top of page

রাশি অনুয়ায়ী ব্যবসায় সুদিন আসবে কবে

  • ভাগ্যফল
  • Jan 15
  • 6 min read

পন্ডিত মলয় শাস্ত্রী

(প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজারস সোসাইটি ওকামাক্ষ্যা গুরুকূল সেবাশ্রম, তন্ত্র ও আধ্যাত্মিক পরামর্শ দাতা)

ree

প্রত্যেকেই নতুন আশা-প্রত্যাশায় সামনের দিকে তাকিয়ে। প্রত্যেকটি রাশির ব্যবসা ক্ষেত্র কেমন যাবে তা বলার আগে ভারতবর্ষের দশান্তর্দশা, গোচরগত অবস্থান ও সংখ্যাতত্ত্বগত কয়েকটি তথ্য সম্বন্ধে জানা অত্যন্ত আবশ্যক 1947 সালের 15 আগস্ট স্বাধীনতার লগ্ন থেকে ধরে ভারতবর্ষের কর্কট রাশি ও বৃষ লগ্ন আমরা পেয়ে থাকি।

ree

বিদেশী লগ্নী বা বিদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক খুবই ভালো হবে। ছোট বড় সব ব্যবসার ক্ষেত্রেই তুলনায় ভালো লাভ হবে এমনটাই আশা করা যায়। বৈদেশিক বাণিজ্যে ভারতের ব্যবসার ব্যাপ্তি হতে পারে। তবে প্রত্যেক মানুষের ব্যক্তিগত দশান্তর্দশা ও গোচরীয় গ্রহগত প্রভাব যে যার জীবনে ব্যক্তিগতভাবে পড়বে।

ree

রাশি অনুযায়ী ব্যবসা সংক্রান্ত ফলাফল

মেষ রাশি

গোচর অনুযায়ী সাধারণত আমরা সারা বছরের ফলাদেশ যখন করি তখন মূলত দীর্ঘস্থায়ী গ্রহদের অবস্থান দেখে থাকি। 

 জমি-জমা, ভূ-সম্পত্তি, প্রমোটারি, হোটেল, খাদ্যদ্রব্য, রেস্টুরেন্ট, লটারি, ব্রোকারী বা দালালি ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ব্যবসার উন্নতি ঘটবে। ফাটকা ইনকাম, শেয়ার মার্কেট ইত্যাদি ক্ষেত্রেও আশার আলো দেখতে পারেন।

 ট্রাভেল অ্যান্ড টু্যরিজম, লাক্সারি ইলেকট্রনিক্স দ্রব্যাদি, স্টীলের আসবাব বা আয়রনের দ্রব্যাদি, ইট, সিমেন্ট, বালি বা বাড়ি বানানোর অন্যান্য দ্রব্যাদির ব্যবসায় সুফল পেতে পারেন।

 চাষবাস, কৃষিকার্যের সকল প্রয়োজনীয় দ্রব্যাদি, পোল্ট্রী ফার্ম, ফুলের চাষ, সার জাতীয় দ্রব্যাদি ইত্যাদি  ব্যবসায় সাফল্যের মুখ দেখতে পারেন।

 মেডিসিন, চিকিৎসাক্ষেত্র, চিকিৎসাজনিত কাজে ব্যবহৃত যাবতীয় জিনিস, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডায়াগনোস্টিক সেন্টার ও সংশ্লিষ্ট দ্রব্যাদি ইত্যাদি ক্ষেত্রে মেষ রাশির ব্যবসায়ীরা ভালো ফল পেতে পারেন।

 ফাটকা, লটারি, শেয়ার, দালালি ইত্যাদিতে হঠাৎ প্রাপ্তির ইঙ্গিত মেষ রাশির ক্ষেত্রে। দশান্তর্দশা ভালো না হলে অর্থনৈতিক কোনো বড় ক্ষতিও হতে পারে।

 ছুরি, কাঁচি বা লোহার দ্রব্যাদি, বিভিন্ন ভারী মেশিন, অস্ত্র, আগ্নেয়াস্ত্র ইত্যাদির ব্যবসায় লাভ পাওয়ার আশা করতে পারেন।

ree

বৃষ রাশি

গ্রহগুলির প্রভাব গোচরে গমনাগমনের ওপর  নির্ভর করবে। সেক্ষেত্রে

 বৃষরাশি জাতক-জাতিকা মিডিয়া, গানবাজনা, ফিল্ম, অভিনয়, টেলিভিশন, রেডিও, ইত্যাদি ক্ষেত্রে এবং সংশ্লিষ্ট সকল ব্যবসায় ভালোই উন্নতি করবে।

