রাশি এবং লগ্ন অনুযায়ী কেমন কাটবে মে মাস?
- ভাগ্যফল
- May 1
- 18 min read
মে মাসের রাশিফল
শ্রীকৌস্তুভ দাস
(জ্যোতিষী প্রজ্ঞাবারিধী, জ্যোতিষী কৃতথ্ববিদ্ জ্যোতিষী ভারতী, সামদ্রিক প্রজ্ঞাবারিধী)

মেষ
স্বাস্থ্য : মেষ রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে তেমন বড় কোনো সমস্যা এ মাসে হবে না। তবে চিকিৎসা বিভ্রাট হবার সম্ভাবনা আছে। অর্থাৎ ছোট ছোট শারীরিক সমস্যা ঠিক কী কারণে হচ্ছে তা ধরতে পারবেন না। পা, নিম্নপেট---এই দুটি অঙ্গে সমস্যা দেখা দেবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান বেশ ভালোই বলা যায়। রাশিপতি মঙ্গল চতুর্থ স্থানে অবস্থান করে থাকায় লেখাপড়ায় যথেষ্ট পরিশ্রম করতে হবে। সফলতাও আসবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে মাসের প্রথম দুটি সপ্তাহ শুভ। পঞ্চম রাশিপতি রবি উচ্চস্থ থাকায় উচ্চবিদ্যায় সাফল্য এলেও মাসের মাঝামাঝি সময় থেকে উচ্চবিদ্যায় সমস্যা দেখা দেবে। তবে এই সময় পড়াশুনোয় নতুন নতুন যোগাযোগ আসবে।
উপার্জন : জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য ভালো মন্দ মিশিয়ে চলবে। মাসের শুরুতে উপার্জন ভালোই হবে। তবে সারা মাস ধরে খরচের চাপ থাকবে। এ মাসে পরিশ্রম অনুযায়ী উপার্জন কম হবে। মাসের মাঝামাঝি সময় থেকে দিন সাতেক এমন অবস্থা চলার পর পুনরায় উপার্জন বাড়বে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের পরিশ্রম অনুযায়ী সফলতা আসবে না।
দাম্পত্য : মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন শুভ নয়। নিজের একগুঁয়েমি মানসিকতার জন্য দাম্পত্য জীবনে ঘোরতর সমস্যা নিয়ে আসবে।
শুভ তারিখ : অশ্বিনী-2, 6, 8, 12। ভরণী-1, 9, 16, 24। কৃত্তিকা-3, 7, 16, 15।
বৃষ
স্বাস্থ্য : শরীর নিয়ে মাসের প্রথম দিকে তেমন বড় কোনো সমস্যা হবে না। রাশিপতি ও একাদশ রাশিপতির ক্ষেত্র বিনিময় যোগের কারণে এ মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চার করবে। ফলে মাসের শেষ দিকে শারীরিক ক্ষেত্রে সাময়িকভাবে সমস্যা সৃষ্টি হবে। পায়ের পাতা ও নিম্নপেট নিয়ে কষ্ট ভোগ করতে হবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ নয়। চতুর্থ রাশিপতি রবি উচ্চস্থ হলেও রাশির দ্বাদশ স্থানে অবস্থান করায় নিম্নবিদ্যায় সমস্যা সৃষ্টি করবে। বার বার মনের পরিবর্তন ঘটাবে। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সময়টা প্রায় একই রকম। পঞ্চম রাশিপতি বুধ নীচস্থ এবং এ মাসেই মেষ রাশিতে গমন করবে। ফলে উচ্চবিদ্যায় আশানুরূপ ফল হবে না।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ নয়। মাসের শুরুটা ভালো হলেও মাসের প্রথম সপ্তাহের পর থেকে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হতে শুরু করবে। দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি থাকায় ব্যয় বৃদ্ধির চাপ এমন অবস্থায় পৗঁছাবে যে ঋণ পর্যন্ত করতে হতে পারে। ব্যবসায়ীদের সময়টা মধ্যম প্রকার। সপ্তম ও দ্বাদশ রাশিপতি মঙ্গল নীচস্থ থাকায় ব্যবসায় ভালো কিছু করতে পারবেন না। যদিও এ মাসে ব্যবসায় ভালো যোগাযোগ আসবে কিন্তু নিজের বুদ্ধির দোষে বা ধৈর্যের অভাবে সুযোগ হাতছাড়া হবে, চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে সুনাম অর্জন ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন মধ্যম প্রকার। সপ্তম স্থানে রাহুর দৃষ্টি, সপ্তম রাশিপতি নীচস্থ থাকায় দাম্পত্য জীবন সুখকর হবে না। ছোট ছোট সমস্যা বড় আকার ধারণ করতে পারে।
