট শারীরিক অস্থিরতা লেগেই থাকবে। এ মাসে কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা আছে। পারিপার্শ্বিক পরিবেশ অনুকূল থাকবে না। ছোট ছোট বিষয় নিয়ে সমস্যার মধ্যে থাকতে হবে। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে বা পারিপার্শ্বিক লোকেদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে।

বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। মানসিক চঞ্চলতার কারণে পড়াশোনায় আশানুরূপ ফল করে উঠতে পারবে না। পড়াশোনার ক্ষেত্রে সহপাঠীদের কাছ থেকে সঠিক বন্ধুসুলভ আচরণ পাওয়া যাবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা একদমই অনুকূল নয়। নানা বাধার মধ্যে দিয়ে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে হবে।

উপার্জন : উপার্জন ভাগ্য ভালো-মন্দ মিশিয়ে চলবে। প্রচুর খরচ হবে। তবে আয় ভালো হওয়ায় খরচ সামলে নিতে পারবেন। বৃহস্পতি দ্বিতীয়ে অবস্থান হেতু প্রয়োজনের সময় অর্থ হাতে চলে আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা তেমন শুভ নয়। মাসের প্রথম দিকে ব্যবসা নিয়ে বেশ চাপের মধ্যে থাকতে হবে। মাসের প্রথম দিকে ব্যবসায় বিনিয়োগ করাও ঠিক হবে না। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও মাসের মাঝামাঝি সময়ের পর সময়টা ভালোই যাবে।

দাম্পত্য : দাম্পত্য জীবন মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকবে। মাসের শেষ দিকে দাম্পত্য সমস্যা কমবে।

 শুভ তারিখ : অশ্বিনী-8, 10, 15, 17। ভরণী-9, 11, 19, 20। কৃত্তিকা-2, 8, 12, 19।

বৃষ রাশি

স্বাস্থ্য : শরীর নিয়ে তেমন বড় কোনো সমস্যা আসবে না। একাদশপতি বৃহস্পতি ও রাশিপতি শুক্র ক্ষেত্র বিনিময় করায়, সঙ্গে শুক্র উচ্চস্থ থাকায় শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন তারা এ মাসটায় সুস্থবোধ করবেন। তবে শরীর ভালো থাকলেও হঠাৎ করে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। তাই সাবধানে থাকবেন।

বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। চতুর্থ রাশিপতি রবি একাদশে অবস্থান করলেও শনি ও শুক্র শত্রু গ্রহ দ্বারা পীড়িত থাকায় পড়াশোনায় তেমন সাফল্য আসবে না। ভালো যোগাযোগ আসবে, কিন্তু যোগাযোগগুলো ফলপ্রসু হবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা তেমন শুভ নয়। গুরুজনদের থেকে সহযোগিতা পেলেও তা ঠিক ভাবে কাজে লাগাতে পারবে না।

উপার্জন :  উপার্জন ভাগ্য বেশ ভালোই বলা যায়। ধন রাশিপতি ও রাশিপতি শুক্র সহাবস্থান করায় আর্থিক স্বচ্ছলতা থাকবে। বিশেষ করে মাসের প্রথম 15 দিন আর্থিক দিক বিশেষ শুভ। কারণ রবি বুধের রাজযোগকারক দারুণ ফল দেবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। সপ্তম রাশিপতির ধনস্থানে অবস্থান হেতু ব্যবসা থেকে আয় বৃদ্ধি পাবে। এ মাসে বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রেও সময়টা শুভ।

দাম্পত্য : দাম্পত্য জীবনে সাময়িক ঝামেলা-ঝঞ্চাট থাকলেও দাম্পত্য জীবন শুভ বলা যায়।

 শুভ তারিখ :  কৃত্তিকা-4, 10, 14, 16। রেহিনী-9, 15, 22, 27। মৃগশিরা-8, 11, 24, 30।

 

