
লগ্নফল
গায়ত্রী দেবী
(সহ-সম্পাদিকা,
ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজারস সোসাইটি)
মেষ লগ্ন : নিম্ন ও উচ্চ বিদ্যার্থীদের বিশেষ শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহকারে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা।
কর্মপ্রার্থীদের বিশেষ প্রচেষ্টার মাধ্যমে কর্মলাভ। কর্মজীবীদের নানা প্রতিকুলতার মধ্য দিয়ে যেতে হবে। বুদ্ধি কৌশলে সমস্যার সমাধান করতে হবে। কর্মসূত্রে বদলি হতে পারে।
ব্যবসায়ীদের ব্যবসায় চেষ্টার মাধ্যমে উন্নতি সম্ভব। তবে অতিরিক্ত ব্যয় হতে পারে। সুতরাং ব্যয় সংকোচের দিকে নজর দেওয়ার প্রয়োজন।
নিজ গৃহ বা বাড়ি এবং বাহন লাভ হতে পারে। গৃহশান্তি বজায় নাও থাকতে পারে। পারিবারিক শান্তির জন্য ঝামেলা থেকে বিরত থাকাই শ্রেয়।
শরীর-স্বাস্থ্য নিয়ে বেশ ভোগান্তির সম্ভাবনা। পা, হাড় জনিত সমস্যা। ঠান্ডাজনিত রোগ বা পুরানো কোনো রোগের প্রকোপ বাড়তে পারে। অ্যালার্জি বা সংক্রামক রোগ থেকে সাবধান। কোনো দুর্ঘটনায় কষ্ট পেতে হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে সমস্যা থাকলেও আর্থিক সুরাহা থাকবে।
বৃষ লগ্ন : নিম্ন ও উচ্চ বিদ্যার্থীদের শ্রম ও অধ্যবসায় সহযোগে-বিদ্যাচর্চা চালিয়ে যেতে হবে সম্মান ও প্রতিষ্ঠা লাভের জন্য।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ পরিলক্ষিত হয়। কর্মজীবীদের প্রতিষ্ঠা প্রাপ্তি, সম্মান বৃদ্ধি পাবে। কিছু সাময়িক সমস্যা থাকলেও বুদ্ধি-কৌশলে সমাধান করতে সমর্থ হবেন।
ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভাশুভ মিশ্রিত ফল লাভ। আয় ও ব্যয়ের সমতা বজায় রাখতে পারলে সুবিধা হবে।
নিজ গৃহ ও বাহন লাভ সম্ভব। গৃহশান্তির অভাব হতে পারে। ফলে অযথা ঝামেলা এড়িয়ে যেতে পারলেই ভালো। বাক সংযম শ্রেয়।
শরীর নিয়ে সচেতন থাকতে হবে। রক্তের সমস্যা, বাতজ সমস্যা, হজম বা লিভার জনিত সমস্যায় বিশেষ কষ্ট পেতে হতে পারে। রোগ ভোগ যাই হোক না কেন চিকিৎসকের পরামর্শে উপশম লাভ ঘটবে।
শিল্পী ও কলাকুশলীদের বিশেষ শ্রম, ধৈর্য, অধ্যবসায় সহকারে কর্ম করতে হবে। আর্থিক ক্ষেত্রে তেমন অসুবিধা হবে না। কর্মদক্ষতা ও দায়িত্ব বৃদ্ধি পাবে।
মিথুন লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থী—উভয় ক্ষেত্রেই বলা যায় যে, শ্রম অধ্যবসায় সহযোগে বিদ্যায় সাফল্য এবং সম্মান লাভে সমর্থ হবেন।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা। বদলি কিংবা সংস্থাগত পরিবর্তন হবার যোগ।
ব্যবসায়ীদের ব্যবসা মোটের ওপর ভালোই যাবে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে সমস্যা হতে পারে। ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে না পারলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
অতিরিক্ত শ্রম ও চেষ্টায় গৃহ ও বাহন লাভ সম্ভব। গৃহশান্তি বজায় রাখতে নিজ বুদ্ধি ও কৌশলে সমস্যার সমাধান করতে হবে।
শরীর-স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে। রোগ নির্ণয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। হজমের সমস্যা এবং ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার সংক্রমণ। রক্তজ রোগ ও দাঁত, চোখ, নাক-কান-গলার সমস্যা দেখা দিতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম, ধৈর্য, অধ্যবসায় সহযোগে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে। কাজের যোগান থাকবে। আর্থিক সুরাহা পাবেন।
