মানুষের জীবনে নক্ষত্রের প্রভাব..
- ভাগ্যফল
- Aug 1
- 19 min read
এস. আচার্য্য
যার যে রাশি সেই রাশির জন্মকালীন অবস্থায় যে নক্ষত্রে অবস্থান তার সেই নক্ষত্র এবং সেই অনুযায়ী
চরিত্র তৈরি হয়। যেমন—মৃগশিরা, হস্তা, স্বাতী, শ্রবণা, পুষ্যা, রেবতী, অনুরাধা, অশিনী, পুনর্বসু—দেবগণ হয়। উত্তরফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ, রোহিনী, ভরণী,আর্দ্রা—নরগণ হয়।

জ্যেষ্ঠা, মূলা, অশ্লেষা, কৃত্তিকা, শতভিষা, চিত্রা, মঘা, ধনিষ্ঠা, বিশাখা—রাক্ষসগণ হয়।
হিন্দু মতে ত্রিজগৎ বিদ্যমান —স্বর্গ, মর্ত্ত্য ও পাতাল। স্বর্গ দেবতাদের, মর্ত্ত্য মানুষের এবং
পাতাল রাক্ষসদের বাসভূমি। আবার যোনি নিরূপন করা হয় নক্ষত্রদের—
অশিনী + শতভিষা—ঘোটক যোনি, স্বাতী + হস্তা—মহিষ যোনি, পূর্ব ভাদ্রপদ + ধনিষ্ঠা—সিংহ যোনি,
ভরণী + রেবতী—হস্তী যোনি, কৃত্তিকা + পুষ্যা—মেষ যোনি, পূর্বাষাঢ়া + শ্রবণী—বানর যোনি, রোহিনী +
মৃগশিরা—সর্প যোনি, জ্যেষ্ঠা + অনুরাধা—হরিণ যোনি, আর্দ্রা + মূলা—কুকুর যোনি, উত্তরফাল্গুনী +
উত্তর ভাদ্রপদ—গো যোনি, চিত্রা + বিশাখা—ব্যাঘ্র যোনি, অশ্লেষা + পুনর্বসু—বিড়াল যোনি, পূর্ব ফাল্গুনী + মঘা—ইঁদুর যোনি। আবার যে নক্ষত্রে যে গ্রহ থাকে সেই সেই নক্ষত্রে সেই সমস্ত গ্রহদের বিশেষ গুণ সঞ্চারিত হয়। যেমন তিনটি গুণ—সত্ত্ব—সত্য, রজঃ—অস্থির চিত্ত, তমঃ—শ্রমবিমুখতা।
সত্ত্বগুণ—পুনর্বসু, অশ্লেষা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বভাদ্রপদ, রেবতী।
রজঃ গুণ—ভরণী, কৃত্তিকা, রোহিনী, পূর্বফাল্গুনী, উত্তরফাল্গুনী, হস্তা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা।
তমঃ গুণ—অশিনী, আর্দ্রা, মৃগশিরা, পুষ্যা, মঘা, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, অভিজিৎ, শতভিষা,
ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ। বিভিন্ন ব্যক্তির মধ্যে উল্লেখিত গুণ অনুযায়ীবিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়।
সাত্ত্বিক গুণসম্পন্ন জাতক-জাতিকারা অতিশয় পবিত্র থাকে। জীবন হয় অতীব সুশৃঙ্খল, পরিশ্রমী।
এরা কর্মফল নিয়ে মাথা ঘামায় না। এদের লক্ষ্য থাকে পরিকল্পনা অনুযায়ী ও সুনির্দিষ্ট
সময়ে কোনো কাজ সম্পাদন করা। এরা সময়ে সময়ে রুক্ষ কঠোর হয়ে পড়েন। বিভিন্ন বিদ্যায়
উল্লেখযোগ্য সফল হতে দেখা যায়। রাজসিক গুণসম্পন্ন জাতক-জাতিকারা অস্থিরমতি, চিন্তায় ডুবে থাকেন। অনেক কিছু কাজ করার প্রতি আগ্রহ দেখা যায়। প্রকৃত অর্থে কতটা কাজ করতে সক্ষম সেটা দেখার বিষয়। এদের সব শক্তিই ঋণাত্মক। এরা স্বার্থপর হয়ে থাকে। তামসিক গুণসম্পন্ন জাতক-জাতিকাদের প্রধানত শ্রমবিমুখতা সুস্পষ্ট ভাবে থাকে। এরা ভালো-মন্দ,শুভাশুভ যেকোনো চিন্তাধারাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এদের সংসারে ঘন ঘন সংঘাত ও সংঘর্ষে অবতীর্ণ হতে দেখা যায়। এই তামসিক গুণসম্পন্ন জাতক-জাতিকারা অন্তরের দিক থেকে মন্দ না হলেও অনেক সময় পরিস্থিতির চাপে অন্যায়ের শিকার হয়ে পড়েন।

অগাস্ট মাসের রাশিফল
শ্রীকৌস্তুভ দাস
(জ্যোতিষী প্রজ্ঞাবারিধী, জ্যোতিষী কৃতথ্ববিদ্ জ্যোতিষী ভারতী, সামদ্রিক প্রজ্ঞাবারিধী)
মেষ
স্বাস্থ্য : শরীর নিয়ে ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। রাশিপতি মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করায়
ও শনি-মঙ্গল যোগ থাকায়, দুর্ঘটনা জনিত কারণে রক্তপাতের যোগ ও হাত-পা ভাঙার
সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি রাশিতে থাকায় হঠাৎ হঠাৎ মাথা গরম করে
ঝামেলায় জড়িয়ে পড়বার ইঙ্গিত দেখা যাচ্ছে। বুক, হাঁটু এই স্থানগুলিতে রোগ প্রবণতা বেশি
মাত্রায় থাকবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ নয়। বর্তমান গোচরে ষষ্ঠ রাশিপতি চতুর্থ রাশিতে অবস্থান
করায় নিম্নবিদ্যায় বাধা আসবে। নিম্নবিদ্যায় আশানুরূপ ফল হবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রেও
সময়টা প্রায় একইরকম। তবে পঞ্চম রাশিপতি রবি ষষ্ঠ রাশিতে বুধ যুক্ত। ফলে উচ্চবিদ্যায়
আংশিক সাফল্য এনে দেবে।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। নানান আর্থিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে। এ
মাসে পরিশ্রম হবে বেশি সেই অনুযায়ী উপার্জন করে উঠতে পারবে না। ঋণ হয়ে যাবার যোগ
রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয়। ব্যবসাকে ঘিরে নানান সমস্যার
সম্মুখীন হতে হবে। ব্যবসায় শত্রু বৃদ্ধির যোগ প্রবল। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা তেমন
শুভ নয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য ঘটবে।

দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে। তবে তা মাসের
মাঝামাঝি সময় থেকে।
শুভ তারিখ : অশ্বিনী-8, 12, 14, 16। ভরণী-3, 5, 9, 18 কৃত্তিকা-7, 19, 20, 24।
বৃষ
স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না। রাশিপতি শুক্র বৃহস্পতি যুক্ত থাকায় শরীর
স্বাস্থ্যের উন্নতি ঘটবে। মেদ বৃদ্ধি পাবে, তাই খাওয়া দাওয়ার প্রতি সর্তক থাকুন। মানসিক
অস্থিরতা বৃদ্ধি পাবে। অল্পেই চিন্তা করবেন। সন্দেহ প্রবণ মানসিকতার জন্য পারিপার্শ্বিক
মানুষ জনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। পড়াশোনায় আত্মবিশ্বাসের অভাব থাকবে। জানা বিষয়েও
ভুল করার প্রবণতা থাকবে। ফলে পড়াশোনায় হতাশা আসতে পারে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা
