নবগ্রহের প্রতিকারে রোগমুক্তি!
- ভাগ্যফল
- Jun 30
- 20 min read
অচিন্ত্যরতন দেবতীর্থ
(জ্যোতিষ-তন্ত্র-ধ্যান ও আধ্যাত্মিক গবেষক)

দেহ থাকলেই রোগ থাকবে,রোগের হাত থেকে কারো পরিত্রাণ নেই। জ্যোতিষ মতে বারোটি রাশির প্রত্যেকটিই শরীরের এক একটি অংশ নির্দেশ করে। যেমন মেষ রাশি মানব শরীরের মাথাকে নির্দেশ করে তেমনি মীন রাশি মানুষের চরণ অর্থাৎ পায়েরপাতাকে বোঝায়। বহু রোগ আছে যা একাধিক গ্রহ বা একাধিক রাশি দুর্বল বা অশুভ থাকলে হয়। আবার কোনো একটি নির্দিষ্ট রাশি বা গ্রহ পীড়িত থাকলেও রোগ হতে পারে। একটা সময় ছিল যখন এদেশে বা বিদেশে চিকিৎসকরা জ্যোতিষ শাস্ত্রে ভরসা রাখতেন। ‘চিকিৎসা-জ্যোতিষ’ বা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে হত চিকিৎসকদের। কিন্তু আজ এই অতি আধুনিক সময়ে চিকিৎসাশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যে চির বিচ্ছেদ ঘটেছে। যাইহোক জ্যোতিষ শাস্ত্রে বেশ কিছু ব্যবস্থা আছে৺রত্ন, মূল, কবচ, ওষুধি, স্নান ইত্যাদির দ্বারা রোগশান্তি করা হয়।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, এই সমস্ত প্রতিকার কমবেশি কাজ দেয় যদি সময় থাকতে প্রয়োগ করা হয়। রবিগ্রহের রোগ নিয়ে একটু আলোচনা করা যাক। মাথার রোগ, চোখের রোগ, হার্টের সমস্যা (রবি ও বুধ), মাথায় টাক পড়া, মান-যশ হানি, জ্বর এই জাতীয় রোগ এবং মানহানি জাতীয় সমস্যা হয়ে থাকে রবির কারণে। এক্ষেত্রে চুনী ধারণ করা যেতে পারে। প্রসঙ্গত বলে রাখি যে, গ্রহ সে যত শুভ গ্রহই হোক না কেন যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশভাবের সাথে বেশি করে সংযোগ করে তাহলে সেই গ্রহের প্রধান রত্ন ধারণ করা উচিত নয়। সেক্ষেত্রে উপরত্ন ধারণ করে দেখা যেতে পারে। তবে আপনার ক্লায়েন্ট যেহেতু গিনিপিগ নয় তাই তার উপরে পরীক্ষা না করে নিজের ওপর করাই ভালো। আমি মাঝে মধ্যে নিজের ওপর এ জাতীয় পরীক্ষা করি যদিও ফল বিশেষ সুখকর হয় না।
যাইহোক, যেখানে সরাসরি রত্ন ধারণ করার সমস্যা আছে সেখানে গ্রহকবচ ধারণ ও পাঠ, গ্রহদান, গুরুমন্ত্র ও ঈষ্টমন্ত্র জপ প্রভৃতি উপায়েও খুব ভালো কাজ হয়।

এছাড়া স্পর্শ চিকিৎসা রেইকি ও বৌদ্ধতন্ত্র ‘লামাফেরার’ মাধ্যমেও গ্রহ প্রতিকারের কাজ করা যায়।
এবার চন্দ্রের কথা একটু বলি। মানসিক অবসাদ, ডিপ্রেশন, সর্দিকাশি, অনিদ্রা, বিভিন্ন রকমের বাত (তবে এর জন্য শনিও দায়ী), জল থেকে ভয়, চঞ্চলতা, অস্থিরতা, মানসিক রোগ ও পাগলামি যা অশুভ চন্দ্র ও বুধের কারণে হয়। ভালো মানের মুক্তো বা মুনস্টোন, ক্ষীরিকার মূল, চন্দ্র, যন্ত্র ও কবচ ধারণ, সোমবারে শিবের পুজো, ঘরের উত্তর-পশ্চিম কোণে স্বচ্ছ স্ফটিক বা মুনস্টোনের ক্রিস্টাল বল, শক্তি সঞ্চার করে রাখা৺এ সবের দ্বারা অশুভ বা পীড়িত চন্দ্রের প্রতিকার করা যায়। নিয়মিত মেডিটেশন ও প্রাণায়ামের মাধ্যমেও চন্দ্র ও বুধগ্রহ জনিত সমস্যা থেকে শান্তি পাওয়া যায়।
রাহু ও মঙ্গল যদি অশুভ থাকে তবে ঘনঘন চোট-আঘাত, রক্তপাত, অপারেশন, টিউমার, ব্রণ, রক্তঘটিত রোগ, গ্যাস ইত্যাদি বহু রকমের কষ্ট ভোগ করতে হয়। এক্ষেত্রে রাশিচক্র বিচার করে অশুভ মঙ্গলের জন্য রক্তপ্রবাল বা অশুভ রাহুর জন্য গোমেদ ধারণ করতে হবে। তবে একসাথে রক্তপ্রবাল ও গোমেদ ধারণ করা উচিত নয়। সব থেকে ভালো হয় যদি মৃত্যুঞ্জয় বা শ্রীনৃসিংহ প্রয়োগ করা হয়।
বুধ এবং কেতু এই দুই গ্রহই যদি অশুভ থাকে তবে রোগ সহজে ধরা পড়ে না এবং ভুল চিকিৎসার শিকার হতে হয়। অশুভ বুধের কারণে স্নায়ুরোগ, স্মৃতিবিভ্রম, মানসিক রোগ হয়। এক্ষেত্রে ভালো পান্না বা ক্রিন পেরিডট ধারণ করা যায়। যদি গ্রিন ক্যাটস আই সৌভাগ্যবশত পাওয়া যায় তবে খুবই ভালো। একসাথে বুধ ও কেতুর কাজ হয়ে যাবে। এছাড়া শ্রীগণেশের তন্ত্র প্রয়োগেও যথেষ্ট উপকার পাওয়া যায়।
অশুভ বৃহস্পতির কারণে ফুসফুস ও লিভারের রোগ হয়। এছাড়া রাহু ও বৃহস্পতি উভয় গ্রহ অশুভ ভাবে থাকলে ক্যানসারের সম্ভাবনা থাকে। এক্ষেত্রে পীত পোখরাজ বা গোল্ডেন টোপাজ ধারণ করা যায়। বৃহস্পতি কবচ বা যন্ত্র কিংবা মা তারার কবচ ধারণেও অনেক শুভ ফল পাওয়া যায়।
অশুভ শুক্রের কারণে নানারকমের যৌন দুর্বলতা, ব্লাডসুগার (চন্দ্র ও মঙ্গলের অবস্থান দেখতে হবে), মানসিক দুর্বলতা, শরীরের লাবণ্য নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি বহুবিধ সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এর জন্য হীরা, সাদা জারকন, ওপাল, রোজ কোয়ার্টজ ইত্যাদি বিভিন্ন প্রকারের রত্ন বা উপরত্ন ধারণ করা যেতে পারে। যে কোনো দীর্ঘস্থায়ী রোগ, দাঁত, হাড় এবং বাতের কষ্টের জন্য অশুভ শনি দায়ী। এর জন্য নীলা, ব্লু টোপাজ, কালো ঘোড়ার নাল, এমিথিস্ট ইত্যাদির প্রয়োগে সুফল পাওয়া যায়।

জুলাই মাসের রাশিফল
শ্রীকৌস্তুভ দাস
জ্যোতিষী প্রজ্ঞাবারিধী, জ্যোতিষী কৃতথ্ববিদ্ জ্যোতিষী ভারতী, সামদ্রিক প্রজ্ঞাবারিধী
মেষ
স্বাস্থ্য : শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। মাসের মাঝামাঝি সময় থেকে সমস্যা সৃষ্টি হবে। বিশেষ করে পেটকে কেন্দ্র করে সমস্যা বেশি হবে। এ মাসে আকস্মিক ভাবে দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাদের বাতের সমস্যা আছে তারা মাসের প্রথম থেকেই কষ্ট পাবেন।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। বুধ বর্তমান গোচরে দ্বাদশস্থ গ্রহের সঙ্গে সম্বন্ধ করায় মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। এর প্রভাব পড়াশোনার ক্ষেত্রে পড়বে। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সময়টা খুব একটা ভালো নয়। নানান পারিপার্শ্বিক কারণে উচ্চবিদ্যায় তেমন সাফল্য আসবে না। বর্তমান সময়ে বন্ধুর স্থান ভালো নয়। বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মেলামেশার কারণে পড়াশোনায় সমস্যা সৃষ্টি হবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। ধন রাশিতে শুক্রের অবস্থান আর্থিক স্বচ্ছলতা এনে দেবে। অর্থভাগ্যের শুভ ইঙ্গিত থাকলেও নিজের প্রচেষ্টা কম থাকার কারণে তেমন উপার্জন করে উঠতে পারবে না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসায় নতুন কাজের যোগাযোগ আসবে। তবে নিজেকে তৎপর হতে হবে। এ মাসে বিনিয়োগ করতে হলে মাসের প্রথম দিকে করা ভালো। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ নয়। কর্মক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা বা নতুন কোনো কাজে যোগদান করতে হতে পারে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। সাংসারিক সুখ থাকবে। তবে সন্তানদের নিয়ে একটু চাপের মধ্যে থাকতে হবে।
