top of page

১৪৩২-কেমন যাবে নতুন বছর

  • ভাগ্যফল
  • Apr 1
  • 5 min read

পন্ডিত মলয় শাস্ত্রী (প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজারস সোসাইটি ও কামাক্ষ্যা গুরুকূল সেবাশ্রম, তন্ত্র ও আধ্যাত্মিক পরামর্শ দাতা)


ree

মেষ রাশি

ভাগ্য : মেষ রাশি জাতক জাতিকার পক্ষে ১৪৩২ সালে মিশ্র ঘটনার যোগ দেখা যায়। আপনাদের অধিপতি গ্রহ মঙ্গল। অপ্রত্যাশিত মাধ্যম হতে অভাবনীয় সুযোগ আসবে। বহুপ্রসারী পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ধর্মমূলক কাজে সুনাম বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে বিতর্কিত কোনো বিষয়ের মীমাংসা হতে পারে। 

কর্ম : কর্মক্ষেত্রে জটিলতা ও মতবিরোধ সত্ত্বেও পদোন্নতির আশা প্রবল। অর্থবিনিয়োগ ব্যবসায় উন্নতির যোগ। চাকরিজীবীদের ক্ষেত্রে পুরাতন কোনো জটিল সমস্যার পুনঃপ্রকাশ ঘটতে পারে। শরীর ও শিল্পকলা চর্চায় সাফল্যের আশা আছে। প্রভাব প্রতিপত্তি বজায় থাকবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ সম্ভব।

ree

অর্থ : আর্থিক বিষয় মোটের ওপর শুভ। বক্র পথে উপার্জনের সুযোগ আসবে। পারিবারিক কারণে ব্যয় হতে পারে। নিজ দোষে গচ্ছিত অর্থ নাশ হতে পারে। শেয়ার বাজারের প্রতি আগ্রহ বাড়বে। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। সম্পত্তি ক্রয় ও বিক্রয় যোগ বর্তমান।

শিক্ষা : উচ্চ বিদ্যার্থীদের জন্য অনুকূল বছর। গবেষণা ক্ষেত্রে সফলতার যোগ। ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। চিকিৎসক, শিল্পী, শিক্ষকদের ক্ষেত্রে বছরটা শুভ। কম্পিউটার শিক্ষায় শুভ।

পারিবারিক : পরিবারে বয়স্ক ব্যক্তির শরীর নিয়ে দুশ্চিন্তা। সন্তান, স্ত্রী বা স্বামীর প্রতি অসন্তোষ সৃষ্টি হতে পারে। সন্তান যোগ। সন্তানের বিবাহযোগ বর্তমান। প্রেমজ সম্পর্কে জড়াতে পারেন বা প্রেমজ বিবাহ হতে পারে। অপ্রিয় সত্য কথা না বলাই ভালো। দূরবর্তী স্থানে ভ্রমণযোগ, কর্মসূত্রে দূর যাত্রা হতে পারে।

স্বাস্থ্য : অস্থিভঙ্গ, বাতের সমস্যা, চোখ, পেট ও লিভারের সমস্যায় কষ্ট পেতে হতে পারে। পায়ের সমস্যা ও ঠান্ডা লাগার সমস্যায় চিন্তা বাড়বে।

প্রতিকার : দক্ষিণাকালীর ধ্যান ও মন্ত্র পাঠ। এবং মা দুর্গার মন্ত্র পাঠ করতে পারেন। হনুমান মন্ত্রও জপ করতে পারেন। তামা ধারণ করুন। লাল, হলুদ, সোনালী, ঘিয়ে রং ব্যবহার করুন। ৯, ১, ২ সংখ্যা শুভ হবে।

ree

বৃষ রাশি

ভাগ্য : বর্তমান বর্ষ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফলদায়ক হতে চলেছে। আপনাদের রাশির অধিপতি হলেন শুক্র। বন্ধুদের বা কোনো হিতৈষী ব্যক্তির সহায়তা লাভ করবেন। উপযুক্ত চেষ্টায় প্রতিষ্ঠা ও শ্রীবৃদ্ধি লাভের সম্ভাবনা। নিষ্ঠা ও শ্রমে বহুপ্রসারী পরিকল্পনা সফল হবে। মানুষের বা দলীয় সাহায্য পাবেন। আর্থিক ও সামাজিক ক্ষেত্রে শুভ এবং মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। পরীক্ষা মূলক ক্ষেত্রে শুভ ফলের আশা  রাখতে পারেন। দায়িত্ব বা পদমর্যাদা বৃদ্ধি পাবে।