খুব একটা ভালো নয়। পঞ্চম স্থানে মঙ্গলের অবস্থান পড়াশোনায় সমস্যা সৃষ্টি করবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। আর্থিক স্বচ্ছলতা থাকবে। রাশিপতি শুক্র একাদশ রাশিপতি
বৃহস্পতি যুক্ত হয়ে ধন স্থানে অবস্থান করায় এ মাসে উপার্জন ভালোই হবে। সঞ্চয় করার
ভালো সময়। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসটি বিশেষ শুভ। ব্যবসায় একাধিক শুভ যোগাযোগ আসবে।
এ মাসে ব্যবসায় বিনিয়োগ করে ব্যবসাকে আরো বাড়িয়ে নিতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রেও
সময়টা শুভ। পরিশ্রমী মানসিকতার জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। সাংসারিক শান্তি থাকবে।
শুভ তারিখ : কৃত্তিকা-12, 16, 20, 28। রোহিণী : 9, 15, 27, 30। মৃগশিরা-7, 11, 17,
25।

মিথুন
স্বাস্থ্য : মিথুন রাশির শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না। শুভ বৃহস্পতির অবস্থান রাশিতে
থাকায় এ মাসে অনেক বিপদ থেকে রক্ষা পাবেন। তবে বুক, কোমর, হাঁটু, পা—এই অঙ্গগুলিতে
রোগ প্রবণতা বেশি মাত্রায় থাকবে। এ মাসে লিভারের সমস্যা দেখা দিতে পারে। ভুলে যাবার
প্রবণতা বাড়তে পারে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান খুব একটা ভালো নয়। পড়াশোনায় অনেক ভালো ভালো যোগাযোগ এলেও
নিজের উদ্যোগের অভাবে পড়াশোনায় তেমন সাফল্য আনতে পারবে না। অভিভাবকরা সাবধান না
হলে ভুল সঙ্গে মেলামেশা শুরু করে নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলতে পারে। উচ্চবিদ্যার
ক্ষেত্রে সময়টা শুভ। পঞ্চম রাশিপতি শুক্র বৃহস্পতি যুক্ত হওয়ায় উচ্চবিদ্যায় সাফল্য সাফল্য
পাওয়া যাবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। এ মাসে আর্থিক স্বচ্ছলতা থাকবে। কিছু অর্থ সঞ্চয় করতে
সক্ষম হবেন। নবম স্থানে রাহুর অবস্থান প্রচুর ভাগ্য উন্নতি ঘটাবে। অবশ্যই ব্যক্তিগত
রাশিচক্রে রাহুকে শুভ ফলের কারক হতে হবে। এ মাসে কিছু মানুষের ভাগ্য হঠাৎ বদলে যাবে।
ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসা সূত্রে আয় বৃদ্ধি পাবে। এ মাস ব্যবসায় বিনিয়োগ
করার সঠিক সময়। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। সাংসারিক শান্তি বজায় থাকবে।
শুভ তারিখ : মৃগশিরা-7, 10, 15, 21।আর্দ্রা-6, 9, 14, 18। পুনর্বসু-9, 15, 21, 25।

কর্কট
স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না এ মাসে। রাশিতে রবি- বুধের যোগ হেতু এ মাসে
ভ্রমণ করলে লাভবান হবেন। যারা পুরোনো কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন তারা আয়ুর্বেদ
চিকিৎসা করলে লাভবান হতে পারেন। ভ্রাতৃস্থান শুভ নয়। ছোট ভাইয়ের হঠাৎ করে চোট
আঘাত লাগতে পারে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। কিন্তু মানসিক চঞ্চলতার কারণে পড়াশোনায় মন বসাতে
পারবে না। তবে চতুর্থ স্থানে বৃহস্পতির অবস্থান ফল খুব খারাপ করতে দেবে না। উচ্চবিদ্যার
ক্ষেত্রে সময়টা শুভ। উচ্চবিদ্যায় সাফল্য আসবে প্রচুর পরিশ্রমের পর।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। ধন রাশিপতি রবি রাশিতে অবস্থান করায় উপার্জনের
ধারাবাহিকতা থাকবে। তবে ধনস্থানে কেতুর অবস্থান মাঝে মধ্যেই হঠাৎ করে খরচ করিয়ে
দেবে। তবে এ মাসে যা ব্যয় হবে তা শুভ কাজে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ নয়।
ব্যবসাকে ঘিরে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে। এ মাসে বিনিয়োগ করলে টাকা
আটকে থাকবে। চাকরিজীবীদের কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। সাংসারিক শান্তি থাকবে।
শুভ তারিখ : পুনর্বসু-8, 12, 14, 18।পুষ্যা-4, 10, 18, 22। অশ্লেষা-5, 7, 11, 25।

সিংহ
স্বাস্থ্য : শরীর নিয়ে মাসের প্রথম দিকে বেশ সমস্যায় থাকতে হবে। ছোট ছোট সমস্যা শারীরিক
অস্থিরতা বাড়িয়ে দেবে। মাসের প্রথম দুটি সপ্তাহ এমনই চলবে। এছাড়া আপনার স্পষ্ট কথা
বলার কারণে অনেকের সঙ্গে সম্পর্কের অবনতি হবে। এ মাসে কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা
আছে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। চতুর্থ রাশিপতির মঙ্গল শনি যোগ নিম্নবিদ্যায় বাধার
সৃস্টি করবে। পরিশ্রম করেও আশানুরূপ ফল করতে পারবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা
শুভ।পঞ্চম রাশিপতি বৃহস্পতি রাশির একাদশ স্থানে অবস্থান করায় উচ্চবিদ্যায় ভালো
যোগাযোগ আসবে। গুরুর দৃষ্টি তৃতীয় স্থানে থাকায় উচ্চবিদ্যায় সাফল্য লাভ ঘটবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ হলেও ব্যয় বৃদ্ধির যোগ থাকবে। মাঝে মধ্যে অতিরিক্ত ব্যয়ের
কারণে ঋণ পর্যন্ত করতে হতে পারে। এমন অবস্থা মাসের প্রথম দুটি সপ্তাহ ধরে চলবে।
এরপর অবস্থার শুভ পরিবর্তন ঘটবে। নবম রাশিপতি ও চতুর্থ রাশিপতি মঙ্গল ধনস্থানে
অবস্থান করায় ঋণ থেকে মুক্তি পাবে। পরিশ্রমী মানসিকতা থাকার কারণে পুনরায় ঘুরে দাঁড়াতে
পারবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ হলেও ব্যবসাকে নিয়ে একটু চাপে থাকতে হবে।
চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ আসবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। নিজের বাক সচেতনতা গড়ে না তুললে দাম্পত্য
শান্তি বিঘ্নিত হবে।
শুভ তারিখ : মঘা-2, 10, 15, 19।পূর্বফাল্গুনী-3, 17, 29, 26। উত্তরফাল্গুনী-1, 9, 16,
20।
কন্যা
স্বা

স্থ্য : শরীর নিয়ে সমস্যা লেগেই থাকবে। ছোট ছোট সমস্যা হঠাৎ করে বড় আকার ধারণ করতে
পারে। রাশিতে মঙ্গলের অবস্থান দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে, সঙ্গে রক্তপাতের সম্ভাবনা বাড়িয়ে
