
নক্ষত্রফল
বাকসিদ্ধা দেবপ্রিয়া
(মাতৃসাধিকা, বাক্সিদ্ধা)
অশ্বিনী : সন্তানের দিক দিয়ে খুব ভালো কিছু খবর আশা করা যায়। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের অবনতি। দাম্পত্য জীবনে কলহের আশংকা। শত্রুতার চেষ্টা করলেও শত্রুরা পরাজিত হবে। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় প্রসার, নতুন কর্মযোগ।
ভরণী : বিবাহ বা চাকরি সূত্রে বিদেশ যাত্রা। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে চিন্তার অবকাশ থেকেই যায়। পেট সংক্রান্ত কোনো ব্যাপারে অস্ত্রোপচার যোগ। আর্থিক ক্ষেত্র শুভ। কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটবে। চাকরিপ্রার্থীর কর্মযোগ।
কৃত্তিকা : নতুন কোনো চিন্তাভাবনা কর্মক্ষেত্রে উন্নতি লাভে সাহায্য করবে। মাঝে মধ্যে শারীরিক অসুস্থতায় কষ্ট পেতে হতে পারে। হঠাৎ কোনো ঘটনা জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। মা বা বাবার ব্যাপারে দুশ্চিন্তা।
রোহিনী : বিজ্ঞানের ক্ষেত্রে যারা আছেন তাদের কর্মক্ষেত্রে প্রভূত যশ, খ্যাতি লাভ। বিদেশ যাত্রা, নতুন বাড়ি বা গাড়ির ইচ্ছাপূরণ হবে। সন্তানের বিবাহ কিংবা বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তার সম্ভাবনা।
মৃগশিরা : বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা হেতু পরীক্ষার ফল আশানুরূপ হবে না। যারা অনেকদিন ধরে কোনো সৎ উদ্দেশ্যে ব্যর্থ হচ্ছেন তাদের সফলতা আসবেই। স্বামী-স্ত্রীর মধ্যে মতানৈক্য অনেক দূর পর্যন্ত গড়াবে। আর্থিক ক্ষেত্র শুভ।
আর্দ্রা : আর্থিক দিক হঠাৎ যেমন খুব ভালো, আবার হঠাৎ করে সেটা বসেও যেতে পারে। তাই আগুপিছু চিন্তা করে পদক্ষেপ নেওয়াই ভালো। প্রমোটার বা ইট, বালি, পাথর ব্যবসায়ীদের জন্য খুব শুভ।
পুনর্বসু : ভাই বা বোন কারোর শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা থাকবে। মা বাবার সাথে সাময়িচক মতপার্থক্য হলেও তা মিটে যাবে। সন্তানের থেকে খুব ভালো খবর আশা করা যায়। মুত্রাশয়, ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে। বিবাহার্থীদের ভালো যোগাযোগের সম্ভাবনা।
পুষ্যা : অগ্রপশ্চাত না ভেবে হঠকারী সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে। আর্থিক ক্ষেত্র শুভ। কোনো লোন পাবার ব্যাপারে ফলাফল শুভ। নিজের দক্ষতায় কর্মক্ষেত্রে সম্মান লাভ। সৃষ্টিশীল কর্মে যারা আছেন তাদের সম্মান লাভ।
অশ্লেষা : শরীর-স্বাস্থ্যের কারণে মানসিক উদ্বেগ। রক্তপাত যোগ। আয়ের তুলনায় ব্যয় বেশি হবার সম্ভাবনা। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা উপকৃত হবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন যোগ। মা বা বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। সন্তানের কোনো খবরে খুশি হবেন।