মিথুন রাশি

স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না। আগামী দিনে রাশিতে একাদশ রাশিপতি মঙ্গল থাকায় শরীর ভালোই থাকবে। তবে মঙ্গল ষষ্ঠ রাশিপতি হওয়ায় ছোট ছোট চোট আঘাত বা রক্তপাত ঘটবে। রাশিতে মঙ্গলের অবস্থান হেতু হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলার সম্ভাবনা। লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন।

বিদ্যা : নিম্নবিদ্যার স্থান বেশ ভালোই বলা যায়। চতুর্থ স্থানে কেতুর অবস্থান, এর উপর মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কোনো সময় অতিরিক্ত আত্মবিশাস, আবার কোনো সময় প্রচণ্ড আত্মবিশ্বাসে অভাবে কোনো কাজেই আশানুরূপ সফলতা আসবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে মাসের প্রথম দুটি সপ্তাহ খারাপ গেলেও পরে অবশ্য শুভ।

উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। একাদশ রাশিপতি মঙ্গল রাশিতে অবস্থান করায় আয় ভালোই হবে মাসের প্রথম দিকে। এ মাসে যথেষ্ট ব্যয়ও হবে। তবে শুভ কাজে ব্যয়ের যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা তেমন শুভ নয়। ব্যবসাকে ঘিরে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে। মাসের প্রথমদিকে কোনোরূপ বিনিয়োগ করবেন না। চাকরিজীবীদের ক্ষেত্রে পরিবেশ পরিবর্তনের যোগ অর্থাৎ বদলির সম্ভাবনা রয়েছে।

দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতার কারণে দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হবে।

 শুভ তারিখ : মৃগশিরা- 5, 7, 10, 14।আর্দ্রা-2, 6, 15, 24। পুনর্বসু-3, 7, 16, 25।

 

কর্কট রাশি

স্বাস্থ্য : শারীরিক ছোট ছোট সমস্যা থাকলেও বড় কোনো সমস্যা  হবে না। যাদের সুগারের বা রক্তচাপের সমস্যা আছে তারা সাবধানে থাকবেন। অতিরিক্ত আবেগ তাড়িত হয়ে কিছু করতে গেলে সমস্যায় পড়তে হবে। প্রিয়জনের থেকে দুঃ খ পেতে হতে পারে। গুরুজনের স্বাস্থ্যহানি মানসিক অস্থিরতার কারণ হবে।

বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ।  চতুর্থ রাশিপতি শুক্র ও নবম রাশিপতি বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করায় নিম্নবিদ্যায়  সাফল্য আসবে। মনের ইচ্ছা পূরণ হবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। শনি-মঙ্গল নাক্ষত্রিক যোগ গবেষণামূলক পড়াশোনায় বিরাট সাফল্য এনে দেবে। আর যত পরিশ্রম করবে ততই উন্নতি হবে।

উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। এ মাসে আয়ের চেয়ে ব্যয় হবে বেশি। মাঝে মধ্যেই পারিপার্শ্বিক পরিবেশ এমন হবে, সেখানে ব্যয় করতেই হবে। শুধু ব্যয় হবে না, কিছু ক্ষেত্রে বিনিয়োগ করলে টাকা আটকে থাকবে। ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যবসা করতে গিয়ে কিছু অর্থ নষ্টের যোগ। চাকরিজীবীদের কিছু পরিবর্তনের ইঙ্গিত এ মাসে আছে। কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট ভোগ করতে হবে। তবে সামলে নিতে পারবেন।

দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। সাংসারিক জীবনে সন্তানকে কেন্দ্র করে সমস্যা আসবে।

 শুভ তারিখ : পুনর্বসু-2, 6, 8, 20। পুষ্যা-7, 11, 19, 27। অশ্লেষা-3, 9, 18, 26।

 