তুলছে। অহেতুক মাথা গরমের প্রবণতা ও অহং এর মানসিকতা এ মাসে বেশি দেখা দেবে।
অকারণে লোকের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়বেন।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। পড়াশোনায় পরিশ্রম করতে হবে তবেই ভালো ফল করতে
পারবে। চতুর্থ স্থানে শুভ বৃহস্পতির দৃষ্টি থাকায় পড়াশোনায় সাফল্য আসবে। উচ্চবিদ্যার
ক্ষেত্রে সময়টা শুভ। গবেষণামূলক বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তারা ভালো ফল করতে
পারবেন।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। ধন রাশিপতি শুক্রের মঙ্গলের নক্ষত্রে এবং মঙ্গল রাশিতে
অবস্থানের ফলে উপার্জনের ক্ষেত্রে স্বচ্ছলতা থাকবে। বৃহস্পতির দৃষ্টি ধনরাশিতে থাকায়
প্রয়োজনের সময় প্রয়োজন মতো অর্থ হাতে চলে আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ।
বৃহস্পতি-শুক্র যোগ ব্যবসা থেকে আয় বৃদ্ধির পাশাপাশি ভালো যোগাযোগ এনে দেবে। ব্যবসায়
বিনিয়োগ করা যাবে মাসের মাঝামাঝি সময়ে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে
উন্নতি হবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। অতিরিক্ত মাথা গরমের প্রবণতা দাম্পত্য শান্তি বিঘ্নিত
করবে।
শুভ তারিখ : উত্তরফাল্গুনী-2, 11, 15, 18। হস্তা-12, 16, 24, 26। চিত্রা-5, 9, 16, 29।
তুলা
স্বাস্থ্য : শারীরিক সমস্যা থাকবে। বৃহস্পতি শুক্র যোগ বড় কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে।
বর্তমান গোচরে রাশিতে রাহুর দৃষ্টি শারীরিক ঝঞ্চাট বাড়িয়ে তুলবে। পেটের সমস্যা, মাথা, বাহু,
উরু—এই অঙ্গগুলোতে রোগ প্রবণতা বেশি মাত্রায় থাকবে। তবে অন্য চিকিৎসার থেকে
আয়ুর্বেদিক ওষুধ বেশি ভালো কাজ করবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। চতুর্থ রাশিপতি ষষ্ঠ স্থানে অবস্থান করায়
নিম্নবিদ্যায় ঠিকমতো পরিশ্রম না করলে তেমন সাফল্য আসবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে
সময়টা একটু অন্যরকম। পঞ্চম স্থানে রাহুর অবস্থান হেতু যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা
করছেন তারা সফলতা পাবেন।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। এ মাসে আর্থিক প্রতিকূলতার মধ্যে পড়তে হবে। একটা
সময় পর্যন্ত পরিশ্রম করলেও ব্যয় বৃদ্ধি যোগ থাকবে। এ মাসে ঋণ করার যোগ আছে।
ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। ব্যবসায় নানান প্রতিকূলতার মধ্যে পড়তে হবে। এ
মাসে বিনিয়োগ করা ঠিক হবে না। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা খুব ভালো বলা যায়।
কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে যা উপার্জন বৃদ্ধি করতে সাহায্য করবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন ভালো নয়। সাংসারিক জীবনে বিরূপ প্রভাব পড়বে।
শুভ তারিখ :চিত্রা-2, 8, 15, 17। স্বাতী-10, 18, 27, 30। বিশাখা : 4, 17, 23, 25।
স্বাস্থ্য : বৃশ্চিক রাশির শরীর নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। রাশিপতি রাশির একাদশে
অবস্থান করায় শারীরিক আরোগ্য লাভ হবে। কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা আছে। সাবধানে
থাকতে হবে নইলে দুর্ঘটনার কবলে পড়তে হবে। তবে ভয় নেই দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন।
বিদ্যা : বৃশ্চিক রাশির নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। চতুর্থ স্থানে রাহুর অবস্থানের জন্য
মানসিক চঞ্চলতার কারণে পড়াশোনায় সে রকম মন বসাতে পারবে না। ফলে পরিশ্রম করলেও
তেমন লাভ হবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সময়টা তেমন শুভ নয়। তবে যারা বিজ্ঞান বিষয়ের
ছাত্র, তুলনামূলক তাদের সময়টা শুভ।
উপার্জন : এই রাশির উপার্জন ভাগ্য শুভ। রাশিপতি মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে ধনস্থানে দৃষ্টি
দিচ্ছে। ধন রাশিপতি বৃহস্পতির দৃষ্টিও ধনস্থানে আছে। ফলে এ মাসে আর্থিক স্বচ্ছলতা
থাকবে। বেশ কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নানান প্রতিকূল
পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত ব্যবসা থেকে সাফল্য আসবে। এ মাসে বিনিয়োগ করলে
মন্দ হবে না। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। মাসের মাঝামাঝি সময়ের পর আরো ভালো
হবে কর্মক্ষেত্রের পরিবেশ পরিস্থিতি।
দাম্পত্য : বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন মধ্যম প্রকার। দাম্পত্য জীবনে নানান ঝামেলার
সম্মুখীন হতে হবে। তবে নিজের বুদ্ধি ও কৌশলে সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
শুভ তারিখ : বিশাখা-2, 4, 8, 12। অনুরাধা-9, 17, 27, 30। জ্যোষ্ঠা-5, 14, 19, 26।

ধনু
স্বাস্থ্য : শরীর নিয়ে তেমন বড় কোনো সমস্যা হবে না। রাশিপতি বৃহস্পতির রাশিতে দৃষ্টি থাকায়
শরীর নিয়ে বড় সমস্যা হবে না। মঙ্গলের দৃষ্টি রাশিতে থাকায় সর্বদা একটা মাথা গরমের
প্রবণতা থাকবে। এই কারণেই হিতাহিত জ্ঞান না করে কাছের মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার
করে ফেলবেন।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। পড়াশোনার ক্ষেত্রে একাধিক শুভ যোগাযোগ আসবে।
শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা পাবে। তবে কিছু ছাত্র-ছাত্রীর পড়াশোনায় বাধা আসবে। বিশেষ
করে যারা গুরুজনদের সম্মান করবে না। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা তুলনামূলক শুভ। পঞ্চম