শুভ তারিখ : অশ্বিনী-8, 12, 17, 23। ভরণী-2, 15, 21, 26। কৃত্তিকা-10, 14, 24, 28।
বৃষ
স্বাস্থ্য : শরীর নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। রাশিপতি শুক্রের রাশিতে অবস্থান শরীর স্বাস্থ্যের উন্নতি করবে। মাসের শেষের দিকে কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা আছে। তবে মানসিক ভাবে খুব সমস্যায় থাকতে হবে এ মাসে। মাঝে মধ্যে পারিপার্শ্বিক চাপ এমন হবে যে নিজেকে নিষ্ঠুর মনে হবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। পড়াশোনার ক্ষেত্রে কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস আবার কখনো আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। ফলে পড়াশোনায় তেমন সফলতা আসবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা একটু অন্যরকম। উচ্চবিদ্যায় অনেক যোগাযোগ আসবে সঙ্গে সাফল্যও।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। মাসে একাধিক শুভ যোগাযোগ আসবে। যদি যোগাযোগগুলোকে কাজে লাগানো যায় তবে আর্থিক দিক থেকে লাভবান হবেন। এ মাসে উপার্জন হলেও সঞ্চয় তেমন হবে না। ব্যবসায়ীদের কঠিন সময়ের মধ্যে দিয়ে মাসটা অতিবাহিত হবে। ব্যবসায় নানান চাপ সৃষ্টি হবে। এ মাসে বেশি বিনিয়োগের ঝুঁকি নেবেন না। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে একাধিক শুভ যোগাযোগ আসবে। পদোন্নতির যোগ বা নতুন দায়িত্ব ভার গ্রহণ করতে হবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন মধ্যম প্রকার। সাংসারিক শান্তি থাকবে। তবে বর্তমান গোচরে ভৌমদোষের কারণে মাঝে মধ্যে সাংসারিক শান্তি বিঘ্নিত হবে।
শুভ তারিখ : কৃত্তিকা-8, 12, 14, 19।রোহিনী-2, 15, 26, 30। মৃগশিরা-9, 11, 21, 28।
মিথুন
স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না। বাহু, নিম্নপেট, ঊরু, হাঁটু প্রভৃতি অঙ্গে রোগ প্রবণতা বেশিমাত্রায় থাকবে। এ মাসে কাছাকাছি ভ্রমণের যোগাযোগ আসবে। সামাজিক কাজে যুক্ত থাকার কারণে সামাজিক সম্মান বৃদ্ধির যোগ। দূরদর্শিতা থাকায় অনেক সমস্যা থেকে রক্ষা পাবেন।
বিদ্যা : জাতক জাতিকাদের নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। নিম্নবিদ্যার ক্ষেত্রে মাসের প্রথম দিকটা শুভ বলা যায়। পড়াশোনার ক্ষেত্রে সর্বদাই গুরুদের সহযোগিতা ও পরামর্শ পাওয়ায় নিম্নবিদ্যায় সাফল্য লাভ ঘটবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। বিশেষ করে যারা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন তারা বেশি সফলতা পাবেন।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ।রাশিপতি বুধ ধনস্থানে থাকায় আর্থিক স্বচ্ছলতা থাকবে। মাসের শেষ দিকে শারীরিক কারণে অর্থ ব্যয় ঘটবে। এ মাসে সঞ্চয় করার সুযোগ আসবে, তবে মাসের প্রথম দিকে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসটা শুভ। ব্যবসায় উন্নতির প্রবল যোগ। তবে ব্যবসায় উন্নতি হলেও পারিপার্শ্বিক পরিবেশকে ঘিরে বেশ চাপের মধ্যে থাকতে হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। সাংসারিক শান্তি বিরাজ করবে।
শুভ তারিখ : মৃগশিরা-10, 14, 16, 19। আর্দ্রা-7, 9, 15, 23। পুনর্বসু-4, 8, 18, 24।

কর্কট
স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা অন্তত মাসের প্রথম দিকে নেই। তবে এ মাসে একটু বেশি সাবধানে থাকতে হবে, নইলে দুর্ঘটনার মুখে পড়তে হতে পারে। মাসের প্রথম দশদিন খুব সাবধান থাকতে হবে। আত্মীয়-স্বজনদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে সমস্যা আসতে পারে। কম কথা সংযত হয়ে বলুন, নইলে আশপাশের মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ নয়। পড়াশুনোর ক্ষেত্রে একাধিক শুভ যোগাযোগ এলেও মানসিক অস্থিরতার কারণে পড়াশুনোয় আশানুরূপ ফল করতে পারবে না। বন্ধুদের থেকে সহযোগিতা পাবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা ভালো-মন্দ মিশিয়ে চলবে। উচ্চবিদ্যায় সফলতা আসবে বিশেষত যারা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন। সাধারণের ক্ষেত্রে তেমন আশানুরূপ সফলতা আসবে না ।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। এ মাসে হঠাৎ হঠাৎ উপার্জন হবে। তবে অর্থ আসার আগে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠবে। সব সময় অর্থ নিয়ে একটা চিন্তা থাকবে। বর্তমান বছরে বৃহস্পতির অবস্থান রাশির দ্বাদশে থাকায় যা কিছু অর্থব্যয় হবে সেটা অবশ্য শুভ কাজে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসা সূত্রে আয় বৃদ্ধি পাবে। এ মাসেই বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। হঠাৎ করে কাজের জায়গায় সমস্যা দেখা দিতে পারে নিজের কারণে।
দাম্পত্য : দাম্পত্য জীবন বেশ ভালোই বলা যায়। স্বামী বা স্ত্রীর পরামর্শ গ্রহণ করলে দাম্পত্য জীবনে উন্নতি হবে।
শুভ তারিখ : পুনর্বসু-9, 11, 14, 18। পুষ্যা-3, 6, 17, 24। অশ্লেষা-1, 8, 16, 25।
সিংহ