 ফ্যাশন, ডিজাইনিং, মেকআপ, ডেকরেশন, ঘর সাজানোর আসবাবপত্র, ইন্টিরিয়র ডেকরেশন, বস্ত্রশিল্প প্রভৃতি ব্যবসা বেশ ভালো যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

 ট্যুর অ্যান্ড ট্রাভেল্‌স, হোটেল, রেস্টুরেন্ট, খাদ্য দ্রব্য, তরল পানীয়, চা, কফি ইত্যাদি ব্যবসা-বাণিজ্যে ভালো মতো সাফল্য পেতে পারেন। বিনোদনমূলক সকল প্রকার ব্যবসা ক্ষেত্রে এই বছর বিশেষ উন্নতির যোগ সাধিত হয়।

 সোনা, রুপো, স্টীল ও স্টীলের তৈরি নানারকম দ্রব্যাদি, খনিজ দ্রব্যাদি, গ্যাস ও খনিজ তেল —এইসব ব্যবসায় উন্নতি ঘটবে। বৃষ রাশির জাতক-জাতিকারা যারা এই সব ব্যবসার সঙ্গে জড়িত তারা লাভের আশা রাখতে পারেন। সোনার তুলনায় রুপো বা প্লাটিনামের দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে। জুয়েলারি ব্যবসায় ভালো ফলাফল আশা করা যায়।

ree

 ফুল ও ফলের চাষ, সবজি চাষ এবং চাষবাস সংক্রান্ত দ্রব্যাদি ব্যবসায় সফলতা আসতে পারে।

 গাড়ি, টেলিকমিউনিকেশন, গাড়ির যন্ত্রাদি, পার্টস্‌, যেকোনো ট্রাভেল এবং কমিউনিকেশন সংক্রান্ত ব্যবসায় বিশেষ উন্নতি সাধিত হবে।

 নেট সংক্রান্ত সকল দ্রব্যাদি, ইলেকট্রনিক্স দ্রব্যাদি, সকল প্রকার ইলেকট্রিক্যাল দ্রব্যাদি, কম্পিউটার, স্মার্ট ফোন, ল্যাপটপ, আইপ্যাড ইত্যাদি এবং ছোট ছোট ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ব্যবসায় বিশেষ রকম চাহিদা বাড়বে বাজারে। নজর রাখুন, লাভ দেবে।

 বিদেশের সঙ্গে যারা ব্যবসা-বাণিজ্য করে থাকেন তাদের ব্যবসায় বিশেষ সুপ্রভাব পড়বে। বিদেশে লগ্নী করতে পারেন যারা করতে চাইছেন।

 যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে জড়িত তারা একটু বিশেষ সাবধানে ব্যবসায়িক সম্পর্ক রাখার চেষ্টা করবেন।

 ইনফরমেশন টেকনোলজি বা আই.টি কোম্পানিগুলির উন্নতি হতে চলেছে আরও বেশিমাত্রায়।

 দেশের বিভিন্ন প্রান্তে প্রযুক্তিগত যোগযোগ আরও বাড়বে। ফলে আভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য প্রসারিত হওয়ার সম্ভাবনা প্রবল।

ree

মিথুন রাশি

ক্ষণস্থায়ী গ্রহরা ভাব অনুযায়ী যে যার ফল দিয়ে থাকবে। সেক্ষেত্রে

 জমি-জমার ব্যবসা, শেয়ার, লটারি, ফাটকা, দালালি ইত্যাদি ক্ষেত্রে আয় বাড়বে। পৈতৃক সম্পত্তি বিক্রি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে।

 পশুপালন, কীটনাশক দ্রব্যাদি, চামড়া, গবাদি পশু, সার প্রভৃতি ক্ষেত্র বিষয়ক ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

চামড়ার বিভিন্ন দ্রব্য, জুতো, ব্যাগ ইত্যাদির ব্যবসায় বিশেষ ফল দেখতে পাওয়া যেতে পারে।