কর্ম : ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে কিছুটা হলেও। ব্যবসার প্রসার ও মুনাফা স্থিতিশীল থাকবে। জনসমাজে দায়িত্ব পালন করার জন্য পদ ও সম্মান প্রাপ্তি। কর্মক্ষেত্রে আকস্মিক উন্নতির সম্ভাবনা। চাকরিক্ষেত্রে পদোন্নতি, বদলি হতে পারে। পারিবারিক ব্যবসায় উন্নতি ও প্রসার। কর্মক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তির সাহায্য লাভ হতে পারে।

ree

অর্থ : সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে বা সঞ্চয়ের প্রতি বিশেষ আগ্রহ বাড়বে। পারিবারিক সূত্রে অর্থলাভ। জমি, সম্পত্তি বা স্বর্ণালঙ্কারাদি ক্রয় করার সম্ভাবনা প্রবল। বকেয়া পাওনা ফেরত পেতে পারেন। ঋণ পরিশোধ করতে পারেন। আর্থিক ক্ষেত্র শুভ।

শিক্ষা : বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি এবং ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য এই বছর বিশেষ শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভ। অভিজ্ঞ ব্যক্তি বা গুরুর সহায়তা লাভ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সফলতা লাভের জন্য অধিক মনোযোগ ও পরিশ্রমের প্রয়োজন।

পারিবারিক : পারিবারিক ভ্রমণ বা পারিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। সন্তান লাভ হওয়ার সম্ভাবনা, যারা চাইছেন। গৃহ কোন্দল থাকলেও বুদ্ধি কৌশলে তার সমাধান করতে পারবেন। পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলাই শ্রেয়।

স্বাস্থ্য : মাতা ও পিতার স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা হতে পারে। হাঁপানি, হার্ট, ফুসফুস, লিভার, হাঁটু, বাতজ সমস্যা, অ্যালার্জি প্রভৃতিতে কষ্ট পেতে হতে পারে। থাইরয়েড ও সুগার যাদের আছে তারা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেবেন।

প্রতিকার : অশুভত্বের বিনাশ হেতু নিত্য পূজা পাঠ, মন্ত্র উচ্চারণ বিশেষ করে শিবের নিত্য পূজা করলে ভালো হবে। আকাশী, সাদা, সবুজ বর্ণ শুভ। ৬, ৫, ৮ সংখ্যা শুভ।

ree

মিথুন রাশি

ভাগ্য : বর্তমান বছর মিথুন রাশির জাতক জাতিকাদের মোটের ওপর ভালোই যাবে বলা চলে। আপনাদের রাশির অধিপতি হলেন বুধ। আপনাদের জন্য শুভ ও সাফল্যের কারকতা  আছে। আশাপ্রদ যোগাযোগ ও উন্নতির সম্ভাবনা। শত্রুরা পরাজিত হবে। গুণী ব্যক্তির সাহায্য লাভ করবেন। ধর্মীয় অনুষ্ঠানে যোগদান ও বহুজনের সঙ্গে পরিচয় হবে। স্থান পরিবর্তন হতে পারে। বাসস্থান বা কর্মসূত্রে বিদেশ ভ্রমণ অথবা দূর যাত্রা হতে পারে।

কর্ম : কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভ। চাকরি সূত্রে বদলি, স্থান পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা। চাকরিতে আকস্মিক পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে। দূরযাত্রার সম্ভাবনা। এ বছর ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন। ক্রয় বিক্রয় ব্যবসায় লাভ হওয়ার আশা রাখতে পারেন। নতুন কোনো ব্যবসার ব্যাপারেও পরিকল্পনা করতে পারেন।

ree

অর্থ : আর্থিক বিষয়ে এই বছর শুভাশুভ মিশ্রিত ফল লাভ। ঋণ গ্রহণ এবং দান, কোনোটাই করা উচিত হবে না। নতুন সম্পত্তি ক্রয় বা বাসস্থান পরিবর্তন করতে হতে পারে। নতুন গাড়ি ক্রয় করতে পারেন। গৃহ মেরামতি কিংবা নতুন বাড়ি অথবা ফ্ল্যাট ক্রয় হতে পারে। বৈষয়িক ও পারিবারিক বিষয়ে অর্থব্যয়। ব্যবসায় অর্থ বিনিয়োগে উপকৃত হতে পারেন।

শিক্ষা : উচ্চ শিক্ষার্থীদের শিক্ষামূলক কারণে দূর যাত্রা বা বিদেশ যাত্রা হতে পারে। ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ও সায়েন্স স্টুডেন্টদের জন্য বছরটা অনুকূল। প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের অতিরিক্ত শ্রম ও মনোযোগ দরকার। মনোযোগের অভাব বা পারিবারিক কোনো কারণে বিদ্যায় কিছু বাধা আসতে পারে।

ree

পারিবারিক : বিবাহযোগ্যদের বিবাহ হতে পারে। প্রচুর ভ্রমণ হওয়ার সম্ভাবনা। গৃহ কোন্দল হেতু মাঝে মধ্যে গৃহের সুখ-শান্তি বিঘ্ন হতে পারে। পিতা, মাতা বা গুরুজনদের শরীর নিয়ে চিন্তায় থাকতে হবে। গৃহে বন্ধু বা আত্মীয় সমাগম কিংবা মাঙ্গলিক কার্য হতে পারে। বৈষয়িক কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে।