কর্কট লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে বিদ্যায় অগ্রগতি ও সম্মান প্রাপ্তি সম্ভব। বিশেষ করে উচ্চ বিদ্যার্থীদের ক্ষেত্রে।
কর্মপ্রার্থীদের নিবিড় প্রচেষ্টার মাধ্যমেই কর্ম লাভ। কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তবে বুদ্ধি ও কৌশলে সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।
ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফল লাভ। ব্যয় সংকোচ করা বিশেষ ভাবে আবশ্যক।
নিজ গৃহ ও বাহন লাভের যোগ রয়েছে। গৃহশান্তি বজায় রাখতে পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলতে পারলেই ভালো।
শরীরের দিকে বিশেষ নজর দেওয়া আবশ্যক। নানান সমস্যার সৃষ্টি হতে পারে। লিভার, হজমের সমস্যা, নার্ভের সমস্যা, পায়ের সমস্যা ও হাড়ের অন্যান্য সমস্যায় ভুগতে পারেন। কোনোরকম অস্ত্রোপচার হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহকারে কাজ করে যেতে হবে। নতুন কাজের সুযোগ আসবে। কাজের চাপ থাকবে। আর্থিক যোগান মোটের ওপর ঠিকই থাকবে।
সিংহ লগ্ন : নিম্ন শিক্ষার্থীদের বিশেষ শ্রম সহযোগে পড়াশোনা করতে হবে। উচ্চ শিক্ষার্থীদের ধৈর্য ও অধ্যবসায় সহযোগে সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্তির প্রবল সম্ভাবনা।
কর্মপ্রার্থীদের বিশেষভাবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের বদলির যোগ। কর্মজীবনে পদোন্নতি ঘটলেও কিছু জটিলতার সম্মুখীন হতে হবে।
ব্যবসায়ীদের ব্যবসা ভালো-মন্দ মিশিয়ে চলবে। মাঝে মধ্যেই অধিক ব্যয় হবার সম্ভাবনা। বুঝে খরচ করতে না পারলে সমস্যায় পড়তে হতে পারে।
দেরীতে হলেও নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে কিছু প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নিজ বৃদ্ধি ও কৌশলে তা এড়িয়ে যেতে পারলে গৃহশান্তি বজায় থাকবে।
শরীর-স্বাস্থ্য নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। নার্ভ, হাড়, চোখ, মাথা, নাক, কান, গলা, পেটের জন্য ভোগান্তি হতে পারে। পুরানো রোগ বাড়তে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহকারে কাজ করে যেতে হবে। আর্থিক ক্ষেত্র ঠিকই থাকবে।
কন্যা লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষা, উভয় ক্ষেত্রেই শ্রম ও অধ্যবসায় সহযোগে লেখাপড়ায় সম্মান ও প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা।
কর্মপ্রার্থীদের বিলম্বে কর্মপ্রাপ্তির যোগ। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতা এলেও, নিজ বুদ্ধি ও কৌশলে সেইসব সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।
ব্যবসায়ীদের ব্যবসায় মিশ্র ফল লাভ। অতিরিক্ত ব্যয় হতে পারে, আয় বুঝে ব্যয় করা আবশ্যক। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করলে সমস্যায় পড়তে পারেন।
গৃহ ও বাহন লাভের জন্য বিশেষভাবে সচেষ্ট হতে হবে। পারিপার্শ্বিক ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। গৃহশান্তি বজায় রাখতে বাক সংযমই শ্রেয়।