শুভ তারিখ : কৃত্তিকা- 9. 25, 26, 29।রোহিনী-4, 12, 14, 17। মৃগশিরা-8, 11, 22, 23।

মিথুন
স্বাস্থ্য : মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে এ মাসে বড় কোনো সমস্যা হবে না। যারা দীর্ঘদিন ধরে রোগভোগ করছিলেন তারা এ মাসের প্রথম সপ্তাহের পর থেকে আরোগ্য লাভ করতে থাকবেন। তবে এ মাসে মানসিক উদ্বেগের মধ্যে থাকতে হবে। সব সময় একটা চিন্তা মানসিক শান্তি বিঘ্নিত করবে। সন্দেহ প্রবণতা মনের মধ্যে থাকবে। সে কারণে পারিপার্শ্বিক মানুষ জনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে পড়াশুনো ভালোই হবে। পড়াশুনোর ক্ষেত্রে বন্ধু ও শিক্ষকদের থেকে সহযোগিতাও মিলবে। পড়াশুনোয় সফলতাও আসবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। পঞ্চম রাশিপতি শুক্র রাশির একাদশে সঞ্চার করবে এ মাসে। ফলে উচ্চবিদ্যায় নতুন যোগাযোগের সঙ্গে সঙ্গে সাফল্যও আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। রাহু শুক্র যোগ হয়ে রাহুর দৃষ্টি ধনস্থানে পড়ায় এ মাসে উপার্জন ভালোই হবে। হঠাৎ করে আয় হবার যোগ। কোনো মহিলার কারণে সৌভাগ্য বৃদ্ধির যোগ ঘটবে। ব্যবসায়ীদের সময়টা শুভ। এবং এই মাস ব্যবসায় বিনিয়োগ করার সঠিক সময়। এ মাসে ব্যবসায় নতুন নতুন যোগাযোগ আসবে। যারা বিদেশে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে মাসের প্রথম পনেরো দিন বিশেষ শুভ। চাকরিজীবীদের সময়টা মিশ্র ধরনের। কর্মক্ষেত্রে পরিবেশ নিয়ে নানান প্রতিকূলতার মধ্যে পড়তে হবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। পরবর্তী সময়টা শুভ।
শুভ তারিখ : মৃগশিরা-8, 12, 14.18।আর্দ্রা-5, 15, 20, 26। পুনর্বসু-3, 7, 17, 25।
কর্কট
স্বাস্থ্য : কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে বড় সমস্যা না হলেও ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। রাশিতে মঙ্গলের অবস্থান ও রাহুর নবম দৃষ্টি থাকায় আকস্মিক ভাবে দুর্ঘটনার বা রক্তপাতের সম্ভাবনা নির্দেশ করছে। জেদী স্বভাবের কারণে অনেকের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে।
বিদ্যা : জাতক জাতিকাদের নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। মানসিক চঞ্চলতা ও অতিরিক্ত বন্ধু নির্ভরতার কারণে পড়াশুনোয় আশানুরূপ সফলতা আসবে না। মাসের মাঝামাঝি সময় থেকে অবস্থার শুভ পরিবর্তন আসবে। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সময়টা শুভ। পঞ্চম রাশিপতির মঙ্গলের রাশিতে অবস্থান পড়াশুনোর জন্য যেমন পরিশ্রম করাবে তেমন সাফল্যও আনবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। এ মাসে আর্থিক স্বচ্ছলতা থাকবে। ধন রাশিপতি উচ্চস্থ হয়ে নবমস্থ গ্রহের নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করে আছে। শুক্র উচ্চস্থ থাকায় এ মাসের প্রথম দিকটা বেশ শুভ বলা যায়। এ মাসে সঞ্চয় করতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসা সূত্রে আয় যথেষ্ট বৃদ্ধি পাবে। এ মাসে বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পরিশ্রম একটু বেশি হবে। কর্মক্ষেত্রে সুনাম আসবে মাসের শেষ দিকে।
দাম্পত্য : দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। ভৌমদোষের কারণে দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হবে।
শুভ তারিখ : পুনর্বসু-6, 11, 14, 19।পুষ্যা-5, 7, 10, 22। অশ্লেষা-2, 14, 16, 26।

সিংহ