রাশিপতি মঙ্গলের চতুর্থে দৃষ্টি থাকায় উচ্চবিদ্যায় সাফল্য এনে দেবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ নয়। এ মাসে বেশ আর্থিক চাপের মধ্যে থাকতে হবে। পরিশ্রম
বেশি হলেও সঞ্চয় তেমন একটা করতে পারবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা মধ্যম
প্রকার। ব্যবসাকে কেন্দ্র করে কিছু সমস্যার মধ্যে পড়তে হবে। ব্যবসায় পরিশ্রম অনুযায়ী
উপার্জন হবে না। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে
কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কর্মসূত্রে ভ্রমণ অথবা কর্মক্ষেত্র বদলির সম্ভাবনা আছে।
দাম্পত্য : দাম্পত্য জীবন বেশ ভালোই বলা যায়। সাংসারিক সুখ-শান্তি বিরাজ করবে।
শুভ তারিখ : মঘা-1, 5, 7, 18। পূর্বাষাঢ়া-6, 8, 12, 14। উত্তরাষাঢ়া-8, 15, 17, 23।
মকর
স্বাস্থ্য : শরীর নিয়ে ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। চোখের সমস্যা, অর্শের সমস্যা, সুগারের
সমস্যা বেশিমাত্রায় থাকবে। যাদের এমন শারীরিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো
পুনরায় বৃদ্ধি পাবে। তাই সাবধানে থাকতে হবে। মাসের শেষ দিকে হার্টের সমস্যা দেখা দিতে
পারে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ নয়। মাসের প্রথম দিকে পড়াশোনা নিয়ে সমস্যা না হলেও মাসের
মাঝামাঝি সময় থেকে পড়াশোনায় বাধা আসবে। অতিরিক্ত আত্মবিশ্বাস ও বন্ধুদের প্রতি
আসক্তির কারণেও নিম্নবিদ্যার ফল খারাপ হবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা বাধার মধ্যে
দিয়ে যাবে।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। ধনস্থানে রাহুর অবস্থান এ মাসে প্রচুর খরচ করাবে।
ভুল সঙ্গে মেলামেশা করেও বেশ কিছু অর্থ নষ্ট হবার যোগ আছে। তবে ধনস্থানে বৃহস্পতির
দৃষ্টি থাকায় প্রয়োজনের সময় সহযোগী মানুষজনকে পেয়ে যাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা
মধ্যম প্রকার। ব্যবসায় নানান সমস্যার মধ্যে দিয়ে আয় হবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করা
যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগেই থাকবে। সাংসারিক
ঝামেলা দাম্পত্য জীবনে যথেষ্ট প্রভাব ফেলবে।
শুভ তারিখ : উত্তরাষাঢ়া-3, 7, 20, 22।শ্রবণা-10, 15, 17, 19। ধনিষ্টা-9, 4, 7, 16।
কুম্ভ
স্বাস্থ্য : শরীর ভালোই থাকবে। রাশিতে রাহুর অবস্থান মাঝে মধ্যে ছোট ছোট সমস্যা তৈরি
করলেও বড় কোনো সমস্যা হবে না। তবে রাশির অষ্টম স্থানে মঙ্গলের অবস্থান দুর্ঘটনা ও
রক্তপাতের সম্ভাবনা তৈরি করে দিয়েছে। তাই এ মাসটা একটু সচেতন ও সাবধানে থাকাই ভালো।
বর্তমান গোচরে শনি-মঙ্গল যোগ অস্থিভঙ্গের নির্দেশ দিচ্ছে। তবে শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি
বড় কেনো দুর্ঘটনা ঘটতে দেবে না।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। মধ্যে গুণ থাকলেও বর্তমান গোচরে গহের অবস্থান
সেই গুণের বহিঃপ্রকাশ করতে দেবে না। পড়াশোনার জন্য যথেষ্ট পরিশ্রম করবে, কিন্তু ভাগ্যের
সহযোগিতা তেমন একটা পাবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা অন্যরকম। উচ্চবিদ্যায় সাফল্য
আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। রাশিপতি শনি ধনস্থানে অবস্থান করায় উপার্জনের ক্ষেত্রে
ধারাবাহিকতা থাকবে। এ মাসে সঞ্চয়ও করতে পারবেন। ব্যবসায়ীদের মাসের প্রথম দিকটা তেমন
ভালো নয়। ব্যবসায় খুবই বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। মাসের মাঝামাঝি সময়ের পর থেকে
ব্যবসায় সাফল্য আসবে। এ মাসে ব্যবসায় বড় বিনিয়োগের ঝুঁকি নেবেন না। চাকরিজীবীদের
ক্ষেত্রে সময়টা তেমন শুভ নয়। কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন মাসের প্রথম দিকে শুভ নয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে
থাকবে। মাসের মাঝামাঝি থেকে শুভ দাম্পত্য জীবন গড়ে উঠবে।
শুভ তারিখ : ধনিষ্ঠা-12, 16, 18, 24। শতভিষা-6, 9 19, 26। পূর্বভাদ্রপদ- 16, 20, 27,
30।

মীন
স্বাস্থ্য : শরীর নিয়ে মাসের প্রথম দিকে সমস্যা দেখা দেবে। রাশিতে শনির অবস্থান, রাহু ও মঙ্গলের
দৃষ্টি থাকায় শরীর নিয়ে সমস্যা থাকবে। এর কারণে মানসিক চঞ্চলতাও বৃদ্ধি পাবে। মাথা গরম
করার প্রবণতা থাকবে। কথা বলার ক্ষেত্রে অহং বোধ বেশি মাত্রায় বেরিয়ে আসবে, যা
লোকের সঙ্গে সমস্যা সৃষ্টি করবে।
বিদ্যা : জাতক জাতিকার নিম্নবিদ্যার স্থান শুভ। রাশিপতি বৃহস্পতি চতুর্থে অবস্থান করায়
নিম্নবিদ্যায় সাফল্য আসবে। পড়াশোনার ক্ষেত্রে সুযোগ সুবিধাও আসবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে
মাসের প্রথম দিকে বাধা আসবে। দু’ সপ্তাহ পর এই বাধা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। ধন রাশিপতি মঙ্গল সপ্তম স্থানে অবস্থান করে রাশিদর্শি
হওয়ায় উপার্জন ভালোই হবে। এ মাসে সঞ্চয় ভালোই হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা
ভালো। বাবসা সূত্রে আয় বৃদ্ধি পাবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করলে আগামী সময়ে ফল
ভালোই হবে। ব্যবসায় নতুন নতুন যোগাযোগ আসবে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালোই
বলা যায়। বৃহস্পতির দৃষ্টি দশম স্থানে পড়ায় কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং পদোন্নতি
হবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। বর্তমান গোচারে ভৌম দোষ থাকায় দাম্পত্য শান্তি
বিঘ্নিত হবে। সাংসারিক জীবনে ঝামেলা ঝঞ্চাট থাকবে।