স্বাস্থ্য : স্বাস্থ্য ক্ষেত্র মোটের ওপর ভালোই থাকবে। ঠান্ডা লাগা, হজমের গন্ডগোল, বাতজ সমস্যা, অ্যালার্জি বা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভোগার সম্ভাবনা। নার্ভাস সিস্টেমের সমস্যায় কষ্ট ভোগ। দুশ্চিন্তায় সুগার বাড়তে পারে। সচেতন থাকতে হবে।

প্রতিকার : শুভ ফল পেতে প্রত্যহ দক্ষিণাকালী ও হনুমানজীর স্তব, মন্ত্র পাঠ করে পূজা করতে পারেন। ভৈরব মন্ত্র বা শিবের রুদ্ররূপের মন্ত্র জপ লাভদায়ক হবে। সবুজ, লাল, সাদা রঙ শুভ। ৫, ৯, ৬ সংখ্যা শুভ।

কর্কট রাশি

ভাগ্য : বর্তমান বর্ষ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সর্বক্ষেত্রে বিশেষ আশাপ্রদ হবে না। আপনাদের অধিপতি হল চন্দ্র। দায়িত্ব, কর্তব্য পালন করতে হতে পারে অপরের প্রতি। সামাজিক দায় দায়িত্ব পালন ও নিষ্ঠাভারে কাজ করার সুযোগ আসতে পারে। সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে। পরিশ্রমের বছর এটি। কাজের প্রতি একাগ্রতা থাকবে। আধ্যাত্মিকতায় বিশেষ মনোযোগ বাড়বে। ধর্ম বা আধ্যাত্মিকতার জন্য শুভ বছর। তীর্থ ভ্রমণ, দীক্ষা লাভ হতে পারে।

ree

কর্ম : কর্ম প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ কারো সহযোগিতায় কর্ম লাভ হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিকূলতা আসতে পারে । বুদ্ধি ও কৌশলে সমস্যার সমাধান করতে হবে। কর্ম বা চাকরি ছেড়ে ব্যবসা আরম্ভ করার কথা ভাবতে পারেন। ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তি। খুব বুঝে ব্যবসায় পুঁজি বিনিয়োগ করা দরকার।

অর্থ : আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল লাভ। ঋণ দান ও গ্রহণ দুটোই ক্ষতিকারক হতে পারে। পারিবারিক সূত্রে হঠাৎ অর্থলাভ। আবার কোনো অজ্ঞাত কারণে হঠাৎ করে আর্থিক ক্ষতি হতে পারে। আকস্মিক ভাবে অর্থ চুরি বা হারিয়ে যেতে পারে। এমনকী মূল্যবান দ্রব্য হারিয়েও যেতে পারে। সতর্কতা বিশেষ প্রয়োজন। গোপনে অর্থ সঞ্চয় করা শ্রেয়। 

শিক্ষা : বিদ্যায় সফলতা লাভ। কর্মাস, আর্টস, আইনবিদ্যার শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ। ভাষা ও গবেষণা বিষয়ক বিদ্যার্থীরাও শুভ ফলের আশা রাখতে পারে। শিক্ষামূলক ভ্রমণ বা দূরদেশ যাত্রা হতে পারে। সৎ ব্যক্তির পরামর্শে উন্নতি লাভ।

পারিবারিক : অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া, জ্ঞাতি বা আত্মীয়দের সঙ্গে মতবিরোধ। মামলা মোকদমা বা জটিলতার সৃষ্টি হতে পারে। শ্বশুরালয়ের সাথে মতপার্থক্য, ঝামেলা-ঝঞ্ঝাট হতে পারে। তীর্থ ভ্রমণ হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্র শুভ। গুরুজনদের শারীরিক সমস্যা দুশ্চিন্তার কারণ হতে পারে।

স্বাস্থ্য : স্বাস্থ্যহানি হতে পারে বার বার। চোখ, মাইগ্রেন, ব্রেন, নার্ভ, অ্যালার্জি ও ঠান্ডা লাগা জনিত সমস্যায় ভুগতে হতে পারে। দৈব দুর্ঘটনা ঘটতে পারে। রক্তপাত বা অপারেশনের যোগ রয়েছে। হাঁটু বা বাতজ ব্যথা বাড়তে পারে। হজমের গন্ডগোল বা পেটের সমস্যায় ভুগতে পারেন।

প্রতিকার : অশুভত্ব দূর করতে নিত্য শিব পূজা, হনুমানজীর মন্ত্র উচ্চারণ ও পূজা, সূর্য প্রণাম—ইত্যাদি প্রত্যহ করতে পারলে শুভ। সত্যনারায়ণ ব্রত পালন করতে পারেন। ১, ২, ৩, ৯ সংখ্যা শুভ। সাদা, গোলাপী, লাল, কমলা শুভ বর্ণ।