স্বাস্থ্য : সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। তবে রাশিপতি রবি উচ্চস্থ থাকায় বড় সমস্যা হতে দেবে না। এ মাসে সাবধানে থাকতে হবে। হঠাৎ দুর্ঘটনায় পড়বার সম্ভাবনা প্রবল। মুখমন্ডল, পেট, যৌনাঙ্গ, ঊরু---এই অঙ্গগুলোতে রোগ প্রবণতা বেশিমাত্রায় থাকবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। চতুর্থ রাশিপতি মঙ্গল দ্বাদশ স্থানে নীচস্থ থাকায় পড়াশুনোয় আশানুরূপ ফল করতে পারবে না। সবসময় মানসিক ঝামেলা ঝঞ্ঝাট ভোগ করতে হবে। বন্ধুর স্থানও শুভ নয়। ভুল বন্ধু নির্বাচনের কারণে পড়াশুনোয় সমস্যা আসবে। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সময়টা প্রায় একই রকম। লেখাপড়ায় সাফল্য লাভের জন্য যথেষ্ট মনোনিবেশ করতে হবে।
উপার্জন : উপার্জন ভাগ্য ভালো-মন্দ মিশিয়ে চলবে। ধন রাশিপতি ও একাদশ রাশিপতি বুধ রাশির অষ্টম স্থানে নীচস্থ ও পাপ গ্রহ যুক্ত থাকায় মাঝে মধ্যেই আর্থিক চাপের মধ্যে থাকতে হবে। সঞ্চয় তেমন একটা হবে না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ নয় । এ মাসে ব্যবসায় বিনিয়োগ করার ঝুঁকি নেবেন না। ব্যবসায় প্রতারিত হতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশ থাকলেও সফলতা পাবেন।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। স্বামী-স্ত্রীর মধ্যে মতের মিল হবে না। সে কারণে গৃহগত পরিবেশে শান্তি বিঘ্নিত হবে।
শুভ তারিখ : মঘা-12, 13, 23, 26। পূর্ব ফাল্গুনী-5, 16, 21, 24। উত্তর ফাল্গুনী-2, 10, 15, 19।
কন্যা
স্বাস্থ্য : কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না। তবে রাশিতে কেতুর অবস্থান হেতু কিছু না কিছু ছোটখাটো সমস্যা লেগেই থাকবে। মাথা, কোমর, বুক, ঊরু---এই অঙ্গগুলোতে সমস্যা দেখা দেবে। মাসের প্রথম দুটি সপ্তাহে খুব সাবধানে থাকতে হবে। হঠাৎ দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে। উপরিউক্ত অঙ্গে চোট আঘাত লাগতে পারে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ। বৃহস্পতি চতুর্থ রাশিপতির দৃষ্টি রাশিতে থাকায় নিম্নবিদ্যায় সাফল্য আসবে। পঞ্চম রাশিপতি শনিও রাশিপতি যুক্ত ও রাশিদর্শী হওয়ায় উচ্চবিদ্যার ক্ষেত্রেও সফলতার দিকটা গড়ে উঠেছে। এ মাসে উচ্চবিদ্যার জন্য যারা বিদেশ যাত্রা করতে চায় তাদের ক্ষেত্রে সুযোগ আসবে মাসের মাঝামাঝি সময়ের পর।
উপার্জন : উপার্জন ভাগ্য বেশ ভালোই বলা য়ায়। রাশিপতি ও ধন রাশিপতি বুধ ও শুক্র সপ্তম রাশিতে অবস্থান করে আছে। এতে মাসের প্রথম দিকে আয় ভালোই হবে। মাসের প্রথম দুটি সপ্তাহে ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা বিশেষ শুভ। বৈষয়িক ভোগের সঙ্গে সঞ্চয়ও হবে। ব্যবসা থেকে ভালো লাভ করতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ।
দাম্পত্য : দাম্পত্য জীবন বেশ ভালোই বলা যায়। স্বামী বা স্ত্রীর ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ।
শুভ তারিখ : উত্তর ফাল্গুনী-2, 10, 15, 18। হস্তা-7, 14, 18, 26। চিত্রা-9, 11, 23, 27।
তুলা