স্বাস্থ্য : শরীর নিয়ে তেমন বড় কোনো সমস্যা হবে না মাসের প্রথম দিকে। রাশিপতি রবি বৃহস্পতির যুক্ত রাশির একাদশে অবস্থান করায় অনেক সমস্যা থেকে রক্ষা পাবেন। যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগ করছিলেন তারা এ মাসে অনেকটাই সুস্থ থাকবেন। মাসের প্রথমার্ধে ভাগ্যের সহযোগিতা পাবেন।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ। চতুর্থ রাশিপতি মঙ্গল রাশিতে অবস্থান করায় পড়াশোনার জন্য যথেষ্ট পরিশ্রম করবে, মনের মধ্যে আত্মবিশ্বাসও থাকবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা আরো শুভ। বৃহস্পতির একাদশ স্থানে অবস্থান উচ্চ বিদ্যায় সাফল্য এনে দেবে।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে আর্থিক চিন্তা থাকবে। উপার্জন ভালো হলেও ধন রাশিপতি বুধ রাশির দ্বাদশে অবস্থান করায় ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। সপ্তম স্থানে রাহুর অবস্থান ব্যবসায় শুভ যোগাযোগ এনে দিলেও ব্যবসাকে ঘিরে নানান প্রতিকূল পরিবেশ গড়ে উঠবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করা ঝুঁকির হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। কর্মক্ষেত্রে মাসের প্রথম দিকে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যাবে। কিন্তু মাসের মাঝামাঝি থেকে কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে যা মানসিক চিন্তার কারণ হয়ে উঠবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। পারিবারিক অশান্তি স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কে অবনতি ঘটাবে।
শুভ তারিখ : মঘা-12, 16, 18, 21। পূর্বফাল্গুনী-5, 7, 9, 18। উত্তরফাল্গুনী-3, 11, 19, 26।
কন্যা
স্বাস্থ্য : শরীর নিয়ে ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। ষষ্ঠ রাশিপতি শনি রাশির সপ্তমে অবস্থান করায় মাথা, ঊরু, বুক ও কোমর---এই অঙ্গগুলোকে ঘিরে রোগ প্রবণতা বেশি মাত্রায় থাকবে। তবে বড় কোনো সমস্যা তৈরি করবে না। এ মাসে প্রতিবেশী বা পারিপার্শ্বিক মানুষজনদের সঙ্গে ঝগড়া লাগার সম্ভাবনা। তাই সতর্ক থাকবেন।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ। চতুর্থ রাশিপতি বৃহস্পতির দৃষ্টি চতুর্থ রাশিতে থাকায় নিম্নবিদ্যায় সাফল্য আসবে। তবে মাঝে কিছুটা বিপথে চলে যাবার সম্ভাবনা আছে। কিছু খারাপ কাজের প্রভাবে প্রভাবিত হবে, তবে শেষ পর্যন্ত সামলে নেবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা বেশ ভালোই বলা যায়। শনির দৃষ্টি রাশিতে থাকার উচ্চবিদ্যায় সফলতা আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। আর্থিক স্বচ্ছলতা থাকবে। মাসের প্রথম দিকে আয় ভালোই হবে। মাসের মাঝামাঝি সময় থেকে উপার্জনের নতুন নতুন পথ আসবে। কোনো গুরুজন বা পিতার সাহায্যে আয় বৃদ্ধির যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয়। ব্যবসায় শুভ যোগাযোগ আসবে ঠিকই কিন্তু যোগাযোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে না পারায় ব্যবসা কে ঘিরে হতাশ হতে হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে এবং সুনাম বৃদ্ধি পাবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। সংসার জীবনে সুখ-শান্তি বিরাজ করবে। গুরুজনদের পরামর্শে চললে সাংসারিক সুখ বৃদ্ধি পাবে।
শুভ তারিখ : উত্তরফাল্গুনী-14, 16, 21, 26। হস্তা- 3, 18, 25, 19। চিত্রা-2, 10, 15, 25।
তুলা
স্বাস্থ্য : শরীর নিয়ে এ মাসটা সাবধানে থাকতে হবে। রাশিপতি শুক্র রাশির অষ্টমে অবস্থান করার হঠাৎ দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। সঙ্গে রাহুর রাশিতে দৃষ্টি থাকায় দুর্ঘটনা জনিত কারণে রক্তপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বৃহস্পতির দৃষ্টি থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার যোগ রয়েছে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। মাসের শুরুতে পড়াশোনায় সাফল্য আসবে। চতুর্থে বুধের দৃষ্টি থাকায় নিজের দক্ষতায় পড়াশোনায় সফলতা এনে দেবে। মাসের মাঝামাঝি সময়ের পর থেকে সময়টা খুব একটা ভালো নয়। পড়াশোনায় নানা সমস্যার সম্মুখীন হতে হবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয়। উচ্চবিদ্যায় পারিপার্শ্বিক বাধা থাকবে। ফলে পড়াশোনায় সফলতার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে।
উপার্জন : উপার্জন ভাগ্য খুব একটা ভালো নয়। ধন রাশিপতি মঙ্গল রাশির একাদশ স্থানে অবস্থান করলেও কেতু যুক্ত মঙ্গল আর্থিক বিষয়ে সমস্যা এনে দেবে। সবসময় কিছু না কিছু কারণে আর্থিক ব্যয় হতে থাকবে। ফলে সঞ্চয় তো হবেই না, বরং যা কিছু সঞ্চয় ছিল তাও নষ্ট করে দেবে। মাসের মাঝামাঝি সময়ের পর এমন অবস্থা আরো বাড়বে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সময়টা খুব একটা ভালো নয়। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার সম্ভাবনা। বিনিয়োগ করার আগে চিন্তা ভাবনা করা দরকার। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে সফলতা আসবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। সংসার জীবনে প্রায়ই মতবিরোধ, ঝগড়া, ঝামেলা লেগে থাকবে।
শুভ তারিখ : চিত্রা-15, 19, 28, 30। স্বাতী-2, 8, 17, 24। বিশাখা-7, 16, 20, 29।

বৃশ্চিক
স্বাস্থ্য : শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। অনিয়মে থাকার কারণে শরীরকে ঘিরে নানান সমস্যা সৃষ্টি হবে। অল্পে মাথা গরম করে প্রিয়জন বা পারিপার্শ্বিক মানুষজনদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলবে। মাথা, হাঁটু, বুক ও পেট এই অঙ্গগুলিতে রোগ প্রবণতা তৈরি হবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। চতুর্থ স্থানে রাহুর অবস্থান মাঝে মধ্যেই মানসিক ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করে দেবে। সে কারণে পড়াশোনায় ছন্দপতন ঘটবে। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সময়টা তেমন শুভ নয়। বৃহস্পতি ও রাহুর যোগ পড়াশোনায় বাধা এবং ভুল বন্ধু নির্বাচনের কারণে উচ্চবিদ্যায় বাধা সৃষ্টি করবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। ধন রাশিপতি বৃহস্পতির দৃষ্টি ধনস্থানে থাকায় এ মাসে উপার্জন ভালোই হবে। পরিশ্রম বহির্ভূত আয়ের যোগ আছে। এ মাসে আয় যেমন হবে ব্যয়ও হবে ততোধিক। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসের প্রথম দিকে প্রতিকূলতা থাকলেও মাসের মাঝামাঝি সময় থেকে ব্যবসা ভালোই চলবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে অস্থিরতার পরিবেশ তৈরি হলেও পরে এর সুফল পাবেন।