সিংহ রাশি

স্বাস্থ্য : শরীর নিয়ে সমস্যা লেগেই থাকবে। বিশেষ করে মাসের প্রথম দুটি সপ্তাহে। মুখোমন্ডল ও যৌনাঙ্গ এই অঙ্গকে কেন্দ্র করে রোগ প্রবণতা বেশি মাত্রায় থাকবে। এছাড়া সাবধানে না থাকলে দুর্ঘটনার যোগ আছে। স্পষ্ট কথা বলার জন্য লোকের কাছে অপ্রিয় হয়ে উঠবেন।

বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ। মাসের প্রথম দুটি সপ্তাহে শারীরিক কারণে কিছু অসুবিধা থাকলেও মাসের মাঝামাঝি থেকে পড়াশোনায় ভালো ফল করবে। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সময়টা শুভ। দেবগুরু বৃহস্পতি শুক্রের সঙ্গে সম্বন্ধ করায় উচ্চবিদ্যায় সাফল্য আসবে।

উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। বিশেষ করে মাসের প্রথম দুটি সপ্তাহে রবি ও বুধের শুভ সহ অবস্থান আর্থিক স্বচ্ছলতা দেবে। পরিশ্রম বহির্ভূত আয়ের যোগ আছে। ফাটকা, লটারি, শেয়ার বাজার থেকে আয় ভালোই হবে। বাবা বা মায়ের সম্পত্তি থেকেও উপার্জনের যোগ প্রবল। কোনো মৃত ব্যক্তির অর্থ এ মাসে পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু সমস্যা থাকলেও ব্যবসা থেকে আয় ভালোই হবে। চাকরীজীবীদের পদোন্নতির যোগ আছে।

দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। সংসার জীবনে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে।

 শুভ তারিখ : মঘা-2, 8, 12, 18। পূর্ব ফাল্গুনী-4, 10, 24, 26। উত্তর ফাল্গুনী-5, 17, 19, 29।

কন্যা রাশি

স্বাস্থ্য : শারীরিক ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। মাথা, বুক, পেট কোমর, উরু, এই অঙ্গগুলিকে ঘিরে রোগ প্রবণতা বেশিমাত্রায় দেখা দেবে। শরীর নিয়ে সর্বদা চিন্তায় থাকতে হবে। হঠাৎ মাথা গরম করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এ মাসে গুরুজনের আশীর্বাদ পাবেন যা আপনাকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করবে।

বিদ্যা : চতুর্থ রাশিপতি বৃহস্পতি কেন্দ্রে বসে রাশিদর্শি থাকায় সর্বদাই গুরু কৃপা লাভ হবে। মঙ্গলের দৃষ্টি রাশিতে থাকায় পরিশ্রম করার মানসিকতা থাকবে। আর পরিশ্রম করলেই ভাগ্যের সহযোগিতা লাভ ঘটবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। শনি-বুধ যোগ পঞ্চম স্থানের সফলতা এনে দিলেও পূর্ণ সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে রবি। তাই উচ্চবিদ্যার ক্ষেত্রে আরো পরিশ্রমী হতে হবে।

উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। রাশিপতি বুধ ও ধন রাশিপতি শুক্র নীচভঙ্গ রাজযোগ করায় উপার্জন এ মাসে ভালোই হবে। বেশ কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসা থেকে উপার্জন ভালোই হবে, বৃহস্পতির দৃষ্টি রাশিতে থাকায় এ মাসে ব্যবসায় একাধিক শুভ যোগাযোগ আসবে, যা ব্যবসা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এ মাসে বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রেও সময়টা শুভ। কর্মক্ষেত্রে সাফল্যের পাশাপাশি সুনাম বৃদ্ধি পাবে। নতুন কাজের যোগাযোগ আসবে।

দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকবে।

 শুভ তারিখ : উত্তর ফাল্গুনী-10, 14, 18, 25। হস্তা-2, 4. 16, 24। চিত্রা-3, 5, 18, 21।

 