স্বাস্থ্য : তুলা রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে বেশ সমস্যায় থাকতে হবে এ মাসে। ষষ্ঠে রাহু ও শনির অবস্থান দীর্ঘস্থায়ী কোনো শারীরিক সমস্যা তৈরি করবে। রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকায় রক্তপাতের সম্ভাবনা প্রবল। মনের মধ্যে সর্বদা একটা ভয়ের ভাব থাকবে। পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। রাশিপতি শুক্র ও ধন রাশিপতি মঙ্গল দুটি গ্রহই শনির নক্ষত্রে থাকায় উপার্জন হলেও এক্ষেত্রে একটু হতাশা থাকবে। অর্থাৎ পরিশ্রম অনুযায়ী অর্থ হাতে আসবে না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি পাবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করলে আশাহত হবেন না। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটবে। মান মর্যাদা বৃদ্ধি পাবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। সংসার জীবনে নানান প্রতিকূলতার মধ্যে থাকতে হবে।
শুভ তারিখ : চিত্রা-12, 16, 20, 26। স্বাতী-8, 15, 23, 29। বিশাখা-2, 11, 14, 19।

বৃশ্চিক
স্বাস্থ্য : বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না এ মাসে। রাশিপতির নবমে অবস্থান শারীরিক উন্নতির দিক নির্দেশ করছে। তবে বুধ-মঙ্গল যোগ (যা রাহুর দ্বারা সৃষ্টি হয়েছে) হঠাৎ দুর্ঘটনায় পড়ার ইঙ্গিত দেয়। তাই চলাফেরায় সাবধানতা অবলম্বন প্রয়োজন।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান বেশ ভালোই বলা যায়। চতুর্থ রাশিপতি শনি পঞ্চম স্থানে অবস্থান করে আছে। শুভ গ্রহ শুক্র যুক্ত থাকায় পড়াশোনায় সাফল্য আসবে। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সময়টা শুভ। যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তারা সফলতা পাবেন।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। ধন রাশিপতি বৃহস্পতি রাশিদর্শী হওয়ায় উপার্জন ভালোই হবে। মাসের প্রথম দুটি সপ্তাহে যা উপার্জন হবে তা সঞ্চয় করার চেষ্টা করুন। কারণ এরপর থেকে উপার্জনের ধারাবাহিকতা কিছুটা হলেও কমতে থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালোই বলা যায়। ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি পাবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালোই। নতুন কাজের যোগাযোগ আসবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। সাংসারিক জীবনে শান্তি থাকবে। স্বামী-স্ত্রী, একে অপরের মতামতকে গুরুত্ব দিলে সাংসারিক শান্তি ও পাশাপাশি বৈষয়িক উন্নতি হবে।
শুভ তারিখ : বিশাখা-12, 16, 22, 26। অনুরাধা-2, 9, 15, 18। জ্যেষ্ঠা-10, 12, 21, 23।
ধনু
স্বাস্থ্য : ধনু রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না এ মাসে। যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগ করছিলেন তারা মাসের মাঝামাঝি থেকে অনেকটা সুস্থ বোধ করবেন। তবে বর্তমান গোচরে অষ্টম রাশিতে নীচস্থ মঙ্গলের অবস্থান রক্তপাত ঘটানোর ইঙ্গিত দিচ্ছে। অর্শ যাদের আছে তারা এই সময়ে কষ্ট পেতে পারেন। এছাড়াও দুর্ঘটনার সম্ভাবনাও তৈরি করে দিতে পারে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। মাসের প্রথম দিকটায় তেমন শুভ নয়। পড়াশোনার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। চতুর্থে রাহু ও শনির অবস্থান মোবাইল, টিভি প্রভৃতি ইলেকট্নিক্স জিনিসে আসক্তি বাড়িয়ে দেবে। যার ফলে আশানুরূপ ফল হবে না। তবে মাসের মাঝামাঝি সময় থেকে অবস্থার পরিবর্তন হবে। উচ্চবিদ্যার ক্ষেত্রেও প্রায় একই রকম। মাসের মাঝামাঝি সময়ে পড়াশুনোয় সাফল্য আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। মাসের প্রথম দিকে আয় ভালোই হবে। রাশিপতি বৃহস্পতির ওপর শনির দৃষ্টি আর্থিক শুভ যোগ তৈরি করে দিয়েছে। তবে যোগটি দীর্ঘস্থায়ী হবে না। মাসের মাঝামাঝি সময়ে আর্থিক অবস্থার পরিবর্তন আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। মাসের প্রথম দিকে ব্যবসা থেকে আয় ভালোই হবে। বিনিয়োগের প্রশ্নে মাসের শেষ দিকটা ভালো। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ।