দাম্পত্য : দাম্পত্য জীবন মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে সমস্যা না থাকলেও মাসের মাঝামাঝি সময় থেকে সমস্যা বৃদ্ধি পাবে।
শুভ তারিখ : বিশাখা-6, 10, 16, 20। অনুরাধা-4, 12, 24, 26॥ জ্যেষ্ঠা-9, 15, 23, 28।
ধনু
স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না।রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকায় ও রবি-বৃহস্পতির যোগ স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি জীবনীশক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। সব কাজে অতিরিক্ত এনার্জি থাকবে। যারা কঠিন রোগে আক্রান্ত আছেন তারা এ মাসটায় ভালো থাকবেন। তবে মাসের মাঝামাঝি সময় থেকে এর ছন্দপতন ঘটবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। বৃহস্পতি রাশিদর্শি হওয়ায় পড়াশোনা ভালো হলেও গুরুচন্ডাল যোগের কারণে মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে মানসিক চঞ্চলতা সৃষ্টি হবে। যার ফলে পড়াশোনা নিয়ে হতাশ হতে হবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। উচ্চবিদ্যায় সাফল্য আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য বেশ ভালোই বলা যায়। রাশিপতি ও ধন রাশিপতি দুটি গ্রহের দৃষ্টি রাশিতে থাকায় এ মাসে আর্থিক স্বচ্ছলতা থাকবে। মাসের প্রথম দিকে ভাগ্যের সহযোগিতাও পাওয়া যাবে। এমনকি এই সময় সঞ্চয় করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসা সূত্রে আয় বৃদ্ধি পাবে। নতুন নতুন যোগাযোগ আশা করা যেতে পারে। এ মাসে বিনিয়োগ করলে ভালোই হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ।
শুভ তারিখ : মঘা-9, 12, 14, 21।পূর্বাষাঢ়া-3, 7, 9, 15। উত্তরাষাঢ়া-15, 18, 21, 26।
মকর
স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না এ মাসে। যদিও মাসের প্রথম দিকে ছোট ছোট সমস্যা দেখা দেবে। যাদের পুরনো অর্শের সমস্যা আছে তাদের সাবধানে থাকা দরকার। এছাড়া আগুন থেকেও সাবধানে থাকতে হবে। রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা করবেন। অতিরিক্ত কথা বলার প্রবণতার কারণে আশপাশের মানুষজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান খুব একটা ভালো নয়। চতুর্থ রাশিপতি মঙ্গল রাশির অষ্টমে অবস্থান করে কেতুযুক্ত থাকায় নিম্নবিদ্যায় বাধা আসবে। পরিশ্রম করলেও ভাগ্যের সহযোগিতা তেমন একটা পাওয়া যাবে না। ফলে নিম্নবিদ্যায় সাফল্য তেমন আসবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। পঞ্চম রাশিপতি স্বক্ষেত্রে অবস্থান করে রাশিপতির সঙ্গে সম্বন্ধ করেছে। ফলে উচ্চবিদ্যায় সফলতা আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। এ মাসে আয় হবে কিন্তু আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। ধন স্থানে রাহুর অবস্থান পারিপার্শ্বিক পরিবেশ এমন তৈরি করবে যে ব্যয় বৃদ্ধি পাবে। তবে এ মাসে ব্যয় যতই হোক না কেন প্রয়োজনের সময় প্রয়োজনমতো অর্থ হাতে চলে আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে ব্যবসায় বিনিয়োগের ঝুঁকি নেবেন না। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ।
দাম্পত্য : দাম্পত্য জীবন খুব একটা ভালো নয় সাংসারিক শান্তি বিঘ্নিত হবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে।
শুভ তারিখ : উত্তরফাল্গুনী-1, 5, 7, 10। শ্রবণা-6, 9, 15, 20। ধনিষ্ঠা-7, 14, 16, 18।
কুম্ভ
স্বাস্থ্য : শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। রাহু-শনি-মঙ্গল-কেতু যোগ বড় শারীরিক বিপদের ইঙ্গিত দিচ্ছে। অল্প কিছু শারীরিক সমস্যা দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন, নইলে শারীরিক সমস্যা হাতের বাইরে চলে যেতে পারে। শরীরের পাশাপাশি নিজের কথার প্রতিও সংযত হন। না হলে লোকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান বেশ ভালোই বলা যায়। শুভ বৃহস্পতির পঞ্চমে অবস্থান পড়াশোনায় সাফল্য এনে দেবে। তবে গুরুজনদের পরামর্শ ও শ্রদ্ধা করতে হবে। কারণ রাহুর পঞ্চম ভাবের দৃষ্টি জাতককে বিপথে চালিত করার চেষ্টা করবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা একই রকম। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সফলতা আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। আর্থিক স্বচ্ছলতা থাকবে। তবে সর্বদা একটা ঝামেলার মধ্যে দিয়ে অর্থ আসবে। এ মাসে সঞ্চয় তেমন একটা করতে পারবেন না। সে কারণে হতাশ হতে হবে। এ মাসে অতিরিক্ত ব্যয় বৃদ্ধির যোগ প্রবল। এমনকী ঋণ পর্যন্ত হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয়। ব্যবসাকে ঘিরে নানান চাপের মধ্যে থাকতে হবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ না করাই শ্রেয়।চাকরিজীবীদের ক্ষেত্রেও সময়টা খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে নানান প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। সাংসারিক জীবনে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। স্বামী বা স্ত্রী স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ভৌমদোষের কারণে দাম্পত্য জীবনে প্রভাব পড়বে।
শুভ তারিখ : ধনিষ্ঠা-2, 7.14, 18।শতভিষা-6, 16, 24, 30। পূর্বভাদ্রপদ-5, 15, 19, 29।
মীন