সিংহ রাশি

ভাগ্য : বর্তমান বছরে সিংহ রাশির ব্যক্তিদের জীবনে বহু ক্ষেত্রেই আকস্মিক পরিবর্তন আসতে চলেছে। আপনাদের রাশির অধিপতি হল রবি। বন্ধু-বান্ধবদের সাহায্য পাবেন। জীবনে উন্নতি সাধিত হবে। শত্রুরা পরাজিত হবে। মামলা মোকদ্দমার নিষ্পত্তি হতে পারে। সন্তানের কর্মে গৌরবান্বিত হবেন। আধ্যাত্মিক ব্যাপারে মনোনিবেশ বাড়বে। দীক্ষা লাভ হতে পারে। ভ্রমণযোগ বর্তমান। গুরুজনদের সহায়তা লাভ। 

কর্ম : কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি। নতুন কর্ম লাভের যোগ। কর্ম পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে সাহায্য পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন, প্রসার লাভের সম্ভাবনা। অলসতার জন্য জীবনে কিছু সুযোগ সুবিধা হাতছাড়া হতে পারে।

অর্থ : আর্থিক ক্ষেত্র শুভ বলা যায়। বকেয়া অর্থপ্রাপ্তি বা লোন পরিশোধ হবে। নতুন সম্পত্তি বা বাড়ি-ফ্ল্যাট ক্রয় করতে পারেন। স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। আয় বাড়লেও ব্যয় ভালোই হবে। বৈষয়িক ও পারিবারিক বিষয়ে ব্যয় হবে। পুঁজি বিনিয়োগ করতে পারেন সঞ্চয়ের জন্য। পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে।

শিক্ষা : প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ। সন্তানের শিক্ষাক্ষেত্র শুভ। উচ্চ বিদ্যার্থীদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, সিএ, ম্যানেজমেন্ট, আইন ক্ষেত্র বিশেষেভাবে শুভ ফলদায়ী। শিক্ষা গ্রহণের জন্য দুরযাত্রা হতে পারে।

পারিবারিক : বিবাহযোগ্যদের বিবাহ হবার সম্ভাবনা। প্রেমজ বিবাহের যোগ প্রবল। সন্তান যোগ রয়েছে। বিবাহ বিচ্ছেদ হতে পারে যাদের আইনি মামলা চলছে বহুদিন ধরে। দাম্পত্য কলহ হওয়ার সম্ভাবনা মাঝে মধ্যেই। বহু পুরনো বন্ধু বা গুরুজনের সাহায্যে সমস্যার সমাধান লাভ।

স্বাস্থ্য : হঠাৎ কোনো রোগ দেখা দিতে পারে। বংশগত কোনো রোগ বা পুরনো রোগের সমস্যায় ভুগতে পারেন। দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা। তাই সচেতন থাকা প্রয়োজন। গুরুজনদের শারীরিক সমস্যা নিয়ে দুশ্চিন্তা থাকবে।

প্রতিকার : শান্তির জন্য দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র, হনুমানজীর পূজা-অর্চনা, আদ্যাস্তব বা দুর্গা সপ্তসতী পাঠ করলে ভালো হবে। লাল, হলুদ, কমলা, গোলাপী রং শুভ। ১.২,৩,৫ সংখ্যা শুভ।

কন্যা রাশি।

ভাগ্য : বর্তমান বর্ষ কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হবে। আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ। বৃহৎ যোগাযোগ ও প্রতিযোগিতার ক্ষেত্রে অনুকূল ফল লাভের আশা করা যায়। দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে। ধীরে ধীরে অগ্রগতি ঘটবে। যশ, প্রতিপত্তি বাড়বে। আইনঘটিত ব্যাপারে মনোযোগ দিতে হবে, নচেৎ বিপদ। নানা কারণে মনের উদ্বেগ বাড়বে। বলবান শত্রুও পরাজিত হবে। গৃহ সমস্যা থাকলেও সমাধান হবে।

কর্ম : নতুন চাকরির যাবে যোগ আছে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন। কম্পিউটার ব্যবসায় উন্নতির যোগ। ব্যবসায় প্রতিযোগিতা বাড়লেও আপনাদের ভালোই থাকবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ। সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে।

অর্থ : আর্থিক ক্ষেত্র ভালোই বলা যায়। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ। লটারি পেতে পারেন অনেকেই। পৈতৃক সম্পত্তি লাভ। সম্পত্তি ক্রয় বিক্রয় হতে পারে। বাসগৃহ নির্মাণের যোগ। স্বাস্থ্য ও বৈষয়িক ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষা : উচ্চশিক্ষার সাফল্য লক্ষ করা যায়। খেলাধুলার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের উন্নতির যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ। শিল্পকলা, সংগীত ও বিজ্ঞানমূলক শিক্ষায় মনোযোগ থাকলে উন্নতির যোগ।

পারিবারিক : সাংসারিক মতানৈক্য থাকলেও সমস্যার সমাধান হবে। তবে মানসিক উদ্বেগ থাকবে। গুরুজনদের শরীর, বিশেষ করে মাতৃস্থানীয় কারোর শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। বাকসংযম শ্রেয়।