 ইমপোর্ট-এক্সপোর্ট যারা করেন বা বৈদেশিক লগ্নী চাইছেন তারা চেষ্টা করতে পারেন।

 শয্যাদ্রব্য, ঘর সাজানোর যাবতীয় দ্রব্যাদি, প্লাস্টিকের ব্যবহারিক দ্রব্যাদিতে ভালো ফলের আশা রাখতে পারেন।

ree

 বিভিন্ন খেলনা, খেলার সামগ্রী, চকলেট-লজেন্স, মিষ্টি, ডেয়ারি প্রোডাক্ট, ছোট বাচ্চাদের ব্যবহৃত সকল প্রকার দ্রব্যাদি (ক্রিম, তেল, ন্যাপি, খাদ্যদ্রব্য, খেলনা) বিশেষ ফলদায়ক হবে ব্যবসার ক্ষেত্রে।

 শিক্ষা প্রতিষ্ঠান তা যেকোনো রকমের কারিগরি এবং বিদ্যা, সকল ক্ষেত্রেই থেকে ভালো ফলাফল পেতে পারেন।

 ছোট ছোট দোকান, নিজেদের তৈরি দ্রব্যাদি বিক্রির সূচনা ইতিমধ্যে হয়েছে, বিদেশী লগ্নী বেশি মাত্রায় হলে ব্যবসার ক্ষেত্র পুনরায় উজ্জীবিত হতে পারে।

 ব্যাটারি, ব্যাটারি চালিত যন্ত্র এবং যানবাহন ও জ্বালানি দ্রব্যাদির চাহিদা ক্রমশ বাড়বে। ফলে উৎপাদন বেশিমাত্রায় হবে। ব্যবসা বৃদ্ধি পাবে।

 নিজ প্রয়োজনীয় দ্রব্যাদি বা স্টেশনারি দ্রব্যের ব্যবসায় সুফল পেতে পারেন।

ree

কর্কট রাশি

মঙ্গল, রবি, শুক্র, বুধ এবং চন্দ্র তাদের অবস্থান ভাববিশেষে ফলদায়ী হবে।

এক্ষেত্রে

 যেকোনো প্রকার জলীয় দ্রব্যাদি, মাছ, সবজি, ফল, মিষ্টি, ডেয়ারি ইত্যাদির ব্যবসা ভালো ফলদায়ক হবে। 

 ভ্রমণ সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টেরেন্ট, জল পরিবহন বা যেকোনো রকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যারা যুক্ত  তারা লাভ হওয়ার আশা রাখতে পারেন।

 যেকোনো রকম খাদ্যদ্রব্য, মুদিখানার দোকান, খনিজ পদার্থ ও তেল প্রভৃতি ব্যবসার সঙ্গে যুক্ত ককর্ট রাশির জাতক-জাতিকারা সুফল পেতে পারেন।

 গাড়ি, বস্ত্র, ঘর সাজানোর শৌখিন দ্রব্যাদি, সাজগোজের দ্রব্যাদি, গহনা (সোনা, রুপো, ইমিটেশন) ইত্যাদির চাহিদা বৃদ্ধি পাবে।

ree

 বিনোদন সংক্রান্ত যাবতীয় ব্যবসা, সিনেমা ও গানবাজনার দ্রব্যাদি, ইলেকট্রনিক্স গ্যাজেট প্রভৃতি জিনিসের ব্যবসার উন্নতি সাধিত হবে।

 ফ্ল্যাট, বাড়ি, প্রোমোটারি, জায়গা-জমি প্রভৃতি বিক্রি ও কেনার ক্ষেত্র বিশেষ লাভদায়ক হবে। ভাড়া বাড়ি ও পুরনো সম্পত্তি ক্রয়-বিক্রয় ক্ষেত্রে সুবিধা পাবেন।

 শেয়ার মার্কেট, দালালি, ফাটকা ইত্যাদি ক্ষেত্রে শুভদায়ক পরিণাম পেতে পারেন। কর্কট রাশির জাতক-জাতিকারা প্রায় সব রকম ব্যবসায় ভালো ফলের আশা রাখতে পারেন।

সিংহ রাশি

যখন নাক্ষত্রিক পরিবর্তনের মাধ্যমে ডিগ্রিগতভাবে পরিবর্তিত হয় তখন তাদের ফল দেবার ক্ষমতারও পরিবর্তন ঘটে। তাই সারা বছরই সকলে একই ফল পান না। সেক্ষেত্রে

 ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে সিংহ রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায় লোন বৃদ্ধি হতে পারে, শত্রুতা বাড়বে। কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে আর্থিক মন্দার মুখ দেখতে হতে পারে। কারো কারো ক্ষেত্রে ব্যবসায় পরিবর্তন বা নতুন কোনো ব্যবসা শুরুও হতে পারে। সিংহ রাশির জাতক-জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। 

ree

 ইলেকট্রনিক্স গ্যাজেট ও ইলেকট্রিক্যাল দ্রব্যাদি. নেটওয়ার্কিং ব্যবসা ভালো যেতে পারে।

 হসপিটাল বা নার্সিংহোম, ডায়াগনোস্টিক সেন্টার, ওষুধ, ফিজিওথেরাপি, ফার্মাসিউটিক্যাল ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে শুভ ফলের আশা রাখতে পারেন।

 খেলার সামগ্রী, খেলনা সংক্রান্ত দ্রব্যাদি, লেদার বা চামড়ার দ্রব্যাদি (জুতো, ব্যাগ, বল প্রভৃতি) ব্যবসায় ভালো ফলের আশা করতে পারেন।

 ফাইনান্স বা বীমা, ল’ ফার্ম, আইন সংক্রান্ত ব্যাপারে যুক্ত যাবতীয় ব্যবসায় সাফল্য পেতে পারেন।

 কমিশন ভিত্তিক ব্যবসা, ইউটিউব বা অনলাইন সংক্রান্ত যেকোনো ব্যবসায় লাভ আশা করতে পারেন।

 মেটাল, খনিজ দ্রব্যাদির ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াই শুভদায়ক হবে।

 জিম সেন্টার, যোগাসন সেন্টার, শরীরচর্চার যাবতীয় উপাদানের ব্যবসায় ভালো ফল আশা করতে পারেন।

 হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ওষুধ ও দোকান, সেবা প্রতিষ্ঠান প্রভৃতি ক্ষেত্রেও বিশেষ বৃদ্ধি ঘটতে পারে।

 শেয়ার মার্কেট, স্পেকুলেশন, বীমা সংক্রান্ত ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হতে পারে।

 ইমপোর্ট-এক্সপোর্ট বা বৈদেশিক ব্যবসা-বাণিজ্য বা ভারতের বিভিন্ন প্রান্তে যাদের ব্যবসায়িক যোগাযোগ রয়েছে তাদের ওপর মা লক্ষ্মীর কৃপা লাভ ঘটতে পারে।

ree

কন্যা রাশি

কন্যা রাশির ছোট বড় সকল ব্যবসায়ীরা শুভ পরিণতি লাভ করতে পারেন।

 মোটিভেশনাল প্রোগ্রাম, ইউটিবার, অনলাইন সংক্রান্ত যেকোনো ব্যবসার প্রসার ঘটবে।

 বিদেশের সঙ্গে ব্যবসায়িক আদান-প্রদান অর্থাৎ ইমপোর্ট-এক্সপোর্টের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন।

 আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ওষুধ, যোগচর্চা, শরীরচর্চা, জিম সেন্টার প্রভৃতি ক্ষেত্রে প্রসার লাভ ঘটতে পারে।

 সম্পত্তি ক্রয়-বিক্রয়, জমি বাড়ি ক্রয়-বিক্রয়, পুরনো ও নতুন, সব ক্ষেত্রেই শুভ ফলের আশা রাখতে পারেন।

 চাষবাস, খেতখামারি, পশুপালন, সবজি, ফুল ও ফল প্রভৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন আশার সঞ্চার হতে পারে।

 বিদেশের সঙ্গে যেসকল ব্যবসা যুক্ত বা ভারতবর্ষের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ব্যবসা যাদের রয়েছে, তাদের প্রতি মা লক্ষ্মী কৃপা বৃদ্ধি করতে পারেন।

 ভ্রমণ, হোটেল, ট্রাভেল টু্যরিজম ইত্যাদির সঙ্গে যুক্ত সকল ব্যবসারই শ্রীবৃদ্ধি ঘটতে পারে।

 বিনোদন ক্ষেত্র যেমন সিনেমা, গানবাজনা, আর্ট অ্যান্ড ক্রাফ্ট, কালচারাল প্রোগ্রাম প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ হবে।