স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না এ মাসে। তবে ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। রাশিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিপতি রবিযুক্ত হওয়ার শরীরে নানান সমস্যা তৈরি করবে। বুক, হাঁটু---এইসব অঙ্গে রোগ প্রবণতা বেশি মাত্রায় থাকবে। মাসের প্রথম দিকে রক্তপাত বা অপারেশনের মধ্যে দিয়ে আরোগ্য লাভ ঘটবে। অল্পেই মাথা গরমের প্রবণতা থাকবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে নিম্নবিদ্যায় ঝামেলা ঝঞ্ঝাট ভোগ করতে হবে। মানসিক চঞ্চলতা ও পারিপার্শ্বিক বাধার কারণে পড়াশোনায় তেমন সাফল্য আসবে না। তবে মাসের মাঝামাঝি সময় থেকে নিম্নবিদ্যায় উন্নতি ঘটবে এবং ধীরে ধীরে সাফল্যের মুখ দেখতে পাবে। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সময়টা মধ্যম প্রকার। মাসের মাঝামাঝি সময় থেকে উচ্চবিদ্যায় নানান সমস্যার সৃষ্টি হবে। ফলে পড়াশোনায় চাপের মধ্যে থাকতে হবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। এ মাসে পরিশ্রম বেশি হবে ঠিকই, সেই অনুযায়ী উপার্জনও হবে। এ মাসে গুপ্ত শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে, যা আপনাকে আর্থিক দিক থেকে সমস্যায় ফেলতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ হলেও ব্যবসায় কর্মচারী নিয়ে সমস্যা ভোগ করতে হবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালোই বলা যায়। কর্মক্ষেত্রে সাফল্য আসবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। সাংসারিক সুখ বিরাজ করবে। বাড়িতে গুরুজনের কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে।
শুভ তারিখ : পূর্ব ভাদ্রপদ-10, 16, 19, 26। উত্তর ভাদ্রপদ-9, 11, 17, 21। রেবতী-3, 7, 15, 24।

জুলাই মাসের লগ্নফল
গায়ত্রী দেবী
(সহ-সম্পাদিকা,
ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজারস সোসাইটি)
মেষ লগ্ন : সকল শিক্ষার্থীদেরই কঠোর শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তবেই সাফল্য প্রাপ্তির সম্ভাবনা।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে পদোন্নতি অথবা বদলি কিংবা সংস্থাগত পরিবর্তন হবারও সম্ভাবনা। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিলেও তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
ব্যবসায়ীদের ব্যবসায় শুভপরিবর্তন আশা করা যায়। বকেয়া অর্থ প্রাপ্তির সম্ভাবনা। নিজ গৃহ ও বাহন প্রাপ্তির সম্ভাবনা থাকলেও পরিশ্রমের প্রয়োজন হবে।
শরীর-স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে বিশেষ ভাবে। নার্ভ, হাড়, কিডনি এবং হাঁটু সম্পর্কিত সমস্যা বিশেষ ভাবে ভোগাতে পারে। এছাড়া জর, সর্দি-কাশি বা ভাইরাস জনিত রোগে ভুগতে পারেন। তবে চিকিৎসায় উপশম লাভ হবে। দুর্ঘটনা যোগ থাকায় চলাফেরায় সতর্ক থাকতে হবে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম ও অধ্যবসায় সহযোগে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা। নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আর্থিক সুরাহা বজায় থাকবে।
বৃষ লগ্ন : এই লগ্নের নিম্ন ও উচ্চ শিক্ষা, উভয় ক্ষেত্রেই বলা যায় যে কঠোর শ্রম এবং অধ্যবসায় প্রয়োজন। তবেই তা সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্তিতে সহায়ক হবে। কর্মপ্রার্থীদের নতুন কর্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত প্রচেষ্টা ও শ্রমের দ্বারা তা অর্জন করতে হবে। চাকরিজীবীদের সংস্থাগত পরিবর্তন বা বদলি হতে পারে। কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। নিজ বুদ্ধি প্রয়োগে নিজেই তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের ব্যবসায় মন্দের ভালো, এমন ফলের আশা করা যায়। খরচ অতিরিক্ত হতে পারে। নিজের কঠোর শ্রম ও প্রচেষ্টার দ্বারা গৃহ ও বাহন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গৃহশান্তি বজায় রাখতে পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলতে হবে। শরীর-স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে বিশেষ ভাবে। হজম বা পেটের সমস্যা, পা কিংবা বাতজ সমস্যা, লিভার, শ্বাসকষ্ট, অ্যালার্জি, হার্ট অথবা নার্ভের সমস্যায় কষ্ট পেতে হতে পারে। শিল্পী ও কলাকুশলীরা কর্মক্ষেত্রে সুনাম ও প্রতিষ্ঠা অর্জনের আশা করতে পারেন। নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। আর্থিক সুরাহা বজায় থাকবে।
মিথুন লগ্ন : এই লগ্নজাত নিম্ন ও উচ্চ শিক্ষার্থী, উভয় ক্ষেত্রেই বলা যায় যে শ্রম এবং অধ্যবসায় সহযোগে বিদ্যায় সাফল্য এবং সম্মান লাভে সমর্থ হবেন। কর্ম প্রার্থীদের বিশেষ শ্রম ও উৎসাহ সহযোগে কর্ম লাভের চেষ্টা করা আবশ্যক। কর্মজীবীদের কর্মক্ষেত্রে বদলি এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আংশিক উন্নতির যোগ রয়েছে। আয় বুঝে ব্যয় করা আবশ্যক। অতিরিক্ত ব্যয়ের কারণে মূলধনে টান পড়তে পারে।গৃহ ও বাহন লাভের সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য সচেষ্ট হতে হবে। শরীর নিয়ে সচেতন থাকা আবশ্যক। হজমের গন্ডগোল, ভাইরাস কিংবা ব্যাক্টেরিয়ার সংক্রমণ, দাঁত, চোখ, পা, লিভার কিংবা শ্বাসপ্রশ্বাসের সমস্যায় ভুগতে হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের শ্রম, ধৈর্য, অধ্যবসায় সহযোগে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আর্থিক সুরাহা বজায় থাকবে।
কর্কট লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহকারে পড়াশুনোকে এগিয়ে নিয়ে যেতে হবে। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ দেখা যায়। কর্মজীবীদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসলেও নিজ বুদ্ধি সহযোগে সেই সমস্যা থেকে মুক্তি লাভ ঘটবে।ব্যবসায় ব্যবসায়ীদের মিশ্র ফল লাভ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখার সম্ভাবনা কম। নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা আছে। গৃহশান্তি বজায় রাখতে নিজ বুদ্ধি সহযোগে সমস্যার সমাধান করতে হবে। শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। নানা সমস্যার সৃষ্টি হতে পারে। নার্ভ, চোখ, কান, গলা, প্রস্রাবের সমস্যা, পেট, লিভার অথবা হাঁপানির সমস্যায় কষ্ট ভোগ। শিল্পী ও কলাকুশলীদের অধ্যবসায় সহযোগে কার্যে যুক্ত থাকতে হবে। আর্থিক সহায়তা বজায় থাকবে।