মঘা : অনেক সুখবর আশা করতে পারেন। কর্ম দ্বারা সুনাম অর্জন হবে। ব্যবসা বা পেশামূলক কাজে যারা যুক্ত আছেন বা যুক্ত হতে চান তাদের জন্য এই মাস শুভ। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতা থাকলেও ফলাফল খারাপ হবে না। বিবাহার্থীর বিবাহযোগ রয়েছে।
পূর্বফাল্গুনী : ব্যবসায় যারা যুক্ত আছেন বা নতুন ব্যবসা করতে চান তাদের জন্য খুব ভালো। স্বামী বা স্ত্রীর অপারেশন যোগ পরিলক্ষিত হয়। চাকরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। নিজের শরীর-স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন প্রয়োজন। চাকরি সূত্রে বিদেশ যাবার সম্ভাবনা।
উত্তর ফাল্গুনী : নিজের রূঢ় ব্যবহারের জন্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব থেকে বিচু্যত হবার সম্ভাবনা। নতুন করে কোনো ব্যবসা শুরু হবার উপযুক্ত সময়। সন্তানের উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রা। অন্য কোনো ক্ষেত্রে মন ভালো করা খবর আশা করা যায়।
হস্তা : শরীর মাঝে মধ্যেই বিগড়াবে। গান, বাজনা ও শিল্পকর্মের সাথে যারা জড়িত আছেন তাদের জন্য খুবই শুভ সময়। বিশেষ কোনো সমস্যায় বন্ধুর থেকে উপকৃত হবেন। রক্তচাপজনিত কোনো সমস্যায় মানসিক চাঞ্চল্য থাকবে। বিদ্যার্থীদের জন্য মাসটা খুব শুভ। আর্থিক ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত।
চিত্রা : ভ্রাতৃপ্রতিম কারোর জন্য উদ্বেগ থাকবে। সন্তানের জন্য মনোকষ্টের সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদোন্নতি। ব্যবসায়ীদের জন্য মাসটা কিছুটা সমস্যার কারণ হতে পারে। স্বামী বা স্ত্রীর শারীরিক সমস্যা চিন্তায় ফেলবে। পুরোনো সম্পর্ক পুনরুদ্ধার।
স্বাতী : সঞ্চয় আশানুরূপ না হলেও খুব একটা খারাপ হবে না। নতুন ব্যবসায় যারা টাকা ইনভেষ্ট করতে চাইছেন তাদের জন্য উপযুক্ত সময়। নতুন চাকরি এবং আর্থিক উন্নতি। ভাই বা বোনের সাথে কোনো ব্যাপারে মতানৈক্য সম্পর্কে চিড় ধরাতে পারে।
বিশাখা : নতুন বাড়ি অথবা নতুন গাড়ি যোগ। জমি-জমা সংক্রান্ত কোনো ব্যাপারে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। সন্তানের শরীর ও পড়াশোনা নিয়ে উদ্বেগ মাত্রা ছাড়াতে পারে। আর্থিক ব্যাপারে এই মাস শুভাশুভ মিশ্রিত।
অনুরাধা : খুব নিকট কারোর কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার ফলে কিছু ক্ষতির আশঙ্কা। এই মুহূর্তে কোনো লোন না নেওয়াই শ্রেয়। প্রতিযোগীতামূলক পরীক্ষায় শুভ ফলাফল। অনেকদিন ধরে না হওয়া কাজ অবশেষে সমাপ্ত হবে।
জ্যেষ্ঠা : কোনো কিছুতে লগ্নি করার ক্ষেত্রে লোকসানের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যারা নিজস্ব পেশায় আছেন তাদের জন্য খুব ভালো সময়। বিশেষত যারা যোগ ব্যায়াম বা ফিটনেস কিংবা ডাক্তারি শাস্ত্রের সাথে জড়িত, তাদের নতুন দিশা দেখাবে এই মাস। শরীর মোটামুটি থাকবে।