দাম্পত্য : দাম্পত্য জীবন মধ্যম প্রকার। সাংসারিক সুখ শান্তি থাকবে। তবে গোচরে ভৌমদোষের কারণে দাম্পত্য শান্তি বিঘ্নিত হবে।
শুভ তারিখ : মূলা- 9, 12, 14, 16।পূর্বাষাঢ়া-2, 10, 18, 24। উত্তরাষাঢ়া-8, 15, 19, 23।
মকর
স্বাস্থ্য : মকর রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে তেমন বড় কোনো সমস্যা হবে না। তবে ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। বাহু, পেট, ঊরু ও পায়ের পাতায় রোগ প্রবণতা বেশিমাত্রায় থাকবে। রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকায় অল্পেই মাথা গরম করে লোকের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়বেন। এ মাসে কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা আছে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান বেশ ভালোই বলা যায়। চতুর্থ রাশিপতি মঙ্গল সপ্তমে অবস্থান করে রাশিদর্শি হওয়ায় পড়াশুনোর জন্য যথেষ্ট পরিশ্রম করবে এবং সেই রকম সফলতাও আসবে। পড়াশুনোর জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেয়ে যাবেন। উচ্চবিদ্যার ক্ষেত্রেও সময়টা প্রায় একই রকম।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। এ মাসে আয় যেমন হবে ব্যয়ও হবে ততোধিক। তবে বর্তমান গোচরে শনি-শুক্র-বুধ-রাহুর যে শুভ যোগ, সেই যোগ প্রচুর অর্থ এনে দেবে। এর সঙ্গে কিছু অর্থ অনৈতিক পথেও আসবে। জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসাসূত্রে আয় বৃদ্ধি পাবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, তবে যা বিনিয়োগ করবেন তা মাসের প্রথম দিকে করার চেষ্টা করুন। চাকরিজীবীদের কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা প্রবল।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। ভৌমদোষের কারণে দাম্পত্য শান্তি বিঘ্নিত হবে। সাংসারিক পরিবেশ নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে।
শুভ তারিখ : উত্তরাষাঢ়া-10, 12, 24, 26। শ্রবণা-9, 11, 13, 16। ধনিষ্ঠা-8, 12, 25, 29।

কুম্ভ
স্বাস্থ্য : কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে এ মাসটায় বেশ ভুগতে হবে। মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করে রাশিদর্শি থাকায় জাতক বা জাতিকার মাথা গরম করবে এবং সেই সময়ে হিতাহিত জ্ঞান থাকবে না। নিজের বাক্যকে সংযত না রাখলে পারিপার্শ্বিক মানুষজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এ মাসে ভ্রমণের যোগাযোগ আসবে। তবে সেই যোগাযোগ না নেওয়াই ভালো, ভ্রমণে গেলে বিপদে পড়ার সম্ভাবনা।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। পড়াশোনার জন্য ভালো যোগাযোগ পাবে ঠিকই কিন্তু পড়াশোনায় সাফল্য তেমনভাবে আসবে না। শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যাবে। উচ্চবিদ্যায় সাফল্যের পাশাপাশি শুভ যোগাযোগ আসবে। পড়াশোনাকে কেন্দ্র করে উচ্চবিদ্যার জন্য দেশের বাইরে যাবার যোগাযোগ আসতে পারে।