সিংহ লগ্ন : এই লগ্নজাত নিম্ন ও উচ্চ শিক্ষার্থীরা শ্রম, ধৈর্য এবং অধ্যবসায় সহযোগে পড়াশোনা করলে যোগ্য সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে পদোন্নতি বা বদলির যোগ। কর্মক্ষেত্রে কিছু প্রতিকূলতা দেখা দিলেও নিজ বুদ্ধি গুণে সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের ব্যবসা ভালো মন্দ মিশিয়ে চলবে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে না।
দেরীতে হলেও গৃহ ও বাহন লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে কিছু প্রতিকূল প্রভাব সৃষ্টি হতে পারে । শরীর-স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। নার্ভ, হাড় সংক্রান্ত সমস্যা, চোখ, পুরানো কোনো রোগ বৃদ্ধি পেতে পারে। শিল্পী ও কলাকশলীদের শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহকারে কাজ করে যেতে হবে। আর্থিক ক্ষেত্র মোটের ওপর ঠিকঠাক থাকবে।
কন্যা লগ্ন : নিম্ন শিক্ষার্থীদের শ্রম অধ্যবসায় ও ধৈর্য সহযোগে বিদ্যা চর্চা করতে হবে। উচ্চ শিক্ষার্থীদেরও ধৈর্য এবং অধ্যবসায়ের প্রয়োজন সম্মান ও প্রতিষ্ঠা লাভের জন্য।কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রতিকূল অবস্থা অতিক্রম করে নিজ সম্মান ও পদমর্যাদা বজায় রাখতে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করতে হবে।ব্যবসায়ীরা ব্যবসায় সামান্য হলেও মন্দাভাব কাটিয়ে উঠতে পারবেন। বকেয়া অর্থ প্রাপ্তির সম্ভাবনা। তবে প্রচুর অর্থ ব্যয় চিন্তার কারণ হতে পারে।গৃহ ও বাহন লাভের সম্ভাবনা প্রবল। শরীর-স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি ঘটতে পারে।চিকিৎসকের পরামর্শে চললে রোগভোগ যাই হোক না কেন, শারীরিক উন্নতি হবে।শিল্পী ও কলাকুশলীরা নতুন কাজের সঙ্গে যুক্ত হবেন। অধ্যবসায় যোগে সম্মান ও যশ প্রাপ্তি ঘটবে। অর্থ প্রাপ্তির যোগ।
তুলা লগ্ন : এই লগ্নজাত নিম্ন ও উচ্চ শিক্ষার্থীরা শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহকারে বিদ্যাচর্চা করলে সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ। কর্মপ্রার্থীদের কর্মলাভের যথেষ্ট সম্ভাবনা। কর্মজীবীদের কর্মক্ষেত্রে বদলি ও সংস্থাগত পরিবর্তন হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ মিশ্রিত ফল লাভ।
গৃহ ও বাহন লাভের সম্ভাবনা। গৃহশান্তি বজায় রাখতে এবং পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চললে সাংসারিক জীবন সুখের হবে। স্বাস্থ্য হানি ঘটতে পারে। দাঁত, চোখ, নাক-কান-গলার সমস্যা। হজমের গন্ডগোল, লিভার, প্যাংক্রিয়াস সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। শিল্পী ও কলাকুশলীদের সময়টা একপ্রকার ভালোই বলা যায়। কাজের যোগান থাকবে। নতুন কাজের সাথে যুক্ত হতে পারেন। শ্রম ও অধ্যবসায় সহযোগে সম্মান ও যশ লাভ।
বৃশ্চিক লগ্ন : এই লগ্নের জাতক জাতিকারা নিম্ন ও উচ্চ শিক্ষায় শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা চালিয়ে যেতে পারলে সম্মান ও প্রতিষ্ঠা অর্জন করতে সক্ষম হবে। কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ থাকলেও অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু প্রতিকূলতা দেখা দিলেও তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। গৃহ ও বাহন যোগ থাকলেও নিজেকে অধিক সচেষ্ট হতে হবে। ব্যবসায়ীদের ব্যবসায় মিশ্র ফল লাভ। যোগাযোগ বৃদ্ধি পাবে। মাঝে মাঝে অযথা ব্যয় হবার সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য ভোগাবে। দাঁত, চোখ, নার্ভ, বাত সংক্রান্ত রোগে কষ্ট ভোগ। লিভার, থাইরয়েড ও হার্ট জনিত কারণেও দুর্ভোগ হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের শ্রম ও অধ্যবসায় সহযোগে সম্মান, যশ ও প্রতিষ্ঠা লাভ। অর্থের যোগান বজায় থাকবে।
ধনু লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থী, উভয় ক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন শিক্ষাক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা লাভের জন্য। কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট। কর্মজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি ও সম্মান প্রাপ্তি। চাকরি সূত্রে বদলি বা সংস্থাগত পরিবর্তন হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ মিশ্রিত ফল ভোগ। আয় বুঝে ব্যয় করা আবশ্যক। অযথা খরচের কারণে মূলধনে টান পড়তে পারে।
গৃহ ও বাহন লাভের যোগ থাকলেও প্রচেষ্টা ও শ্রমের প্রয়োজন হবে। শরীর-স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। হার্ট, ফুসফুস, লিভার, পেট, পা সংক্রান্ত সমস্যায় বিশেষ ভাবে ভুগবেন। শিল্পী ও কলাকুশলীদের অধিক শ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন। আর্থিক সুরাহা বজায় থাকবে।

মকর লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীরা শ্রম ও অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা করতে পারলে সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কর্মপ্রার্থীদের কর্ম লাভের যোগ থাকায় একটু সচেষ্ট হলে কর্মলাভ। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। তবে নিজ বুদ্ধি ও তৎপরতায় সমস্যা থেকে মুক্তি হবে। ব্যবসায়ীদের মোটের ওপর ভালো বলা যায়। ব্যবসা থেকে উর্পার্জন ভালোই হবে। কিছু ক্ষেত্রে বকেয়া প্রাপ্তি লাভ। আয় ও ব্যয়ের মব্যে সামঞ্জস্য থাকবে।
গৃহ ও বাহন লাভের যোগ থাকলেও শ্রম ও প্রচেষ্টার প্রয়োজন। শরীর নিয়ে সচেতন থাকা আবশ্যক। হাড়, নার্ভ সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের শ্রম ও অধ্যবসায় যোগে সম্মান ও যশ প্রাপ্তি কাজের যোগান থাকবে। নতুন কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন।