শরীর নিয়ে দুঃশ্চিন্তা থাকবে। হজমের গন্ডগোল, অ্যালার্জি, হাঁটু বা পা কিংবা হাড়ের সমস্যায় কষ্ট পেতে হতে পারে। পুরানো কোনো রোগ বাড়তে পারে। রক্তজ সমস্যা, নার্ভের রোগেও ভুগতে পারেন। ভাইরাস জনিত রোগও ভোগাতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম ও অধ্যবসায় সহযোগেই কর্মজীবনে সাফল্য ও সম্মান প্রাপ্তির যোগ। কর্মসূত্রে যোগাযোগ বাড়বে। আর্থিক সুরাহা বজায় থাকবে।
তুলা লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষায় বিশেষ শ্রম, অধ্যবসায়ের প্রয়োজন সাফল্য লাভের জন্য।
কর্মপ্রার্থীদের বিশেষ প্রচেষ্টার মাধ্যমে কর্মলাভ সম্ভব। চাকরিজীবীদের প্রতিকূলতা অতিক্রম করেই কর্মক্ষেত্রে পদোন্নতি। এবং কর্মসূত্রে বদলি হতে পারে।
ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল লাভ। মাত্রাতিরিক্ত ব্যয় চিন্তার কারণ হতে পারে।
নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা দেখা যায়। গৃহশান্তি বজায় রাখতে পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলতে হবে।
স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা আবশ্যক। হঠাৎ রোগের প্রকোপ বাড়তে পারে।রক্তজ কোনো রোগ, লিভার, পেটের কোনো সমস্যায় ভুগতে হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম, ধৈর্য, অধ্যবসায় সহযোগে সম্মান, সুযোগ ও যশ লাভ। নতুন কাজের সুযোগ আসবে।
বৃশ্চিক লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীদের কঠোর শ্রম এবং অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই সম্মান ও প্রতিষ্ঠা লাভ সম্ভব।
কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা কম থাকলেও অতিরিক্ত সচেষ্ট হতে হবে। কর্মজীবীদের কর্মক্ষেত্রে কিছু প্রতিকূলতা থাকলেও বুদ্ধি ও কৌশলে তা মিটিয়ে নিতে সক্ষম হবেন।
ব্যবসায়ীদের ব্যবসায় তেমন কিছু সুবিধা পাওয়া যাবে না। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখা কষ্টকর হতে পারে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ না করাই শ্রেয়।
নিজ শ্রম ও প্রচেষ্টা সহযোগে গৃহ ও বাহন প্রাপ্তিতে সক্ষম হবেন। গৃহশান্তি বজায় রাখতে ঝামেলা এড়িয়ে চলতে হবে। বাক্ সংযম করাই শ্রেয়।
স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকা আবশ্যক। শারীরিক নানা সমস্যায় ভোগান্তি হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের অধ্যবসায় সহযোগে কাজে যুক্ত থাকতে হবে। আর্থিক ক্ষেত্রে অসুবিধে হবে না। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা।
ধনু লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থী, উভয় ক্ষেত্রেই অধিক শ্রম ও অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা চালিয়ে যেতে পারলে সম্মান ও প্রতিষ্ঠা লাভে সমর্থ হবেন।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। নিজ বুদ্ধি সহযোগে সেগুলোর সমাধান করতে সমর্থ হবেন।
ব্যবসায়ীদের ব্যবসা খুব একটা ভালো যাবে না। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে না। মাঝে মধ্যেই অযথা ব্যয় হতে পারে। ব্যবসায় কিছু জটিলতা চিন্তার কারণ হতে পারে।
গৃহ ও বাহন লাভের যোগ রয়েছে। গৃহশান্তি বজায় রাখতে পারিপার্শ্বিক ঝামেলা বুদ্ধি ও কৌশলে এড়িয়ে চলাই শ্রেয়।
শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। চোখ, দাঁত, নাক-কান-গলা, হাড়, নার্ভ সংক্রান্ত সমস্যায় কষ্ট ভোগ করতে হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের অধিক শ্রম, অধ্যবসায়ের প্রয়োজন। আর্থিক সুরাহা থাকবে। নতুন কাজের সুযোগ আসবে।
মকর লগ্ন : নিম্ন ও উচ্চ বিদ্যার্থীরা অধিক শ্রম ও অধ্যবসায় সহযোগে পড়াশোনা চালিয়ে যেতে পারলে সম্মান ও প্রতিষ্ঠা লাভে সক্ষম হবে।
কর্মপ্রার্থীদের কর্ম লাভের যোগ থাকায় একটু সচেষ্ট হলেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা। চাকরিজীবীদের কর্মসূত্রে পদোন্নতি এবং বদলির সম্ভাবনা।
গৃহ ও বাহন লাভের সম্ভাবনা দেখা যায়। গৃহশান্তি বিঘ্নিত হতে পারে। পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলতে হবে।
অযথা রক্তপাত, দৈব-দুর্ঘটনা, অস্ত্রোপচার হতে পারে। নার্ভ কিংবা হাড় সংক্রান্ত সমস্যা। নাক-কান-গলা, দাঁত, চোখ নিয়ে কষ্ট ভোগ। এমনকী হজমের গন্ডগোল দেখা দিতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম ও অধ্যবসায় সহযোগে সম্মান ও যশ প্রাপ্তির সম্ভাবনা। আর্থিক পরিস্থিতি ঠিকই থাকবে। নতুন কাজের যোগাযোগ ঘটবে।
কুম্ভ লগ্ন : অধিক শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে নিম্ন ও উচ্চ শিক্ষার পড়াশোনা চালিয়ে যেতে হবে।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মজীবীদের কর্মলাভে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে পদোন্নতি অথবা বদলির সম্ভাবনা।
ব্যবসায়ীদের ব্যবসায় লাভ ও আর্থিক উন্নতির আশা করা যায়। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হবেন।
নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা থাকলেও বিশেষ প্রচেষ্টার প্রয়োজন। গৃহশান্তি বজায় রাখতে বাক সংযমের বিশেষ প্রয়োজন।
শরীর নিয়ে সচেতন থাকা দরকার। হজমের সমস্যা, লিভার, দাঁত, প্যাংক্রিয়াস সংক্রান্ত সমস্যা, চোখ, নাক-কান-গলার সমস্যায় কষ্ট ভোগ।
শিল্পী ও কলাকুশলীদের অধ্যবসায় ও শ্রম সহযোগে সম্মান ও যশ লাভ। আর্থিক সহায়তা বজায় থাকবে।
মীন লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীরা শ্রম ও অধ্যবসায় সহযোগে শিক্ষাক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা লাভে সমর্থ হবে।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা
কর্মক্ষেত্রে কিছু প্রতিকূলতার সৃষ্টি হতে পারে। এমনকী কর্ম বিচু্যতিও হতে পারে। বদলি হবার সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ মিশ্রিত ফল লাভ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে ব্যয় সংকোচের প্রয়োজন। আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হতে পারে।
গৃহ বা বাহন লাভের সম্ভাবনা থাকলেও প্রচেষ্টার বিশেষ প্রয়োজন। গৃহশান্তি বিঘ্নিত হতে পারে। বাক্ সংযম করে চলা প্রয়োজন।
শরীর নিয়ে মাঝে মধ্যেই ভুগবেন। সর্দি-কাশি, ঠান্ডা লাগা, হজমের গণ্ডগোল। চোখ ও নাক-কান-গলা, হাড় কিংবা নার্ভ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শে উপশম লাভ।
শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের সঙ্গে যুক্ত হবার সম্ভাবনা। কাজের চাপ থাকবে। আর্থিক ক্ষেত্রে চিন্তায় থাকতে হবে।