তুলা রাশি

স্বাস্থ্য : শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ অর্থাৎ দুঃস্থানাধিপতির যোগ। ছোট সমস্যাও বড় হয়ে দেখা দেবে। মুখোমন্ডল, বুক, পায়ের নিমাংশ ও যৌনাঙ্গ—এই অঙ্গগুলিতে রোগ প্রবণতা বেশিমাত্রায় থাকবে। মাসের মাঝামাঝির পর আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে, তবে আশ্চর্যজনক ভাবে রক্ষা পাবেন।

বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ নয়। রাশিপতি ষষ্ঠস্থানে অবস্থান করায় নিম্নবিদ্যায় বাধা সৃষ্টি হবে। পরিশ্রম করলেও ভাগ্যের সহযোগিতা তেমন পাবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সমস্যাটা প্রায় একই রকম। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান থাকবেন। নইলে অসৎ সঙ্গে মেলামেশা করে সমস্যায় পড়বেন।

উপার্জন : উপার্জন ভাগ্য খুব একটা ভালো নয়। শারীরিক সমস্যার কারণে এ মাসে উপার্জন তেমন হবে না। ধন রাশিপতি মঙ্গল ভাগ্যস্থানে প্রতিকূল অবস্থায় থাকায় দুর্ভাগ্যের সম্মুখীন হতে হবে। আর্থিক চাপ এত থাকবে যে ঋণ পর্যন্ত হয়ে যেতে পারে। মাসের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ নয়। ব্যবসায় ঠিকমতো নজর না দিলে সমস্যায় পড়বেন। এ মাসে বিনিয়োগ না করাই ভালো। যদি একান্তই করতে হয় তবে মাসের মাঝামাঝি সময়ের পর বিনিয়োগ করুন। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালোই বলা যায়। কর্মক্ষেত্রে পদোন্নতি ও সম্মান বৃদ্ধি পাবে।

দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই সমস্যা লেগে থাকবে।

 শুভ তারিখ : চিত্রা-12, 18, 24, 26।স্বাতী-3, 9, 10, 11। বিশাখা-8, 18, 20, 25।

 

বৃশ্চিক রাশি

স্বাস্থ্য : শরীর-স্বাস্থ্য বিষয়ে সাবধানে থাকতে হবে। রাশিতে রাহুর দৃষ্টি সঙ্গে রাশিপতি মঙ্গলের রাশির অষ্টমে অবস্থান শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ও রক্তপাতের ইঙ্গিত দিচ্ছে। তবে শুভ বৃহস্পতির দৃষ্টি রাশিতে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পাবার প্রবল যোগ আছে।

বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ। চতুর্থ রাশিপতি পঞ্চম স্থানে থাকায় পড়াশোনায় যথেষ্ট ভালো করবে। কিন্তু চতুর্থ রাশিপতি অষ্টমপতি বুধ ও দ্বাদশপতি শুক্র যুক্ত হওয়ায় নিম্নবিদ্যায় তেমন উদ্যোগী মনোভাব থাকবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। যারা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা ভালো ফল করতে পারবেন।

উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। শুভ বৃহস্পতি যা দ্বিতীয় ও পঞ্চম রাশিপতি রাশিদর্শি হওয়ায় উপার্জন ভালোই হবে। এ মাসে সঞ্চয়ও করতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসায় একাধিক নতুন নতুন যোগাযোগ আসবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে সুনাম হবে, তবে সেটা মাসের মাঝামাঝি সময়ের পর থেকে।

দাম্পত্য : দাম্পত্য জীবন বেশ ভালোই বলা যায়। স্ত্রীর ভাগ্যে আপনার আর্থিক উন্নতি হবে। সাংসারিক সুখ থাকবে। সন্তানের সাফল্যে গর্বিত হবেন।

 শুভ তারিখ : বিশাখা-12, 16, 19, 26।অনুরাধা-7, 15, 17, 23। জ্যেষ্ঠা-1, 9, 18, 27।

 