মূলা : চাকরিপ্রার্থী ও পরীক্ষার্থীদের জন্য শুভ সময়। মা-বাবার সম্পর্কের মধ্যে কোথাও দূরত্বের সৃষ্টি হতে পারে এবং মানসিক ভাবে তা ভীষণ উদ্বেগের কারণ হতে পারে। বিবাহিত জীবনে আচমকাই ছন্দপতন হবার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।
পূর্বাষাঢ়া : কিডনি বা মূত্রাশয় ঘটিত কোনো সমস্যার সৃষ্টি হবার যথেষ্ট সম্ভাবনা। পুরোনো কোনো মামলায় জয়লাভ বা পুরোনো বিবাদের সমাপ্তি ঘটবে। ভাই বা বোনের শারীরিক অবস্থার অবনতি মানসিক উদ্বেগ সৃষ্টি করবে।
উওরাষাঢ়া : কর্মসূত্রে স্থান পরিবর্তন এবং পদোন্নতি সহ প্রচুর ভালো যোগাযোগ আসা সত্বেও প্রভূত বাধার সম্মুখীন হতে হবে। তবে শত্রু কিছু করতে পারবে না, কিন্তু তবুও তাদের থেকে সাবধান থাকা ভালো। বিয়ের সম্বদ্ধ অনেকদুর এগিয়েও হঠাৎ কোনো কারণে ভেঙে যেতে পারে। আর্থিক ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত।
শ্রবণা : পিতা বা মাতার শরীর নিয়ে যথেষ্ট সমস্যায় থাকতে হবে। অপারেশন হবার সম্ভাবনা। সন্তানের ব্যাপারে শুভ। কর্মক্ষেত্র মোটের ওপর শুভ। কিছু অর্থের অপব্যয় হবার সম্ভাবনা। নতুন বাড়ি বা গাড়ি ক্রয় যোগ। জমি সংক্রান্ত ব্যাপারে পুরনো সমস্যার সমাধান হবে। বন্ধুর দ্বারা উপকৃত হবেন।
ধনিষ্ঠা : নতুন কাজের যোগাযোগ। বিদেশ যাত্রা যোগ। উচ্চ শিক্ষার্থীদের জন্য খুব শুভ। সন্তানের পরীক্ষা বা ুল নিয়ে মানসিক উদ্বেগ থাকবে। ব্যবসায়ীদের বিশেষত হাসপাতাল সম্পর্কিত জিনিসের ব্যবসায় খুব ভালো ফল আশা করা যায়। নিজের শরীর নিয়ে একটু সমস্যা থাকবে।
শতভিষা : লটারি বা কোনো কিছু থেকে প্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। সিদ্ধান্তের ভুলে বা হঠকারী মেজাজের জন্য কোনো কাজে বাধা এসে যেতে পারে। মা-বাবা বা ওই স্থানীয় কারোর দ্বারা বিশেষ ভাবে উপকৃত হবেন। ছোট ভাই বা বোনের জন্য বিশেষ মানসিক উদ্বেগ দেখা দেবে।
পূর্বভাদ্রপদ : আর্থিক ব্যাপারে প্রচুর ক্ষতির সম্ভাবনা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। নিজস্ব দোকান থাকলে, সেক্ষেত্রে কর্মচারীর দ্বারা ক্ষতির সম্ভাবনা। চাকরি সূত্রে বিদেশযাত্রা ও পদোন্নতির সম্ভাবনা। স্ত্রী বা স্বামীর অযথা রক্তপাত বা দুর্ঘটনা কিংবা অস্ত্রোপচার যোগ বিদ্যমান।
উত্তর ভাদ্রপদ : কর্মপ্রার্থীদের কর্মযোগ। ব্যবসায় প্রসার ঘটবে। পেশামূলক কাজে নাম-যশ, সফলতা প্রাপ্তি। সন্তানের বিদেশ যাত্রা যোগ। সন্তানের বিবাহিত জীবন নিয়ে মানসিক উদ্বেগ। ক্ষতির সম্ভাবনা থাকলে অত্যন্ত কাছের মানুষকেও .না.. বলতে হবে। তা নাহলে সমূহ বিপদ।
রেবতী : সব বুঝে ঠান্ডা মাথায় যেকোনো কাজ গ্রহণ করুন। কাগজপত্র সই-সাবুদের ব্যাপারে অত্যন্ত সজাগ থাকুন। নাহলে অযথা ফেঁসে যাবার সম্ভাবনা । কর্মক্ষেত্র শুভাশুভ মিশ্রিত। আত্মীয় পরিজনের সাথে দূরত্ব সৃষ্টি হতে পারে। নিজের শরীর সম্পর্কে বিশেষত নার্ভের সমস্যার ব্যাপারে সজাগ হোন।