শুভ তারিখ : পূর্ব ভাদ্রপদ-10, 12, 16, 18। উত্তর ভাদ্রপদ-5, 9, 21, 26। রেবতী-1, 8,
15, 25।
অগাস্ট মাসের লগ্নফল
গায়ত্রী দেবী
(সহ-সম্পাদিকা, ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজারস সোসাইটি)
মেষ লগ্ন : মেষ লগ্নের নিম্ন শিক্ষার্থীদের শ্রর্ম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে বিদ্যাক্ষেত্রে বিশেষ শুভ লাভ।
উচ্চ শিক্ষার্থীদের বিদ্যাক্ষেত্রে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা দেখা যায়।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে বদলি, সংস্থাগত পরিবর্তন
হবার সম্ভাবনা দেখা যায়।
ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ মিশ্রিত ফল লাভের সম্ভাবনা। আর্থিক সুরাহা বজায় থাকলেও
প্রচুর খরচ বাড়বে।
নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা প্রবল। গৃহশান্তি বজায় রাখতে পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে
চলাই বুদ্ধিমানের কাজ।
শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখা প্রয়োজন। ভাইরাস সংক্রান্ত রোগ, ডেঙ্গু বা রক্ত জনিত
সমস্যা, পেটের ও বাতজ সমস্যায় কষ্ট পেতে হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের কাজের চাপ বাড়বে। সম্মান, যশ ও অর্থ প্রাপ্তির যোগ।
বৃষ লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীদের শ্রম, ধৈর্য ও অধ্যবসায় থাকলে বিদ্যা ক্ষেত্রে সাফল্য লাভের
সম্ভাবনা।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা থাকলেও নিজেদের বিশেষ প্রচেষ্টার প্রয়োজন হবে। চাকরিজীবীদের
কর্মস্থলে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। নিজ বুদ্ধি ও কৌশলে এড়িয়ে যেতে হবে।
ব্যবসায়ীরা ব্যবসায় মন্দা ভাব কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন। পাওনা টাকা ফেরত পাবার
সম্ভাবনা আছে। ব্যয় অধিক হতে পারে।
প্রচেষ্টায় নিজ গৃহ ও বাহন লাভ করতে পারেন।
স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হওয়া উচিত। হার্ট, নার্ভ, পেট, ত্বক, রক্ত দূষিত বা ভাইরাস
জনিত সমস্যায় বিশেষ ভুগতে হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের ওপর কাজের চাপ থাকবে। কর্মক্ষেত্রে বিশেষ সম্মান ও আর্থিক
সহায়তা পাওয়া যাবে।
মিথুন লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীদের বিদ্যাক্ষেত্রে সম্মান ও সাফল্য প্রাপ্তির যোগ।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।
ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ অর্থৎ মিশ্র ফল। আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে।
নিজ প্রচেষ্টায় গৃহ ও বাহন লাভ সম্ভব।
পুরানো রোগ বৃদ্ধি পেতে পারে। শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
শিল্পী ও কলাকুশলীদের অধ্যবসায় সহযোগে নিজ কর্ম করে যেতে হবে। এ মাসে সম্মান ও
অর্থপ্রাপ্তির যোগ বিদ্যমান।
কর্কট লগ্ন : উচ্চ ও নিম্ন শিক্ষার্থীরা পরিশ্রম করলে সম্মান ও প্রতিষ্ঠা লাভে সক্ষম হবে।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ বিদ্যমান। কর্মক্ষেত্রে বদলি বা সংস্থাগত পরিবর্তন হওয়ার
সম্ভাবনা।
ব্যবসায়ীদের ব্যবসায় তেমন শুভ ফল আশা করা যায় না। অত্যধিক খরচ হওয়ার সম্ভাবনা
থাকছে। ব্যবসায় বিনিয়োগ করলে টাকা আটকে যেতে পারে।
নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা থাকলেও বিশেষ চেষ্টা থাকা প্রয়োজন।
শারীরিক সমস্যা বিশেষ চিন্তার কারণ হতে পারে। প্যাংক্রিয়াস, লিভার, চোখ, দাঁত, নার্ভ ও
বাতজ সমস্যায় কষ্ট ভোগ। হজমের সমস্যা বিশেষ করে ভোগাতে পারে।
শিল্পী ও কলাকুশলীরা কর্মক্ষেত্রে সম্মান, যশ, প্রতিষ্ঠা প্রাপ্তিতে সক্ষম হবেন। আর্থিক যোগান থাকবে।
সিংহ লগ্ন : সিংহ লগ্নের নিম্ন শিক্ষার্থীদের ভালো ফলের জন্য কঠোর শ্রমের প্রয়োজন। উচ্চ শিক্ষার্থীরা
শ্রম এবং অধ্যবসায় সহকারে শিক্ষাক্ষেত্রে নিজ সম্মান ও প্রতিষ্ঠা লাভে সমর্থ হবে।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নানান প্রতিকূলতা থাকলেও নিজ বুদ্ধি ও
কৌশলে পদোন্নাতি হতে পারে।
ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ ফল লাভের সম্ভাবনা। আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে
বিশেষ প্রয়াস বা চেষ্টা করতে হবে। আর্থিক যোগানের সমস্যা হতে পারে।
নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা থাকলেও বিশেষ সচেষ্ট হওয়া প্রয়োজন। পারিপার্শ্বিক ঝামেলা
এগিয়ে চলতে হবে ।
শরীর নিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন। দৈব দুর্ঘটনা, প্যাংক্রিয়াস, লিভার, দাঁত, চোখ, নাক,
গলা প্রভৃতি সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে হতে পারে।
শিল্পী ও কলকুশলীদের যশ, প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা এ মাসে যথেষ্টই।
কন্যা লগ্ন : এই লগ্নের সকল বিদ্যার্থীদের ক্ষেত্রেই বলা যায় যে বিদ্যাক্ষেত্রে সম্মান, যশ ও প্রতিষ্ঠ প্রাপ্তির
সম্ভাবনা আছে।
চাকরি প্রার্থীদের নিজের প্রচেষ্টায় কর্মপ্রাপ্তির যোগ। নানা প্রতিকূলতা সত্ত্বেও নিজের চেষ্টায়
এবং বুদ্ধি ও কৌশলে কর্মক্ষেত্রে পদোন্নতি। কর্মসূত্রে বদলি হতে পারে। কর্ম পরিবর্তনের
আশা করা যায়।
ব্যবসায়ীরা ব্যবসায় শুভাশুভ অর্থাৎ মিশ্র ফল লাভের আশা রাখতে পারেন। অধিক ব্যয় হওয়ার
সম্ভাবনা।
নিজ গৃহ ও বাহন লাভের যোগ রয়েছে। গৃহশান্তি।
মাঝে মধ্যেই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। বাত, অর্শ ও ত্বকের সমস্যায় কষ্টভোগ।