ধনু রাশি

স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা না থাকলেও ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। যেমন রাশিপতি বৃহস্পতি বর্তমান গোচরে ষষ্ঠস্থানে অবস্থান করায় শরীর  মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি করবে। বুক, হাঁটু, পা, এই অঙ্গগুলোতে রোগ প্রবণতা বেশিমাত্রায় থাকবে। চোখের সমস্যা ও হজমের গন্ডগোল দেখা দিতে পারে। এ মাসে কাছাকাছি ভ্রমণের যোগাযোগ এসেও আটকে যাবে।

বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। চতুর্থ রাশিপতি বৃহস্পতি ষষ্ঠস্থানে অবস্থান করার নিম্নবিদ্যায় সমস্যা সৃষ্টি করবে। তবে  রাশিপতি বৃহস্পতি একাদশ রাশিপতি শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় সম্বন্ধ করায় বাধার মধ্যে দিয়েও সফলতা আসবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। উচ্চবিদ্যায় পরিশ্রম যেমন করবে সফলতাও আসবে সেরকম।

উপার্জন : উপার্জন ভাগ্য বেশ ভালোই বলা যায়। শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতির ওপর থাকায় এ মাসে আর্থিক স্বচ্ছলতা থাকবে। তবে মাসের প্রথম দুটি সপ্তাহ উপার্জন হলেও তা কম হবে। এরপরে উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি পাবে। এ মাসে সঞ্চয় করার সুযোগ পাবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে পরিবেশগত অস্থিরতা থাকবে। নতুন কর্মের যোগাযোগ আসবে।

দাম্পত্য : দাম্পত্য জীবন মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে দাম্পত্য জীবনে বেশ কিছু সমস্যা দেখা দেবে। তবে মাসের শেষ দিকে দাম্পত্য জীবন সুখের ইঙ্গিত বহন করছে।

 শুভ তারিখ : মুলা-2, 7, 12, 24। পূর্বাষাঢ়া-8, 18, 26, 29। উত্তরাষাঢ়া-9, 11, 21, 25।

মকর রাশি

স্বাস্থ্য : শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। রাশিপতি শনি পাপগ্রহ রাহুযুক্ত। এবং রাশিতে মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে। ফলে রক্তপাত বা দুর্ঘটনার নির্দেশ করছে। বিশেষ করে গাড়ি খুব সাবধানে চালাবেন। কাঁধ , উরু এসব জায়গায় চোট লাগতে পারে। ভ্রমণ যোগ রয়েছে, তবে ঝামেলায় পড়তে হবে। পারিপার্শ্বিক মানুষজনকে নিয়ে ঝামেলা ভোগ করতে হবে। সে কারণে হতাশ হতে হবে।

বিদ্যা : নিম্নবিদ্যার স্থান খুব একটা ভালো নয়। চতুর্থ রাশিপতি মঙ্গল রাশির ষষ্ঠে অবস্থান করার জন্য পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। তবে বৃহস্পতির নবম দৃষ্টি রাশিতে থাকা বাধার মধ্যে দিয়েও সাফল্য আসবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। শুক্র ও বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ উচ্চবিদ্যায় সাফল্য এনে দেবে।

উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। শনি নিজেই রাশিপতি ও ধনু রাশিপতি হওয়ায় আর্থিক দিকটি শনির অবস্থানের উপর নির্ভর করবে। মাসের প্রথম দিকে উপার্জন তেমন হবে না। মাসের মাঝামাঝি সময় থেকে উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালোই বলা যায়। ব্যবসা থেকে আয় ভালোই হবে। ব্যবসায় বিনিযোগ করা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে।

দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। মাসের প্রথম দিকে সাংসারিক শান্তি ব্যাহত হলেও মাসের মাঝামাঝি সময় থেকে সাংসারিক সুখ বৃদ্ধি পাবে।

 শুভ তারিখ : উত্তরাষাঢ়া-12, 18, 22, 24। শ্রবণা-3, 7, 9, 18। ধনিষ্ঠা-11 24, 27, 29।

 