কুম্ভ লগ্ন : এই লগ্নজাত নিম্ন ও উচ্চ শিক্ষা উভয় ক্ষেত্রেই শ্রম, ধৈর্য সহকারে পড়াশোনা চালিয়ে যেতে হবে। কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা আছে। কর্মজীবীদের কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। নিজ বুদ্ধি কৌশল সহযোগে প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
ব্যবসায়ীরা ব্যবসায় মন্দা ভাব কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আর্থিক খরচ বাড়বে, অতিরিক্ত খরচ চিন্তায় ফেলতে পারে।শরীর-স্বাস্থ্য বিশেষ চিন্তায় ফেলবে। পুরনো কোনো রোগ বৃদ্ধি পেতে পারে। হার্ট, লিভার, ফুসফুস সংক্রান্ত রোগ, ভাইরাস বা ব্যাক্টেরিয়া জনিত সংক্রমণের সম্ভাবনা।
শিল্পী ও কলাকুশলীদের পক্ষে শুভ সময়। শ্রম, ধৈর্য, অধ্যবসায় সহযোগে সম্মান ও প্রতিষ্ঠা লাভ। যোগাযোগ বৃদ্ধি পাবে। আর্থিক সহায়তা বজায় থাকবে।
মীন লগ্ন : নিম্ন শিক্ষার্থীদের অধিক শ্রম এবং উচ্চ শিক্ষার্থীদের শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহকারে বিদ্যাচর্চা করলে সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। কর্মপ্রার্থীদের কর্ম লাভের সম্ভাবনা। চাকরিজীবিদের কর্মক্ষেত্রে বদলি কিংবা সংস্থাগত পরিবর্তন হওয়ার সম্ভাবনা।ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ মিশ্রিত ফল লাভ। ব্যবসা সূত্রে আয় বৃদ্ধি পেলেও অযথা ব্যয় হওয়ার কারণে আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে সমস্যা হবে।গৃহ ও বাহন লাভের সম্ভাবনা থাকলেও নিজেকে সচেষ্ট হতে হবে। পারিবারিক কিছু সমস্যা দেখা দিতে পারে। শরীর-স্বাস্থ্যের প্রতি যত্নের প্রয়োজন। কাঁধ, পা, হাড় জনিত সমস্যা, পেটের যাবতীয় সমস্যা, দাঁত ও চোখের সমস্যায় ভুগতে হতে পারে। চিকিৎসকের পরামর্শে উপশম লাভ।শিল্পী ও কলাকুশলীদের শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে যশ ও সম্মান লাভ। কাজের যোগান থাকবে। আর্থিক সহায়তা বজায় থাকবে।

জুলাই মাসের নক্ষত্র ফল
বাকসিদ্ধা দেবপ্রিয়া
(মাতৃসাধিকা, বাক্সিদ্ধা)
অশ্বিনী : শারীরিক কোনো সমস্যা দেখা দিলে তাকে অবজ্ঞা না করাই শ্রেয়। সন্তানের স্বাস্থ্য নিয়ে মানসিক পীড়া, কিন্তু সন্তানের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। প্রসাধন দ্রব্য ও ক্রীড়াদ্রব্যের ব্যবসায়ীদের জন্য সময়টা একটু সমস্যাসঙ্কুল হতে পারে। অনেক দিনের পুরনো ঝগড়া-বিবাদের অবসান ঘটতে পারে।
ভরণী : নানা সমস্যায় ব্যতিব্যস্ত থাকলেও আর্থিক ভাব শুভ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে নিজেদের সম্পর্কে দূরত্ব আসতে পারে। ভাই বা বোনের জীবনে আকস্মিক কোনো দুর্ঘটনা মানসিক পীড়া দেবে। উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা যোগ। তবে সন্তানের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে উদ্বেগ থাকবে।
কৃত্তিকা : ব্যবসায়ীদের জন্য ভালো। চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু প্রতিকূলতা। স্থান পরিবর্তন, এমনকি কর্মচু্যতি হতে পারে। পিতা মাতার সাথে মতবিরোধ সম্পর্কে দূরত্ব আনতে পারে। সন্তান ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত।
রোহিণী : পুরনো শত্রুতা মাথাচাড়া দিতে পারে। মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ানোর সম্ভাবনা। তরল জিনিসের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হলেও সমস্যার সমাধান সম্ভব। চাকরি ক্ষেত্রে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা। ভুল চিকিৎসার জন্য সমস্যা দেখা দিতে পারে।
মৃগশিরা : লোহার ব্যবসায়ীদের জন্য শুভ সময়। চাকরিক্ষেত্র শুভাশুভ মিশ্রিত। স্বাস্থ্যের জন্য সন্তানের লেখাপড়ায় বিঘ্ন ঘটার সম্ভাবনা। বিদ্যার্থীদের যথেষ্ট সুযোগ আসবে নিজের কৃতিত্ব প্রকাশ করার। মাতা পিতার স্বাস্থ্যহানি ঘটতে পারে।
আর্দ্রা : ব্যবসা, চাকরি ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দবে। আর্থিক লোকসান, প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে হবে। মানসিক দুশ্চিন্তা শরীরে প্রভাব ফেলবে। সন্তান ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত। নিজের শরীর-স্বাস্থ্য ভালো থাকলেও মা কিংবা বাবার হসপিটালাইজেশন হতে পারে।
পুনর্বসু : লিভার, রক্ত, হার্ট সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তাদের বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজন। চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা। বিবাহার্থীদের শুভ যোগাযোগ ঘটবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে।
পুষ্যা : আঘাতপ্রাপ্তি যোগ পরিলক্ষিত হয়। নার্ভাস ব্রেক ডাউন হতে পারে। তার ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। সন্তানের বিশেষ সম্মান প্রাপ্তি। স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর অনেক দূর গড়াবে।
অশ্লেষা : পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহ এড়িয়ে চলাই শ্রেয়। সন্তান ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত। পরীক্ষার ফল আশানুরূপ না হলেও খারাপ হবে না। কর্মক্ষেত্রের নতুন পরিবর্তন শুভদায়ক। ব্যবসায়ীদের কিছু সমস্যা দেখা দেবে।
মঘা : শিল্পী, আইনবিদ এবং কারিগরি শিল্পে যারা যুক্ত আছে তাদের জন্য মাসটা শুভ। কিছু আচার আচরণ মানসিক উদ্বেগের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ ও স্থান পরিবর্তন। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে।
পূর্বফাল্গুনী : নিকট কারোর স্বাস্থ্যহানি বা দুর্ঘটনা মানসিক উদ্বেগের কারণ হতে পারে। আর্থিক ক্ষেত্র ভালো-মন্দ মিশিয়ে চলবে। কাউকে টাকা দিলে বা কোথাও ইনভেস্ট করলে তা খুব একটা শুভদায়ক হবে না। কর্মে উন্নতির যোগ। ব্যবসা ক্ষেত্র শুভ।
উত্তরফাল্গুনী : বন্ধুত্বে কিছু কপটতা মানসিক কষ্টের কারণ হতে পারে। পিতা বা মাতা, কারো অপারেশনের যোগ পরিলক্ষিত হয়। সন্তান ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত। বিবাহার্থীদের জন্য শুভ ফলদায়ক। কর্মস্থলে কিছু শুভ পরিবর্তন যোগ।