অ্যালার্জি ও ঠান্ডা লাগার প্রবণতা বাড়বে।
শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের জন্য যোগাযোগ হবার সম্ভাবনা। এ মাসে সম্মান ও যশ
প্রাপ্তির যোগ। আর্থিক সুরাহা বজায় থাকবে।
তুলা লগ্ন : তুলা লগ্নের নিম্ন ও উচ্চ শিক্ষা, উভয় ক্ষেত্রেই শ্রম, ধৈর্য ও অধ্যবসায় থাকলে বিদ্যা ক্ষেত্রে
সম্মান ও প্রতিষ্ঠা লাভে সমর্থ হবে।
কর্মপ্রার্থীদের বিশেষ প্রচেষ্টায় কর্মলাভ সম্ভব। কর্মজীবীরা এ মাসে বদলি হতে পারেন। কর্মস্থলে
কিছু অবাঞ্ছিত পরিস্থিতি দেখা দেবে যা নিজ বুদ্ধি ও কৌশলে মোকাবিলা করতে হবে।
ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাভাব বা ধীর গতি থাকবে। তবে কাজের যোগান থাকবে। একটু সংযত
থাকলে আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে অসুবিধা হবে না।
নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা যথেষ্ট। গৃহশান্তি বজায় রাখতে বুদ্ধি ও কৌশলে চলতে
হবে।
পুরনো রোগ বৃদ্ধি পেতে পারে। হাড়, হার্ট, ফুসফুস ইত্যাদি সমস্যায় ভুগতে পারেন। শিল্পী
কলাকুশলীদের নতুন কাজের সন্ধান আসতে পার। ধৈর্য ও অধ্যবসায় থাকলে সম্মান যশ, অর্থ
প্রাপ্তির যোগ। আর্থিক স্থিতিশীলতা থাকবে।
বৃশ্চিক লগ্ন : এই লগ্নের নিম্ন ও উচ্চ শিক্ষার্থীদের জন্য কঠোর শ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন। নচেৎ
ফলাফলে মন্দ প্রভাব পড়বে।
কর্মপ্রার্থীদের বিলম্ব হলেও কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে প্রতিকূলতা সুকৌশলে
এড়িয়ে যেতে পারলে পদোন্নতির দারুণ সম্ভাবনা দেখা যায়।
ব্যবসায়ীদের ব্যবসায় কাজের যোগান থাকলেও আর্থিক লাভ তেমন দেখা যায় না। আয় ও ব্যয়ের
মধ্যে সমতা রাখায় সমস্যা হতে পারে।
শরীর নিয়ে চিন্তায় থাকতে হবে। বিশেষ করে চোখ, দাঁত, হাড়, লিভার, হার্ট ইত্যাদি ক্ষেত্রে
রোগ ভোগের সম্ভাবনা।
নিজ গৃহ ও বাহন লাভের যোগ রয়েছে। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। ঝামেলা-ঝঞ্ঝাট
এড়িয়ে চলাই শ্রেয়।
শিল্পী ও কলাকুশলীরা অিধ্যবসায় সহযোগে কাজ চালিয়ে যেতে পারলে প্রতিকূলতা সত্ত্বেও লক্ষউছত
পৌঁছতে অসুবিধা হবে না।
ধনু লগ্ন : নিম্ন ও উচ্চ বিদ্যা, উভয় ক্ষেত্রেই শ্রম সহযোগে বিদ্যাচর্চা চালিয়ে গেলে সম্মান ও প্রতিষ্ঠা
লাভে সমর্থ হবে।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। কর্মসূত্রে বদলি হতে
পারে।
ব্যবসায়ীরা ব্যবসায় শুভ ফলের আশা করতে পারেন। বকেয়া প্রাপ্তির সম্ভাবনা-থাকছে।
নিজ শ্রম ও প্রচেষ্টা সহযোগে গৃহ ও বাহন লাভ আশা করা যায়। গৃহশান্তি বজায় রাখতে
পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলা আবশ্যক।
নিজের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকতে হবে। অযথা রক্তপাত, অস্ত্রোপচার হতে পারে।
ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত রোগের সম্ভাবনা। এবং হার্ট ও হাড়ের সমস্যায় কষ্ট পেতে
হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের অধ্যবসায় সহকারে কাজ করে যেতে হবে। সম্মান ও প্রতিষ্ঠা লাভের
সুযোগ এ মাসে আসতে পারে। আর্থিক সুরাহা বজায় থাকবে।
মকর লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষা, উভয় ক্ষেত্রেই নানা প্রতিবন্ধকতা আসতে পারে। অতএব অধ্যবসায়
সহযোগে বিদ্যাচর্চা চালিয়ে যেতে হবে।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। কর্মজীবীদের বদলি বা সংস্থাগত পরিবর্তন হওয়ার
সম্ভাবনা।
ব্যবসায়ীদের ব্যবসায় মিশ্র ফল লাভ। ব্যবসার সূত্রে উপার্জন হলেও ব্যবসাকে কেন্দ্র করে
কিছু সমস্যা দেখা দেবে। ব্যয় সংকোচ করে চলতে পারলে উপকার হবে।
নিজের শ্রম ও প্রচেষ্টায় গৃহ ও বাহন লাভের সম্ভাবনা দেখা যায়।
শরীর নিয়ে সচেতন থাকা আবশ্যক। হাড়, নার্ভ, ই.এন.টি ও পেটের সমস্যায় ভুগতে পারেন।
চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।
শিল্পী ও কলাকুশলীদের কাজের চাপ থাকবে। শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে নিজ কর্মে
লিপ্ত থাকতে পারলে শুভ ফল অবশ্যই পাবেন।
কুম্ভ লগ্ন : কুম্ভ লগ্নের নিম্ন বিদ্যার্থীদের অধিক শ্রম দিয়ে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার্থীরা
অধ্যবসায় সহকারে বিদ্যাচর্চা করতে পারলে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হবে।কর্মপ্রার্থীদের বিলম্বে কর্মপ্রাপ্তির যোগ দেখা যায়। কর্মজীবীদের কর্মক্ষেত্রে প্রতিকূলতা দেখা
দিলেও পদোন্নতি ও বদলির সম্ভাবনা। ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ ফল। আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। আর্থিক সুরাহা থাকবে। নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা। গৃহশান্তি বজায় রাখতে পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি হতে পারে। ঠান্ডা লাগা, অ্যালার্জি, হাড় সংক্রান্ত সমস্যা, ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত রোগ, লিভার বা হজমের সমস্যায় ভুগতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের বিশেষ সম্মান, যশ, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কাজের চাপ থাকবে।
আর্থিক সুরাহা বজায় থাকবে।
মীন লগ্ন : মীন লগ্নের নিম্ন বিদ্যার্থীদের অধিক শ্রম প্রয়োজন। উচ্চ বিদ্যার্থীদের ধৈর্য ও
অধ্যবসায় প্রতিষ্ঠা লাভে সহায়তা করবে। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মজীবীদেরও শুভ সময়। পদোন্নতি ও সংস্থাগত পরিবর্তন হওয়ার সম্ভাবনা। কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে
ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালোই বলা যায়। ব্যবসা ধীর গতিতে চললেও আর্থিক
আনুকূল্য বজায় থাকবে। আয় ও ব্যয়ে তাল মিলিয়ে চলা আবশ্যক।
গৃহ ও বাহন যোগ থাকলেও নিজের চেষ্টা থাকা প্রয়োজন। গৃহশান্তি বজায় রাখতে বাকসংযম
বিশেষ দরকার। পারিপার্শ্বিক ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা আবশ্যক। ঠান্ডা লাগা, মানসিক চাপ, স্নায়বিক দুর্বলতা, হাড় জনিত সমস্যা। দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন। শিল্পী ও কলাকুশলীরা কর্মক্ষেত্রে সম্মান, যশ লাভ করবেন। কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। আর্থিক সুরাহা বজায় থাকবে।
অগাস্ট মাসের নক্ষত্র ফল
বাকসিদ্ধা দেবপ্রিয়া
(মাতৃসাধিকা, বাক্সিদ্ধা)
অশ্বিনী : শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক বা অন্য কিছু বাধার সৃষ্টি হতে পারে। হঠকারিতার জন্য
কোনো সুযোগ হাতছাড়া হবার সম্ভাবনা। অনেক দিনের প্রচেষ্টা সফলতা পাবে। ব্যয়াধিক্যের চাপ
থাকবে। সস্তান ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত। পিতামাতার জন্য দুশ্চিন্তা দেখা দেবে।
ভরণী : মানসিক স্থিরতার অভাবে সিদ্ধান্তে ভুল হতে পারে। উচ্চশিক্ষার্থীদের আশা পূরণ
হবে। ভাই বা বোনের সাথে সাময়িক মতভেদ মানসিক পীড়ার কারণ হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে
সমস্যা হতে পারে।
কৃত্তিকা : এই মুহূর্তে কোনো লোন না করাই শ্রেয়। চাকরি ও ব্যবসা ক্ষেত্রে একটু
সতর্কভাবে পদক্ষেপ না করলে আয়ের থেকে ব্যয় বেশি হবার সম্ভাবনা। বিবাহার্থী ও সন্তান
সম্ভবাদের জন্য শুভ ফলাফল আশা করা যায়। ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা খুবই উপকৃত হবেন।
শরীর-স্বাস্থ্য শুভাশুভ মিশ্রিত। সন্তান ক্ষেত্র শুভ।
রোহিণী : পড়াশোনা ও পরীক্ষার ফলাফল শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল আশানুরূপ
হবে। কর্মসূত্রে বা উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ। কর্মক্ষেত্রে পদোন্নতি ও সুনাম
অর্জন। বিবাহ ক্ষেত্রে বা বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে।
মৃগশিরা : শরীর ও মন সবসময় সাথ দেবে না। সেক্ষেত্রে নিজেকে নিজের নিয়ন্ত্রণ করা
খুব দরকার। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা রিসার্চ এর কাজে যুক্ত
আছেন, তাদের জন্য শুভ ফলাফল আশা করা যায়। পুরানো ঝগড়া মামলা-মোকদ্দমায় গড়াতে
পারে।
আর্দ্রা : ভাই-বোন বা খুব আপন কারোর সাথে মতান্তর সম্পর্কে দূরত্ব আনতে পারে।
অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে অহেতুক ভুল বোঝাবুঝি সম্পর্কে
চিড় ধরাতে পারে। তাই সে ব্যাপারে সচেতন হওয়া জরুরি। স্বাস্থ্য শুভশুভ মিশ্রিত। কর্মস্থলে
শত্রুতা মানসিক অশান্তির কারণ হতে পারে।
পুনর্বসু : আর্থিক ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। শারীরিক ও মানসিক কিছু
সমস্যার মধ্যে চলতে হতে পারে। যানবাহন যোগ পরিলক্ষিত হয়। কর্মপ্রার্থীদের জন্য শুভ
ফলদায়ক। নিকট কারোর সাথে দূরত্ব সৃষ্টি।
পুষ্যা : শারীরিক সমস্যা দেখা দেবে। কাঁটাছেড়া বা অপারেশন কিংবা রক্তপাত যোগ
পরিলক্ষিত হয়। পরীক্ষার ফলাফল আশানুরূপ হবে না। মানসিক অবসাদে সব কাজে বাধা। হওয়া
কাজ আটকে যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি ও অসহযোগিতা। সন্তান ক্ষেত্র শুভ।
সন্তানের থেকে ভালো কোনো খবর পেতে পারেন, যা আপনাকে আনন্দ দেবে।
অশ্লেষা : স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারে যা সম্পর্কে দূরত্ব এনে
দেবে। পরীক্ষার্থীদের জন্য মাসটা শুভ ফলদায়ক। চাকরিপ্রার্থীর চাকরিপ্রাপ্তি এবং
কর্মজীবীদের অন্য কোনো ভালো সংস্থায় যাবার সম্ভাবনা। সন্তান ক্ষেত্র শুভ। কোনো ভালো
খবর আপনাকে আনন্দ দিতে পারে।
মঘা : মানসিক দুশ্চিন্তা, অস্থিরতা ক্লেশ দিতে পারে। একটু মেডিটেশন করা বা স্পিরিচুয়াল
পড়াশোনা এসময় খুব দরকার। নাহলে সিদ্ধান্তে ভুল হতে পারে। পড়াশোনা বা কর্মসূত্রে বিদেশ
যাত্রা যোগ পরিলক্ষিত হয়। আগুন থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। মামলা
মোকদ্দমায় জড়িয়ে পড়া থেকে দূরে থাকুন।
পূর্বফাল্গুনী : শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা একটু কঠিন, কিন্তু দশা অন্তর্দশা ভালো থাকলে সব
বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া সম্ভব হবে। ভাই, বোন বা প্রতিবেশীর সঙ্গে অহেতুক ঝামেলা
থেকে নিজেকে দূরে রাখুন। শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। দুর্ঘটনা বা অপারেশন কিংবা
রক্তপাত যোগ পরিলক্ষিত হয়।
উত্তরফাল্গুনী : শরীর একটু সমস্যা দেবে। সেক্ষেত্রে অবহেলা না করে ডাক্তারি পরামর্শ
জরুরি। শেয়ার বা ফাটকা কিংবা লটারিতে কিছু প্রাপ্তি যোগ। বাড়ি, গাড়ি বা জমিজমা ক্রয়-
বিক্রয়ে শুভ ফলাফল। কর্মক্ষেত্রে অসন্তোষ থাকলেও সহকর্মীর সহায়তায় সুস্থ পরিবেশ ফিরে
পাবেন।
হস্তা : পরিশ্রম সাপেক্ষে আয় আশানুরূপ নাও হতে পারে। শরীর-স্বাস্থ্য শুভাশুভ মিশ্রিত। দু’
চাকা সাবধানে চালাবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছু জটিল সমস্যা আসতে পারে এবং তা থেকে
সম্পর্কে চিড় ধরতে পারে। পড়াশোনায় নিজের গাফিলতিতেই সন্তোষজনক ফল নাও হতে পারে।
সন্তান ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত।
চিত্রা : হাড়ভাঙা, অস্ত্রোপচার বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্র শুভাশুভ