স্বাস্থ্য : বাতজ সমস্যা, হজমের গন্ডগোল, অ্যালার্জি, ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যায় কষ্ট পেতে হতে পারে। মানসিক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। চিকিৎসকের পরামর্শে চলা উচিত।

প্রতিকার : অশুভত্ব হ্রাস করার জন্য নিত্য বিষ্ণু সহস্রনাম পাঠ আবশ্যক। তীর্থ ভ্রমণ করতে পারেন। শক্তি মন্ত্রের নিত্য উচ্চারণ ভালো ফল দেবে। সবুজ, সাদা, আকাশী বর্ণ শুভ। ১, ৫, ৬ সংখ্যা শুভদায়ক।

তুলা রাশি

ভাগ্য : তুলা রাশির জাতক জাতিকাদের বছরটি ভালো-মন্দ মিশিয়ে চলবে। কিছু ক্ষেত্রে বিশেষ শুভ, আবার কিছু ক্ষেত্রে নেতিবাচক ফল পেতে পারেন। আপনাদের রাশির অধিপতি শুক্র। দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। মানসিক উদ্দীপনা থাকবে। ধর্মীয় ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি পাবে। জ্ঞানী বা কোনো গুণী ব্যক্তির সহায়তা ও সান্নিধ্য লাভ। অতিরিক্ত উচ্চাশা বর্জন করাই শ্রেয়। বিতর্কিত কোনো বিষয়ে মীমাংসা হতে পারে। দায়িত্ব ও কর্তব্য পালনে যথাযথ ভূমিকা পালন করতে পারেন।

কর্ম : কর্মক্ষেত্রে পদমর্যাদা বাড়বে, দায়িত্বও বাড়বে। কর্ম পরিবর্তন বা স্থান পরিবর্তন হতে পারে। নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন। চাকরিপ্রার্থীদের অতিরিক্ত প্রচেষ্টায় কর্ম লাভ। সন্তানের জন্য শারীরিক পরিশ্রম হতে পারে।

অর্থ : আয় যেমন হবে, ব্যয়ও হবে। শখ, শৌখিনতা বা নতুন গৃহ, গাড়ি প্রভৃতি কারণে ব্যয় হতে পারে। সন্তানের কারণেও ব্যয় হবার সম্ভাবনা। ফাটকা বা লটারিতে লাভ। পৈতৃক সম্পত্তি লাভ। সম্পত্তি বিক্রি করে লাভ হতে পারে। সব মিলিয়ে উপার্জন ভালোই।

শিক্ষা : শিক্ষায় সফলতার যোগ রয়েছে। তবে বিজ্ঞান বিষয়ক ও কমার্স বিষয়ক ছাত্র-ছাত্রীদের জন্য শুভ ফলদায়ক। কম্পিউটার বা টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন তারা বাইরে বা জন্মস্থান থেকে দূরে কোথাও যেতে পারেন। খেলাধুলো ও শিল্পকলার সঙ্গে যুক্ত বিদ্যার্থীদেরও বিশেষ উন্নতির সুযোগ আসতে পারে।

পারিবারিক : গুরুজনদের স্বাস্থ্য ও সন্তানকে নিয়ে মানসিক উদ্বেগ থাকবে। তবে চিন্তার কারণ নেই, সমস্যা থেকে মুক্তি লাভ ঘটবে। পারিবারিক জটিলতা থাকলেও তার সমাধান হবে। তীর্থ ভ্রমণ বা দূরযাত্রা হতে পারে।

স্বাস্থ্য : বাতজ বেদনা, হাঁটুর সমস্যা, পেটের গন্ডগোলে ভুগতে পারেন। পুরাতন রোগের প্রকোপ বাড়তে পারে। ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ, পায়ের সমস্যায় বিশেষভাবে ভোগার সম্ভাবনা। অনিয়ম হেতু স্বাস্থ্যহানি হতে পারে।

প্রতিকার : অশুভত্ব নিবারণের জন্য নিত্য শিবাষ্টক ও দুর্গাস্তোত্র পাঠ করতে পারলে শুভ হবে। সবুজ, লীলাভ, সাদা, গোলাপী বর্ণ শুভ। ৫, ৬ সংখ্যা শুভ।

বৃশ্চিক রাশি

ভাগ্য : বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বছরটি তেমন আশাপ্রদ নয়। মিশ্র ফলদায়ী বলা যেতে পারে। আপনাদের রাশির অধিপতি হল মঙ্গল। অপ্রিয় সত্য কথা না বলাই শ্রেয় বা প্রয়োজন বুঝে তবেই বলা আবশ্যক। সন্তানের কৃতকর্মের জন্য গৌরবান্বিত হবেন। জীবনের দর্শন ও আদর্শ বোধে পরিবর্তন আসতে পারে। খাদ্যাভ্যাসে বদল আনা দরকার। বিদ্বজনের সহায়তায় কার্য সম্পাদিত হতে পারে। কাজের প্রচুর চাপ থাকা  সকল কার্য সময় মতো শেষ করা কঠিন।