হস্তা : সন্তানের কোনো সুখবর খুবই আনন্দদায়ক হবে। যারা শেয়ার নিয়ে নাড়াচাড়া করেন তারা একটু চোখ কান খোলা রেখে চললে বিশেষ শুভ ফল মিলবে। বিদ্যাচর্চা ও পরীক্ষার ফলাফল ভালোই হবে। যারা খেলাধূলার জগতে রয়েছেন তারা বিশেষ স্বীকৃতি লাভ করবেন।
চিত্রা : লটারি বা অন্য কোনোভাবে প্রাপ্তি যোগ। কোথাও এখন অর্থ বিনিয়োগ না করাই ভালো, অন্যথায় পাওনা টাকা আদায়ে অনিশ্চিয়তা। সন্তানের পড়াশোনার ক্ষেত্র খুব একটা আশা প্রদানকারী নাও হতে পারে। জাতক জাতিকার লেখাপড়া শুভ। ভাই বা বোনের সাথে খুব সামান্য কারণে মতান্তর ও সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা।
স্বাতী : কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসার যোগ পরিলক্ষিত হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়া বিশেষ প্রয়োজন। অটোমোবাইলের ব্যবসা যারা করেন তাদের কিছু সমস্যা আসতে পারে। শরীর-স্বাস্থ্য মাঝে মধ্যেই পীড়া দেবে। সন্তান ক্ষেত্র শুভ। ভ্রাতৃস্থানীয় বা ভাইয়ের দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন।
বিশাখা : খাবার জিনিসের ব্যবসায় যারা যুক্ত আছেন, তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। অধঃস্তন কর্মচারীদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পরীক্ষার ফলাফল আশানুরূপ নাও হতে পারে। রক্তজনিত কোনো সমস্যায় শারীরিক বা মানসিক কষ্টের সম্ভাবনা।
অনুরাধা : লোহা বা সীসার ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের জন্য মাসটা শুভ ফলদায়ক। চাকরি ক্ষেত্রে শত্রুতা মানসিক পীড়া সৃষ্টি করবে। নিজেকে নিয়ন্ত্রণে না রাখলে বিপদের সম্ভাবনা। নিজের দোষে লেখাপড়ায় বা কেরিয়ারে ক্ষতি হবার সম্ভাবনা।
জ্যেষ্ঠা : সন্তানের শরীর নিয়ে বিশেষ উদ্বেগ থাকবে। নিজের কাটাছ়েঁডা বা দুর্ঘটনা কিংবা অপারেশন যোগ পরিলক্ষিত হয়। কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। শিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ ফলদায়ক। ব্যবহারে রূঢ়তা কমানো খুবই দরকার।
মূলা : কর্মে উন্নতি, কর্মক্ষেত্রে পদোন্নতি, স্থানান্তর গমন। দূর সম্পর্কের আত্মীয়ের দ্বারা পরিবারে অশান্তি দেখা দিতে পারে। বন্ধু হিসেবে যাদের ভাবছেন তারা সেই বন্ধুত্বের দাম নাও দিতে পারে। সন্তানের ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত। দাম্পত্য কলহ এড়িয়ে যাওয়াই কাম্য।
পূর্বাষাঢ়া : বিদ্যাচর্চায় মনোযোগ ও পরীক্ষার ফলাফল ভালোই হবে। সন্তান ক্ষেত্র শুভ। জলবাহিত জীবাণু দ্বারা অসুস্থ হতে পারেন। অপারেশন বা রক্তপাত যোগ পরিলক্ষিত হয়। বিপদের সময় বন্ধুরা পাশে থাকবে। বিবাহার্থীদের শুভ যোগাযোগ ঘটবে।
উত্তরাষাঢ়া : সবাই আপনার কথামতো চলবে, এটা ভাবা ভুল হবে। নিজের মনকে শান্ত করাই শ্রেয়। আঘাত প্রাপ্তি, অস্থিভঙ্গ, রক্তপাতের আশঙ্কা। ভূ-সম্পত্তি বা বাড়ি ক্রয়ের যোগ পরিলক্ষিত হয়। স্বামী বা স্ত্রী কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে মানসিক উদ্বেগ থাকবে। কর্মক্ষেত্রে কিছু অশান্তি দেখা দিলেও মোটামুটি শুভাশুভ মিশ্রিত মাস।
শ্রবণা : জলীয় দ্রব্যের ব্যবসায়ীদের জন্য শুভ। অহেতুক মেজাজ গরম হওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারলে কর্মক্ষেত্র শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ শুভ ফল আশা করা যায়। সম্পত্তি জনিত কারণে সম্পর্কে দূরত্ব বাড়বে। সন্তানের কোনো কাজে গর্ব বোধ করবেন।
ধনিষ্ঠা : কর্মক্ষেত্রে কারোর রোষের প্রকোপে পড়তে পারেন। সতর্ক থাকাই শ্রেয়। নিকট আত্মীয়দের সাথে মতান্তর কিংবা বিচ্ছেদের সম্ভাবনা। লোহা বা স্বাস্থ্য সম্বন্ধীয় দ্রব্যের ব্যবসায় কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। সন্তানের আচরণে মানসিক কষ্ট। পড়াশোনার ক্ষেত্র শুভ।
শতভিষা : বিদ্যাচর্চায় মনোযোগ ও পরীক্ষার ফলাফল শুভ। শরীর একটু গন্ডগোল করলেও সজাগ ও সতর্ক থাকলে বড় ধরনের কোনো ভোগান্তি হবে না। ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে বাড়তে দেওয়া উচিত হবে না। সন্তান ক্ষেত্র শুভ।
পূর্বভাদ্রপদ : জলবাহিত জীবাণু দ্বারা অসুস্থতা, হেলাফেলায় বিপদ ডেকে আনতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগ। উচ্চশিক্ষায় বা কর্মসূত্রে বিদেশ গমন। সন্তান ক্ষেত্র শুভ। কর্মক্ষেত্র শুভ। কারোর সাথে বেশি মিশে ভিতরের খবর শেয়ার না করাই শ্রেয়।
উত্তরভাদ্রপদ : সন্তানের ক্ষেত্রে শুভ ফলদায়ক। ডায়াবেটিস বা হার্টের সমস্যায় যারা রয়েছেন তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা। বিবাহার্থীদের বিবাহের শুভ যোগাযোগ ঘটবে। পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহ এড়িয়ে চলা দরকার।
রেবতী : পেট বা শ্লেষ্মাঘটিত কোনো কিছু বেশ পীড়াদায়ক হতে পারে। দুর্ঘটনা বা কাটাছেঁড়া কিংবা অপারেশন যোগ পরিলক্ষিত হয়। উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের সম্ভাবনা। সন্তানের থেকে কোনো সুখবর আপনাকে মানসিক শান্তি ও আনন্দ দেবে।
রাহুকাল (জুলাই ২০২৫)
শ্রী বিজয় শাস্ত্রী
তারিখ রাহুকাল সময়
১ জুলাই 03:02 - 04:43
২ জুলাই 11:40 - 01:21
৩ জুলাই 01:21 - 03:02
৪ জুলাই 09:59 - 11:40
৫ জুলাই 08:18 - 09:59
৬ জুলাই 04:44 - 06:25
৭ জুলাই 06:38 - 08:19
৮ জুলাই 03:03 - 04:44
৯ জুলাই 11:41 - 01:22
১০ জুলাই 01:22 - 03:03
১১ জুলাই 10:01 - 11:41
১২ জুলাই 08:20 - 10:01
১৩ জুলাই 04:43 - 06:24
১৪ জুলাই 06:40 - 08:21
১৫ জুলাই 03:03 - 04:43
১৬ জুলাই 11:42 - 01:22
১৭ জুলাই 01:22 - 03:03
১৮ জুলাই 10:02 - 11:42
১৯ জুলাই 08:22 - 10:02
২০ জুলাই 04:42 - 06:22
২১ জুলাই 06:42 - 08:22
২২ জুলাই 03:02 - 04:42
২৩ জুলাই 11:42 - 01:22
২৪ জুলাই 01:22 - 03:02
২৫ জুলাই 10:03 - 11:42
২৬ জুলাই 08:24 - 10:03
২৭ জুলাই 04:40 - 06:20
২৮ জুলাই 06:45 - 08:24
২৯ জুলাই 03:01 - 04:40
৩০ জুলাই 11:42 - 01:21
৩১ জুলাই 01:21 - 03:00