 জলীয় দ্রব্য, খনিজ দ্রব্য, ধাতু সংক্রান্ত ব্যবসার উন্নতি সাধিত হতে পারে।

 কন্যা রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় নতুন যোগাযোগ বা নতুন কোনো ব্যবসার সূচনা হতে পারে কারো কারো ক্ষেত্রে।

ree

তুলা রাশি

ব্যবসার ক্ষেত্রে অনেকেরই পরিবর্তন হতে পারে বা নতুন কোনো ব্যবসার প্রারম্ভ করতে পারেন।

 গাড়ি, গাড়ি সংক্রান্ত যাবতীয় পার্টস, ট্রাভেল টু্যরিজম প্রভৃতি ব্যবসায় উন্নতি লাভের সুযোগ আসতে পারে।

 বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হতে পারে।

 টেকনিক্যাল ইনড্রাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং দ্রব্য সংক্রান্ত ব্যবসা, আই.টি, মেশিনারি, লোহা কিংবা স্টীল এবং মেটাল সংক্রান্ত ক্ষেত্রে ভালো উন্নতি হওয়ার যোগ।

 বাড়ি, জমি ক্রয়-বিক্রয় বা রিয়েল এস্টেট-এর ক্ষেত্রে সুফল পেতে পারেন।

 গ্যাস বা বায়বীয় পদার্থ, খনিজ দ্রব্য সংক্রান্ত ব্যবসা থাকলে উন্নতি হওয়ার আশা করতে পারেন।

 কলকারখানা, ফ্যাক্টরি, ছোটখাটো অফিস ইত্যাদি ব্যবসায় সুফল আশা করতে পারেন।

 বস্ত্র শিল্প, কাপড়, পোশাক বা ড্রেস মেটিরিয়াল, ডিজাইনার প্রভৃতি ক্ষেত্রে মুনাফা দেখতে পারেন।

 বিনোদন জগৎ, সিনেমা, টিভি, গানবাজনা প্রভৃতি ব্যবসায় বিশেষ করে নেট দুনিয়ার সঙ্গে যারা যুক্ত, তাদের জুলাইয়ের পর থেকে সমৃদ্ধি আসতে পারে।

 ট্রাভেল অ্যান্ড টু্যরিজম, হোটেল, তরল পানীয়, নেশার দ্রব্যাদি প্রভৃতি ব্যবসায় চাহিদা বাড়বে এবং লাভ হবে ক্রমে ক্রমে।

 শয্যাদ্রব্য, লোহার ডিজাইনিং আসবাব, সুগন্ধী দ্রব্য, ঘর সাজানোর নানারকম দ্রব্যাদির চাহিদা বাড়বে। ফলে মুনাফাও হবে।

ree

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ব্যবসা মোটের ওপর ভালোই চলবে। শুধু যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা দ্বিধাবিভক্ত মনোভাব থাকবে।

 যেকোনোরকম যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যবসা খুব ভালো সভ্প্রসারিত হবে। যেমন অনলাইন গাড়ি, ভাড়ার গাড়ি, জলযান ও উড়োযান, সবক্ষেত্রেই সুফল লাভ ঘটতে পারে।

 প্রকাশনা, লেখালেখি, শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইনে যারা লেখালেখি করে থাকেন, ইউটিউবার প্রভৃতি ক্ষেত্রে বিশেষ সফলতা আসতে পারে।

 কমিশন ভিত্তিক যেকোনো ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তি ভালো ফল পেতে পারেন।

 বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তির নতুন নতুন যোগাযোগ তৈরি হবে। ফলে ব্যবসা সুদূরপ্রসারী হতে পারে।

 বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অনেকদিন মনের কোনো আটকে থাকা আশাকে কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে সক্ষম হবেন।

 মেডিসিন, ওষুধ বা চিকিৎসা  সংক্রান্ত যাবতীয় দ্রব্য তথা ওষুধ কোম্পানির ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি লাভ ঘটবে। ব্যবসার ক্ষেত্রে ভাই-বোন বা আত্মীয়-পরিজন বা প্রতিবেশীর সাহায্য লাভ হতে পরে কিংবা ব্যবসার উন্নতিতে এনাদের সাহায্য লাভ পেতে পারেন।

ধনু রাশি

ধনুরাশির জাতক বা জাতিকাদের ব্যবসায় প্রচুর পরিশ্রম করতে হবে। ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা ও শত্রুতা বৃদ্ধি পাবে। কিন্তু সাফল্য পেয়ে যাবেন আশা করা যায়।