মিশ্রিত। ব্যবসায়ীদের নতুন কোনো লগ্নীর চিন্তা ফলপ্রসূ হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন
কর্মচারীর জন্য মানসিক পীড়া দেখা দেবে। কথা খুব ভেবেচিন্তে না বললে সমস্যার সম্মুখীন
হবেন।
স্বাতী : মিডিয়ায় যারা যুক্ত আছেন তারা কিন্তু কঠোর পরিশ্রমের মর্যাদা পাবেন। নাক, কান,
গলা, হাড় ইত্যাদি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। যৌথ
সম্পত্তি নিয়ে আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। সন্তানের কোনো আচরণ আপনাকে
মর্মাহত করতে পারে।
বিশাখা : ব্যয়াধিক্য যোগ। আর্থিক বা মানসিক ভাবে প্রবঞ্চিত হতে পারেন। সন্তান
ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত। সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা। স্বামী বা স্ত্রীর শারীরিক
সমস্যায় মানসিকভাবে বিব্রত থাকবেন। কোনো দুর্ঘটনা, রক্তপাত বা অপারেশন হবার
সম্ভাবনা। মা-বাবা, কারোর সাথে মতান্তর মানসিক চাপ সৃষ্টি করবে।
অনুরাধা : দ্বৈত মনোভাবের জন্য কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। কোনো
ক্রনিক অসুখ বেশ ভোগান্তি দেবে। হাড়, দাঁত, সিস্ট, স্টোন ইত্যাদি থেকে সমস্যা দেখা দিতে
পারে। বিবাহার্থীদের শুভ যোগাযোগ ঘটবে।
জ্যেষ্ঠা : সন্তানের বিয়ে বা বিবাহিত জীবন নিয়ে মানসিক অশান্তির সম্ভাবনা। মন উদ্বিগ্ন
থাকবে। কর্মক্ষেত্র শুভাশুভ মিশ্রিত। যারা ব্যবসার কাজে যুক্ত আছেন এ সময় তাদের নতুন
কিছু না ভাবাই শ্রেয়। অনেক দিনের পুরানো ঝাগড়ার অবসান। মা বা বাবা—কারোর শারীরিক
অবনতির যোগ পরিলক্ষিত হয়।
মূলা : বুকের বা শ্বাস-প্রশ্বাস জনিত কোনো কারণে সমস্যা হলে ফেলে না রেখে সাথে সাথেই
ডাক্তারি পরামর্শ করবেন এবং সেকেন্ড ওপিনিয়ন নেওয়া জরুরি। নতুবা ভুল চিকিৎসার সম্ভাবনা।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফলাফল আশা করা যায়। সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তার
সম্ভাবনা।
পূর্বষাঢ়া : হঠাৎ প্রাপ্তিযোগ পরিলক্ষিত হয়। সাংসারিক কিছু সমস্যায় মানসিক ক্লেশ ভোগ।
প্রেমজ সম্পর্ক সামান্য কারণে ভেঙে যেতে পারে। মামার বাড়ির মাধ্যমে বিশেষ ভাবে উপকৃত
হবেন। কর্মস্থল বদলের সম্ভাবনা। জমিজমা সংক্রান্ত কোনো ব্যাপারে মামলা মোকদ্দমায়
জড়িয়ে পড়তে পারেন।
উত্তরাষাঢ়া : মানসিক ভাবে বিশেষ চাপের সম্মুখীন হতে পারেন। হঠাৎ করে ব্যয় বৃদ্ধির
প্রবণতা। শরীরের নিম্নাঙ্গে আঘাত বা পীড়ার সম্ভাবনা। সন্তানের থেকে কোনো ভালো খবর
আশা করতে পারেন। পড়াশোনায় অমনোযোগিতার ফলে আশানুরূপ ফল নাও হতে পারে।
শ্রবণা : শারীরিক ব্যথা বেদনার প্রবণতা কষ্ট দেবে। বিবাহার্থীদের বিবাহ যোগ পরিলক্ষিত
হয়। কর্মক্ষেত্রে পদোন্নোতি ও স্থান পরিবর্তনের সম্ভাবনা। বাড়ি থেকে দূরে যেতে হতে
পারে। মা বা বাবার সাথে মতবিরোধ মানসিক অশান্তি বৃদ্ধি করবে। নতুন গাড়ি বা বাড়ির যোগ
পরিলক্ষিত হয়।
ধনিষ্ঠা : সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগ থাকবে। পরীক্ষার্থীদের ফলাফল আশাতীত
ভালো হবার সম্ভাবনা। নিজের প্রচেষ্টার দাম্পত্য কলহ এড়িয়ে চলা একান্ত ভাবে কাম্য।
চোখ, হাড় বা রক্ত জনিত কোনো সমস্যায় শারীরিক ক্লেশ। নতুন করে কিছু প্রাপ্তি আনন্দ
দেবে।
শতভিষা : অতিরিক্ত কোনো কিছু পাবেন না ঠিকই, কিন্তু যখন যেটা প্রয়োজন সেটা থেকে
বঞ্চিত হবেন না। যে সিদ্ধান্ত নিতে চলেছেন তা অতি স্থিরভাবে ভেবে নিয়ে এগোবেন। মা বাবার
শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। সন্তানের থেকে এমন কোনো খবর পাবেন যা মনকে
আনন্দ দেবে। কর্মক্ষেত্র শুভাশুভ মিশ্রিত।
পূর্বভাদ্রপদ : কর্মবিচু্যতি যোগ পরিলক্ষিত হয়। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি, মতান্তর ইত্যাদির
জন্য মানসিক অশান্তি। দুর্ঘটনা বা অপারেশন—রক্তপাত যোগ পরিলক্ষিত হয়। সন্তানের
পড়াশোনা ও কর্মক্ষেত্র নিয়ে মানসিক চাঞ্চল্য থাকবে। বিবাহিত জীবনে দাম্পত্য কলহ যোগ।
উত্তর ভাদ্রপদ : নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে। প্রেম ভালোবাসায় একটু স্থিতধী না
হলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। বিবাহার্থীরা একটু সতর্ক হয়ে এগোবেন, না হলে সমূহ
বিপদে পড়তে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। এবং
স্থানান্তর হতে পারে।
রেবতী : বিশেষ কোনো বন্ধুর শারীরিক সমস্যায় মন বিক্ষিপ্ত থাকবে। সন্তানের কোনো আচরণ
আপনাকে মানসিক পীড়া দেবে। নতুন বাড়ির স্বপ্ন পূরণ হবার যোগ পরিলক্ষিত হয়। শ্বশুরবাড়ির
কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন।
রাহুকাল
(আগস্ট 2025)
শ্রী বিজয় শাস্ত্রী
তারিখ সময়
01 সকাল 10:03 - 11:42
02 সকাল 08:25 - 10:03
03 বিকেল 04:38 - 06:16
04 সকাল 06:47 - 08:25
05 দুপুর 02:58 - 04:37
06 সকাল 11:42 - 01:20
07 দুপুর 01:20 - 02:58
08 সকাল 10:04 - 11:42
09 সকাল 08:26 - 10:04
10 বিকেল 04:34 - 06:12
11 সকাল 06:49 - 08:26
12 দুপুর 02:56 - 04:33
13 সকাল 11:41 - 01:18
14 দুপুর 01:18 - 02:55
15 সকাল 10:03 - 11:40
16 সকাল 08:27 - 10:03
17 বিকেল 04:30 - 06:07
18 সকাল 06:50 - 08:27
19 দুপুর 02:52 - 04:29
20 সকাল 11:39 - 01:16
21 দুপুর 01:15 - 02:51
22 সকাল 10:03 - 11:39
23 সকাল 08:27 - 10:03
24 বিকেল 04:25 - 06:01
25 সকাল 06:52 - 08:27
26 দুপুর 02:48 - 04:24
27 সকাল 11:37 - 01:13
28 দুপুর 01:12 - 02:47
29 সকাল 10:02 - 11:37
30 সকাল 08:27 - 10:02
31 বিকেল 04:20 - 05:55
Comments