কর্ম : কর্মক্ষেত্রে বাধা এলেও ধীরে ধীরে উন্নতির যোগ রয়েছে। ব্যবসার প্রসার ঘটবে। অর্থ বিনিয়োগ করলে ব্যবসা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রম হলেও ব্যবসা ক্ষেত্রে উন্নতি লাভের আশা করা যায়। কর্ম প্রার্থীদের একান্ত প্রচেষ্টায় কর্মলাভ সম্ভব।

অর্থ : আর্থিক ক্ষেত্র শুভ বলা যায়। অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। বন্ধু-বান্ধব বা পরিবার কিংবা সন্তানের জন্য ব্যয় হবে। শখ-শৌখিনতার জন্য ব্যয় হতে পারে। ভ্রমণের জন্যও ব্যয় হতে পারে।

শিক্ষা : শিক্ষায় সফলতা আসবে। তবে অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন। বিজ্ঞান বিষয়ক ক্ষেত্র, আর্টস, ফাইন আর্টসের বিদ্যার্থীরা শুভ ফলের আশা রাখতে পারেন। বিদেশ যাওয়া অর্থাৎ জন্মস্থান থেকে দূরে যেতে হতে পারে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সময়টা তেমন ভালো নয়। মনোযোগের অভাব পড়াশোনায় ক্ষতি করতে পারে।

পারিবারিক : বাসস্থান পরিবর্তন, স্থান পরিবর্তন হতে পারে। গুরুজনদের শরীর নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। খরচ বাড়বে চিকিৎসা ক্ষেত্রে। সন্তানের শরীর নিয়ে উদ্বেগ থাকবে। ভ্রমণ হবে। বিদেশে ভ্রমণ হতে পারে। নতুন বাড়ি, গাড়ির যোগ বর্তমান।

স্বাস্থ্য : নিয়মিত ব্যায়াম করতে পারলে ভালো। শারীরিক সমস্যা লেগেই থাকবে। ঠান্ডা লাগা, অ্যালার্জি, বাতের সমস্যা তথা পেটের গন্ডগোলে বিশেষভাবে ভুগবেন। পিতা ও মাতার শরীর ভালো যাবে না।

প্রতিকার : শিব পূজা, দুর্গানাম জপ, ভৈরব মন্ত্র ও গণেশজীর মন্ত্র উচ্চারণ মনে শান্তি আনবে। বাধা বিঘ্ন দূর হবে। মেরুন, ঘি, সোনালী, হালকা কমলা বর্ণ শুভ। ১,২,৩,৯ শুভ সংখ্যা।

ধনু রাশি

ভাগ্য : ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য বছরটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। গুরুজনের প্রভাবে বৈষয়িক উন্নতি হবে। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। পুরাতন মিত্রের সহযোগিতা পাবেন। নানা প্রকার বাধা সত্বেও মৌলিক প্রগতি অব্যাহত থাকবে। সুদূরপ্রসারী পরিকল্পনা কার্যকর হতে পারে। সময় সময় বিরুদ্ধ পরিস্থিতির উদ্ভব হবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা জড়িত তাদের নানা পরিবর্তন আসতে চলেছে। মানসিক উদ্বেগ থাকবে। আধ্যাত্মিকতায় মনোযোগ বাড়বে।

কর্ম : কর্ম প্রাপ্তির জন্য অতিরিক্ত প্রয়াস করতে হবে। ক্ষুদ্র শিল্পে আয় যোগ রয়েছে। চাকরি ছেড়ে অনেকই নতুন কোনো ব্যবসার উদ্যোগ নিতে পারেন। চাকরিজীবীদের কর্মস্থলে কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। তবে ধীরে ধীরে সমস্যার সমাধান হবে। বাড়ি ও গাড়ির ব্যবসায় উন্নতি দেখা যায়। অধিক পরিশ্রম প্রয়োজন।

অর্থ : আর্থিক ক্ষেত্র তেমন শুভ বলা যায় না। অর্থ ধীর গতিতে, থেমে থেমে আসবে। ঋণ দেওয়া এবং গ্রহণ করা, দুটোই উচিত হবে না। পাওনা টাকা আটকে যাবে। তবে সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ। ব্যয় প্রচুর হলেও সঞ্চয় হবে।

শিক্ষা : বিদ্যা লাভের ক্ষেত্র মোটের উপর শুভ। আইনি বিদ্যা, কারিগরি শিক্ষা, শিল্পকলা, কম্পিউটার, ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্র শুভ। প্রবাস যাত্রা হতে পারে। প্রাথমিক স্তরের বিদ্যার্থীদের পরিশ্রমের প্রয়োজন।