 বীমা, আর্থিক লগ্নীকারী পোশায় বা শেয়ার মার্কেট, দালালি, অর্থ জমানো বা টাকা-পয়সা লেনদেন করার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় ভালো যেতে পারে।

 মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, জ্যোতিষ, আইন, পরামর্শ দেওয়া হয় এমন পেশার সঙ্গে যুক্ত ব্যবসায় ভালো ফলের আশা রাখতে পারেন।

 লেখালেখি কাজের সঙ্গে যুক্ত, পুরনো দ্রব্যাদি ক্রয়-বিক্রয় ব্যবসার সাথে যুক্ত জাতক-জাতিকারা সুফল পাবেন।

 ব্যবসা সূত্রে যারা প্রচুর ঘোরাঘুরি করেন তাদের এই ঘোরাঘুরি অব্যাহত থাকবে। যারা এদিক ওদিক যান না তাদেরও মুশাফিরি করলে ব্যবসার প্রসার হবে এবং ফলও ভালো হবে।

 জমি, বাড়ি ক্রয়-বিক্রয়, পুরনো সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ভালো ফলাফল হবে।

 মুদিখানা, খাদ্যশস্য, সবজি, চাষবাস, পশুপালন জনিত ব্যবসায় উন্নতির আশা করতে পারেন।

 শিক্ষা প্রতিষ্ঠান, টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ব্যবসা আগামী দিনে ভালো ফলদায়ক হতে পারে।

 ছোট ছোট ব্যবসা, কুটির শিল্প, হাতের কাজের দ্রব্যাদি প্রভৃতির চাহিদা বাড়ার পাশাপাশি ব্যবসারও প্রসার লাভ ঘটবে।

 লোহা, ভারী ধাতু, ধাতব দ্রব্যাদি, মেশিন, যন্ত্রচালিত দ্রব্যাদি, মেশিনের পার্টস, মেকানিক্যাল দ্রব্য ব্যবসায় ধীরে ধীরে লাভ বাড়বে।

ree

মকর রাশি

পরিশ্রম খুবই করতে হবে। মকর রাশির ব্যবসায়ীরা যারা সুদূরপ্রসারী বা দীর্ঘমেয়াদী ব্যবসা করেন তাদের জন্য ভালো ফল লাভ হতে পারে। যারা পুঁজি বিনিয়োগ করছেন দীর্ঘমেয়াদী ব্যবসার ক্ষেত্রে তারা ভালো খবর পেতে পারেন লাভের ক্ষেত্রে।

 স্বল্পমেয়াদী ব্যবসার ক্ষেত্রে অপেক্ষা করতে হতে পারে আশানুরূপ লাভের আশা করতে হলে। কমিউনিকেশন, কনস্ট্রাকশন ব্যবসায় লাভ হবে।

 জমি, বাড়ি, ভূ-সম্পত্তি, পুরনো সম্পত্তি প্রভৃতি ক্রয়-বিক্রয়ে লাভ।

 মুদিখানা, খাদ্যশস্য, ভোজ্যতেল, শস্য উৎপাদন ও সবজি বা ফসল উৎপাদনের ক্ষেত্রে ভালো ফল হতে পারে।

 কৃষিকার্য ও উৎপাদন এবং পশুপালন প্রভৃতি কজে যুক্ত জাতক-জাতিকাদের সময় ধীরে ধীরে ভালো হতে পারে।

 খনিজ তেল, রাসায়নিক সার, খনিজ দ্রব্য প্রভৃতি ক্ষেত্রেও মুনাফা আশা করতে পারেন। জ্বালানি তেল, গ্যাস বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও মুনাফা দেখতে পাবেন ক্রমশ।

 আঞ্চলিক দ্রব্যাদি তৈরি, কুটির শিল্প, হাতের কাজের দ্রব্যাদি প্রভৃতি ক্ষেত্রে ব্যবসার প্রসার লাভ হবে এবং মুনাফাও দেখতে পাবেন।

 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনি পরামর্শ, আইনজ্ঞদের ক্ষেত্রেও ধীরে ধীরে উন্নতি সাধিত হতে পারে।

 ইলেকট্রনিক্স গ্যাজেট ও দ্রব্যাদি তৈরিতে ব্যবসায়িক মুনাফা বাড়তে পারে।

 স্বনিয়োজিত আয় ভিত্তিক ব্যবসা যারা করেন প্রত্যেকেরই ধীরে ধীরে উন্নতি লাভ ঘটবে।

 নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিক্রি অর্থাৎ স্টেশনারি দ্রব্যাদির ব্যবসায় লাভ হতে পারে।