উপার্জন : উপার্জন স্থান মধ্যম প্রকার। রাশিপতি শনি দ্বিতীয়তে অবস্থান করে দ্বিতীয় রাশিপতি বৃহস্পতিকে দৃষ্টি দেওয়ায় এ মাসের শুরুতে উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে মাসের মাঝামাঝি সময়ে অবস্থার পরিবর্তন ঘটবে। উপার্জনের যে ধারাবাহিকতা মাসের শুরুতে ছিল তা আর থাকবে না মাসের মাঝামাঝি সময়ে। ধনস্থানে রাহুর অবস্থান প্রচুর ব্যয় করিয়ে দেবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি পাবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করে ধৈর্য রাখতে পারলে বিনিয়োগের টাকা ভবিষ্যতে দ্বিগুণ হারে ফিরে পাবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ।
দাম্পত্য : দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। সংসার জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে।
শুভ তারিখ : ধনিষ্ঠা-4, 12, 21, 29।শতভিষা-6, 10, 20, 27।পূর্ব ভাদ্রপদ-2, 8, 22, 29।
মীন
স্বাস্থ্য : মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক নানা সমস্যায় থাকতে হবে। একাধিক পাপগ্রহ রাশিতে অবস্থান করায় শরীরে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে। এ মাসি যা কিছু করতে যাবেন তাতেই বাধার সম্মুখীন হতে হবে। মনের মধ্যে সব সময় একটা অশান্তি কাজ করবে। খাদ্যাভ্যাস বিশৃঙ্খলার কারণে শরীর নিয়ে নানান সমস্যা দেখা দেবে।
বিদ্যা : জাতক জাতিকাদের নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। মাসের শুরুটায় পড়াশুনো ভালোই হবে। চতুর্থ রাশিপতি বুধের রাশিতে অবস্থান পড়াশুনোয় সফলতা এনে দেবে। তবে মাসের মাঝামাঝি সময় থেকে পড়াশুনোয় নানান পারিপার্শ্বিক সমস্যা দেখা দেবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। পঞ্চম স্থানে মঙ্গলের অবস্থান হেতু পড়াশুনোর জন্য যথেষ্ট পরিশ্রম করবে এবং সফলতা আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। রাহু, শুক্র, শনি এরা মঙ্গলের সঙ্গে নাক্ষত্রিক সম্বন্ধে আবদ্ধ হওয়ায় এ মাসে উপার্জন ভালোই হবে। মাসের প্রথম দিকে যত পরিশ্রম করবে ততই অর্থ আসবে। সঞ্চয় করারও সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি পাবে। তবে ব্যবসার পরিবেশ নিয়ে সর্বদা একটা উদ্বেগের মধ্যে থাকতে হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। 15 তারিখের পর কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। মাসের প্রথম দিকে দাম্পত্য শান্তি বিঘ্নিত হলেও পরবর্তী সময়ে দাম্পত্য সুখ ফিরে পাবে।
শুভ তারিখ : পূর্ব ভাদ্রপদ- 9, 18, 25, 27। উত্তর ভাদ্রপদ-1, 14, 19, 21। রেবতী-5, 15, 18, 30।

মে মাসের লগ্নফল
গায়ত্রী দেবী
(সহ-সম্পাদিকা,
ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজারস সোসাইটি)
মেষ লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীরা বিশেষ শ্রম ও ধৈর্য সহকারে বিদ্যাচর্চা চালিয়ে যেতে পারলে শিক্ষা ক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করতে পারবে।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা।
চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। নিজ বুদ্ধি ও কৌশল সহযোগে সমস্যা অতিক্রম করতে সক্ষম হবেন।
ব্যবসায়ীদের ব্যবসায় কিছু শুভফল প্রাপ্তির সম্ভাবনা। বকেয়া অর্থ প্রাপ্তি হতে পারে। পুঁজি বিনিয়োগের ফলে ব্যবসায় প্রসার লাভ সম্ভব। ব্যয় বাড়লেও আয় হবে ভালোই।
গৃহ বাহন লাভ হতে পারে। গৃহশান্তি বজায় রাখতে বাকসংযম
শরীর-স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকা প্রয়োজন। লিভার, হার্ট, পেট, কোমর ইত্যাদি অঙ্গে রোগভোগের সম্ভাবনা। চোট আঘাত লাগা থেকে সাবধান।
শিল্পী, কলাকুশলীদের শ্রম, ধৈর্য, অধ্যবসায় যোগে সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ। আয় ভালো হবে। আর্থিক সহায়তা বজায় থাকবে।