পারিবারিক : সাংসারিক কিছু সমস্যা থাকবে। ঝুট ঝামেলা দেখা দেবে। বাড়ি, ঘর বা সম্পত্তিকে কেন্দ্র করে মনোমালিন্য হতে পারে। নতুন বাড়ি, গাড়ি তথা স্থান পরিবর্তনের যোগ রয়েছে। বাড়ি সংস্কার হতে পারে। মাতা ও পিতার শরীর নিয়ে সচেতন থাকা দরকার।

স্বাস্থ্য : অনিয়মের ফলে স্বাস্থ্যহানি ঘটতে পারে। মানসিক দুশ্চিন্তা বাড়বে। পুরনো রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। লিভার, হাড়, হাঁটু, চোখ, কিডনি, লাঙসের সমস্যা বাড়তে পারে।

প্রতিকার : শান্তির জন্য প্রত্যহ পূজা পাঠ, মন্ত্র উচ্চারণ, দক্ষিণাকালী বা মা তারার পূজা করুন। শিব পূজা প্রতিদিন করতে পারলে শুভ। হলুদ, ঘি, সোনালী বর্ণ শুভ। ১,২,৩ শুভ।

মকর রাশি

ভাগ্য : মকর রাশির জাতক জাতিকাদের মোটের ওপর ভালোই যাবে বছরটি। তবে পরিশ্রম ও চেষ্টার প্রয়োজন বেশি হবে। আপনাদের রাশির অধিপতি হল শনি। বিচক্ষণতা, মহৎ ভাবাবেগ ও ভক্তিভাবের বিকাশ ঘটবে। দ্বিচারিতা দূর করতে পারলে উন্নতি হবে। কর্মের বিকাশ লাভ। বিদেশ ভ্রমণ সম্ভব। নতুন কোনো শিক্ষা বা কর্মের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। সুনাম বৃদ্ধি পাবে।

কর্ম : নতুন কিছু শিখে নিজের পেশায় তা কাজে লাগাতে পারলে আয় ও উন্নতি হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ। ব্যবসায় সুযোগ-সুবিধা আসবে। নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। বেকারদের জন্য শুভপ্রদ।

অর্থ : আর্থিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। যত বেশি জাঁকজমক থাকবে তত বেশি সুনাম হবে। সম্পত্তির মালিকানা নিয়ে ভ্রাতার সঙ্গে মতানৈক্য ঘটবে। পুরাতন সম্পত্তি মেরামতির কারণে ব্যায়াধিক্য যোগ রয়েছে। ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি পাবে। লটারি প্রাপ্তি বা হঠাৎ কোনো সূত্রে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা। 

শিক্ষা : বিজ্ঞান ও টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা লাভ। শিক্ষা অর্জন হেতু বিদেশ যাত্রা বা জন্মস্থান থেকে দূরযাত্রা হতে পারে। আকাশ বিদ্যা, ডাক্তারি, শিল্পকলা বিষয়ক ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।

পারিবারিক : পরিবারের মানুষদের শারীরিক কারণে দুশ্চিন্তা এবং ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা। শশুরালয়ের সঙ্গে মনোমালিন্য বা শশুরবাড়ি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।

স্বাস্থ্য : পা, হাঁটু, চোখ, গলা, কান, মাথা ও দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন। বাতজ বেদনা, ঠান্ডা লাগা, অ্যালার্জি জনিত সমস্যায় ভুগতে পারেন। পুরনো রোগ হঠাৎ বিব্রত করতে পারে।

প্রতিকার : অশুভত্ব বিনাশ হেতু প্রত্যহ দক্ষিণাকালীর পূজা, শিব মন্ত্র জপ, আদ্যাস্তোত্রম পাঠ ইত্যাদি করতে পারেন। আকাশী, সবুজ, সাদা বর্ণ শুভ। ৫,৬ সংখ্যা শুভ।

কুম্ভ রাশি

ভাগ্য : কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে। আপনাদের রাশির অধিপতি হল শনি। সাংসারিক ক্ষেত্রে নতুন পরিকল্পনা সাফল্য পাবে। আত্মীয়দের গোপন চক্রান্ত ব্যর্থ হবে। অসাবধানতা হেতু অর্থ প্রাপ্তির সুযোগ হারাতে পারেন। অপ্রিয় সত্যবাদিতার জন্য পারিবারিক অশান্তির সম্ভাবনা প্রবল। সাংসারিক নানান দায়িত্ব, কর্তব্য পালনে ব্যস্ত থাকবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা। এমনকী বিদেশ যাত্রা হতে পারে।

কর্ম : নতুন চাকরি লাভের যোগ আছে। কর্মক্ষেত্রের পরিবর্তন, সুনাম ও পদোন্নতি অর্জন করতে পারেন। ব্যবসায়ীদের পক্ষে বছরটা পূর্বাপেক্ষা শুভপ্রদ। নতুন কাজের ও ব্যবসার সুযোগ আসবে। ফলে তা আরও উন্নতি বৃদ্ধি করতে সহায়তা করবে।