কুম্ভ রাশি

স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না। তবে শনি-রাহু-রবি যোগ থাকায় ছোট ছোট শারীরিক সমস্যা দেখা দেবে। চোখের সমস্যা, সুগার ও উচ্চ রক্তচাপের সমস্যা শারীরিক অস্থিরতা বাড়িয়ে দেবে। আকস্মিক দুর্ঘটনার যোগ এ মাসে আছে, তাই সাবধানে থাকবেন।

বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ। চতুর্থ রাশিতে বৃহস্পতির অবস্থান করায় পড়াশোনায় পরিশ্রম করলেই সফলতা পাবে। তবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক না হলে সমস্যায় পড়তে হবে। বন্ধু সাহচর্য থেকে নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা। উচ্চ বিদ্যার ক্ষেত্রে এর প্রভাব পড়বে। সে কারণে নিম্নবিদ্যার মতো উচ্চবিদ্যায় সফলতা আসবে না।

উপার্জন : উপার্জন ভাগ্য বেশ ভালোই বলা যায়। আর্থিক স্বচ্ছলতা থাকবে। খরচের ক্ষেত্রে হিসাবী মনোভাব থাকায় এ মাসে সঞ্চয় করতে পারবেন। উপার্জন বৃদ্ধির জন্য একাধিক শুভ যোগাযোগ আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। নিজের ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসায় সমস্যা আসতে পারে। ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধির যোগ। ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ।

দাম্পত্য : মাসের প্রথম দিকে দাম্পত্য জীবন তেমন সুখকর নয়। সাংসারিক সুখ থাকলেও স্বামী-স্ত্রীর মধ্যে মতের মিল হবে না। মাসের মাঝামাঝি সময় থেকে অবস্থার শুভ পরিবর্তন ঘটবে।

 শুভ তারিখ : ধনিষ্ঠা-3, 10, 12, 17। শতভিষা-2, 4, 24, 30। পূর্ব ভাদ্রপদ-8, 17, 22, 26।

 

মীন রাশি

স্বাস্থ্য : শরীর নিয়ে সাবধানে থাকতে হবে মাসের প্রথম দিকে। রাশিতে শনি রাহুর অবস্থান মাঝে মধ্যেই শরীরকে ঘিরে সমস্যা সৃষ্টি করবে। রাশিপতির তৃতীয় স্থানে অবস্থান হেতু কাছাকাছি ভ্রমণের যোগাযোগ আসবে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে।

বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। চতুর্থ স্থানে মঙ্গলের অবস্থান মাঝে মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। যার ফলে পড়াশোনায় কমবেশি ভুল করে ফেলবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা ভালো ফল করতে পারবেন

উপার্জন : উপার্জন ভাগ্য বেশ ভালোই বলা যায়। আর্থিক স্বচ্ছলতা থাকবে এ মাসে। আয়ের পাশাপাশি ব্যয়ও হবে। সে কারণে উপার্জন হলেও সঞ্চয় তেমন একটা করতে পারবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। ব্যবসাকে কেন্দ্র করে উদ্বেগ, অস্থিরতা থাকলেও ব্যবসা থেকে উপার্জন ভালোই হবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা বেশ শুভই। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ আসবে। যারা নতুন কাজ খুঁজছেন তাদের এ মাসে কর্ম লাভের সম্ভাবনা।

দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। সাংসারিক সুখ বজায় থাকবে। সন্তানকে নিয়ে একটু ঝামেলা ভোগ করতে হতে পারে। তবে তা সাময়িক।

 শুভ তারিখ : পূর্ব ভাদ্রপদ-10, 12, 14, 16। উত্তর ভাদ্রপদ-7, 15, 21, 28। রেবতী-5, 18, 22, 30। q

Logo2.png

Address: 2A Mandeville Gardens. Kolkata 700019

Email :  vagyofal@gmail.com

Follow us on

  • Facebook

© Copyright 2025, All rights reserved by Suswastha Publication. Developed by Simpact Digital (Unit of Debi Pranam)

bottom of page