কুম্ভ রাশি

ব্যবসা ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হতে পারে। টাকা আটকে যাওয়া, সময়মতো পেমেন্ট না পাওয়া, অতিরিক্ত খরচ, সেই অনুযায়ী আর্থিক উপার্জন না হওয়ার সমস্যা থাকবে।

 যেকোনো ব্যবসায় পুঁজি লগ্নী ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় টাকা ধার বা ঋণ দিলে ফেরত পাওয়ার আশা কম, হয়তো নাও পেতে পারেন।

 যেকোনো রকম বড় অর্থনৈতিক সিদ্ধান্ত একাধিকবার চিন্তা করে করবেন। কোনো কিছু দরকারী কাগজপত্রে সই করার আগে ভালো করে ভেবে নিয়ে তারপর করবেন।

 আয়ের চেয়ে ব্যয় বেশিমাত্রায় হবে। ব্যবসা সংক্রান্ত যেকোনো বড় সিদ্ধান্ত পর নেওয়াই শ্রেয়।

 বৈদেশিক বিপণনের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। ব্যবসা সূত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে ক্রমে শ্রীবৃদ্ধি ঘটবে।

 কোনো কারণে ঋণ গ্রহণ করলে সেটা শোধ করতে বেগ পেতে হতে পারে।

 কোনো প্রতারণার শিকার হতে পারেন। সেক্ষেত্রে অর্থ নষ্ট হতে পারে কারো কারো জীবনে।

 চিকিৎসা ক্ষেত্র, পরামর্শ দাতা, মোটিভেশনাল কর্মে যুক্ত ব্যক্তিদের মোটের ওপর ভালো বলা যেতে পারে।

 আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত যেকোনো রকমের বাণিজ্যের প্রসার ঘটবে।

 ভ্রাম্যমান ব্যবসা, গাড়ি, অনলাইন কমিউনিকেশন বা অনলাইনে যেকোনো ধরনের ব্যবসা মুনাফা দিতে পারে।

মীন রাশি

ব্যবসা ক্ষেত্রে অন্যান্য অনেক রাশির তুলনায় অনুকূল বা শুভ সময় বলা চলে। যদি দশান্তর্দশা থাকে তাহলে তো সোনায় সোহাগা। সেক্ষেত্রে

 যেকোনো রকমের যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের শুভ সময়। স্থলযান বা জলযান কিংবা ব্যাটারিচালিত যান প্রভৃতি ব্যাপারে ভালো ফল পেতে পারেন।

 নেটওয়ার্ক, যেকোনো রকমে কমিশন ভিত্তিক ব্যবসা খুবই ভালো যেতে পারে বা সফলতার মুখ দেখতে পারে।

 ভ্রাম্যমান ব্যবসায় শুভ ফলের আশা রাখতে পারেন।

 ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত ব্যবসা, গানবাজনা, অভিনয়, বিনোদন জগতের নানা পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকার সময় ভালো আসতে পারে।

 যোগা, প্রাণায়াম, মোটিভেশনাল কার্য, অধ্যাত্মিক ও ধর্ম বিষয়ক কাজে উন্নতি।

 পড়াশোনা বা বিদ্যার সঙ্গে যুক্ত কোনো ব্যবসা শুভদায়ক হবে।

 জল জাতীয় দ্রব্য যেমন মাছ কিংবা নৌকা অথবা জাহাজ বা জলযান কিংবা জল সংক্রান্ত অন্যান্য যাবতীয় দ্রব্যের ব্যবসায় ক্রমশ উন্নতি সাধিত হবে।

 নিজ নিজ পেশায় যারা যুক্ত, স্বনির্ভর—সেই ক্ষেত্রেও উন্নতি হবে।

 মীন রাশির আয়ভাব খুবই শুভ। কাজেই যেকোনো কাজেই বা ব্যবসায় মুনাফা আশা করতে পারেন।


 
 
 

Comments


Logo2.png

Address: 2A Mandeville Gardens. Kolkata 700019

Email :  vagyofal@gmail.com

Follow us on

  • Facebook

© Copyright 2025, All rights reserved by Suswastha Publication. Developed by Simpact Digital (Unit of Debi Pranam)

bottom of page