অর্থ : আর্থিক ক্ষেত্র শুভ। অর্থ প্রাপ্তির যোগ। সম্পত্তি থেকে লাভ। পারিবারিক সূত্রে অর্থপ্রাপ্তি হতে পারে। নিজের দোষে গচ্ছিত অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা। কোনো বন্ধুর দ্বারা উন্নতি বা অর্থ প্রাপ্তি হতে পারে। পারিবারিক ও বৈষয়িক কারণে অর্থ ব্যয় হবে।

শিক্ষা : গুরুস্থানীয় কারোর আকস্মিক শরীর খারাপ হেতু বিদ্যাক্ষেত্রে বাধা আসতে পারে। কম্পিউটার, কমার্স, শিল্পকলা ও ডাক্তারি ক্ষেত্রে শুভ ফলের আশা রাখতে পারেন। শিক্ষাগত কারণে বাইরে যেতে হতে পারে। হিতৈষী ব্যক্তির সাহায্য লাভ ঘটবে।

পারিবারিক : পারিবারিক নানা সমস্যা থাকলেও ধীরে ধীরে তার সমাধান হবে। পরিশ্রম বেশি করতে হতে পারে পারিবারিক কারণে। গুরুজনদের স্বাস্থ্যহানি হতে পারে। সন্তানের কৃতিত্বে গৌরব বোধ করবেন। বিবাহযোগ্যদের বিবাহ হওয়ার সম্ভাবনা।

স্বাস্থ্য : শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভুগতে হবে। চোখ, কান, নাক, অ্যালার্জি, মাথা, শ্বাসকষ্ট, প্রস্রাব ও পেটের সমস্যায় কষ্ট ভোগের সম্ভাবনা। সাবধানতার বিশেষ প্রয়োজন।

প্রতিকার : মঙ্গলার্থে নিত্য দুর্গা নাম ও শিব মন্ত্র জপ করতে পারেন। বিষ্ণুনাম রোজ জপ করতে পারেন। হালকা সামুদ্রিক সবুজ, সাদা, হলুদ রং বিশেষ শুভ। ৩,৫,৬ সংখ্যা বিশেষ শুভদায়ক।

মীন রাশি

ভাগ্য : মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর খুব একটা আশাপ্রদ হবে না বিভিন্ন ক্ষেত্রেই। আপনাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি। মানসিক ও শারীরিক পীড়া লেগেই থাকবে। বিভিন্ন কারণে মানসিক দুশ্চিন্তা ও উদ্বেগ বৃদ্ধি পাবে। আত্মীয় পরিজনদের বিরোধিতার মোকাবিলা করতে হবে। যানবাহন, ভুমি-সম্পত্তির ক্ষতির সম্ভাবনা। মামলা মোকদ্দমা চলতে পারে। পুরনো মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা। গৃহে কাল্পনিক ভয় আসতে পারে। জনকল্যাণমূলক কাজে লিপ্ত হতে পারেন। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা।

কর্ম : কর্মচ্যুতি হতে পারে। তবে চিন্তার কিছু নেই, বিশেষ প্রচেষ্টায় নতুন কর্মলাভ ঘটবে। ব্যবসায় পুঁজির বিনিয়োগ বুঝে করবেন। সুদূরপ্রসারী প্রকল্পের চিন্তা করাই শ্রেয়, তবে তাৎক্ষণিক লাভ হওয়া মুশকিল। বিদেশে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বা কর্মসূত্রে পরিবার ছেড়ে দূরে যেতে হতে পারে।

অর্থ : অর্থ আমদানি হলেও ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে বৈষয়িক ও শারীরিক কারণে খরচ বাড়বে। ধার দিলে পাওয়ার আশা কম। গৃহ সংস্কার বা নতুন গৃহের যোগ রয়েছে। গাড়িও ক্রয় করতে পারেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে দুশ্চিন্তা থাকবে।

শিক্ষা : দূরবর্তী স্থানে বা বিদেশে যারা শিক্ষা অর্জনের জন্য যেতে চাইছেন তাদের জন্য ভালো বছর। তবে নানা বাধা-বিপত্তি আসবে। ছাত্র-ছাত্রীদের নানা বাধা অতিক্রম করে পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায় দ্বারা লেখাপড়া চালিয়ে যেতে হবে। তবেই সফলতা ও সম্মান প্রাপ্তি সম্ভব হবে।

পারিবারিক : পরিবারে নানা কারণে ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকবে। শান্তির অভাব, মানসিক উদ্বেগ বাড়বে। তীর্থ ভ্রমণে মন শান্ত হবে। আধ্যাত্মিকতায় মনোযোগ ও ধর্ম-কর্মে বিশেষভাবে আগ্রহ বাড়বে। পরিবারে কারোর শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। দীক্ষা লাভ হতে পারে।

 
 
 

Comments


Logo2.png

Address: 2A Mandeville Gardens. Kolkata 700019

Email :  vagyofal@gmail.com

Follow us on

  • Facebook

© Copyright 2025, All rights reserved by Suswastha Publication. Developed by Simpact Digital (Unit of Debi Pranam)

bottom of page