বৃষ লগ্ন : নিম্ন এবং উচ্চ শিক্ষার্থীদের শ্রম, অধ্যবসায় ও ধৈর্য বিদ্যাক্ষেত্রে বিশেষ সাফল্য এনে দেবে। বিশেষ করে নিম্ন লেভেলের শিক্ষার্থীদের সম্মান লাভের যোগ।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ ভালোই দেখা যায়। কর্মজীবীদের পুরানো কাজের যথাযথ মর্যাদা লাভ হবে যোগ্যতা অনুযায়ী। কর্মক্ষেত্রে পারিপার্শ্বিক বাদানুবাদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
ব্যবসায়ীদের ব্যবসার প্রসার হবে। ভ্রাম্যমান ব্যবসার ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা লাভ হতে পারে। বকেয়া টাকা ফেরত পাবেন।
প্রবল শ্রম ও প্রচেষ্টায় নিজ গৃহ ও বাহন লাভ সম্ভব করতে পারেন। গৃহশান্তি বজায় রাখতে বুদ্ধি ও কৌশলে পারিপার্শ্বিক ঝামেলা অবশ্যই এড়িয়ে চলতে হবে।
দৈব দুর্ঘটনায় অস্থিভঙ্গ হতে পারে। দাঁত ও হাড়ের সমস্যায় ভুগবেন। পুরানো কোনো রোগ বাড়তে পারে। চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।
শিল্পী ও কলাকুশলীদের নিজ শ্রম ও ধৈর্য কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। কর্মসূত্রে সুনাম অর্জন ও সম্মান বাড়বে। আর্থিক সুরাহা বজায় থাকবে।

মিথুন লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীদের নিজ শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে বিদ্যাক্ষেত্রে সম্মান ও সাফল্য প্রাপ্তির যোগ।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তি অতিরিক্ত প্রচেষ্টা সহযোগেই সম্ভব। কর্মজীবীদের কর্মক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। বদলি বা সংস্থাগত পরিবর্তন হতে পারে।
ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ অর্থাৎ মিশ্র ফলের যোগ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে সমস্যা হবে। ভ্রাম্যমান ব্যবসার ক্ষেত্রে সফলতা বা উন্নতি হতে পারে।
গৃহ ও বাহন লাভ সম্ভব তবে অতিরিক্ত প্রচেষ্টায়। গৃহশান্তি বজায় রাখার জন্য গৃহগত ঝামেলা এড়িয়ে চলাই শ্রেয়।
পুরনো রোগ বাড়তে পারে। নার্ভ, কিডনি, চোখ, কান, গলা এবং ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। দৈব দুর্ঘটনার যোগ রয়েছে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে নিজ নিজ কর্ম করে যেতে হবে। সম্মান ও অর্থপ্রাপ্তির যোগ বিদ্যমান। আর্থিক সহায়তা বজায় থাকবে।
কর্কট লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীরা শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা করলে সম্মান ও প্রতিষ্ঠা লাভে সক্ষম হবে। তবে একটু বেশি পরিশ্রম করতেই হবে।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে বদলি বা সংস্থাগত পরিবর্তন হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতা থাকলেও কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফল লাভ। পরিশ্রমের ওপর নির্ভর করবে আপনাদের আয়। কাজের চাপ বাড়বে, মাঝে মধ্যেই অযথা ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা।
নিজ প্রচেষ্টা ও পরিশ্রম সহযোগে গৃহ ও বাহন লাভের যোগ রয়েছে।
শরীর সম্পর্কে সচেতন থাকবেন। দাঁত ও হাঁড়জনিত সমস্যা। ফুসফুস, হার্ট বা শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা এবং পেট বা হজমের গোলমাল ভোগাতে পারে। অস্ত্রোপচার বা অযথা রক্তপাত হতে পারে। সুচিকিৎসকের পরামর্শে নিরাময় সম্ভব।
শিল্পী ও কলাকুশলীদের কাজের চাপ থাকবে। নিজ শ্রম, ধৈর্য দ্বারা সফলতা লাভ সম্ভব। কাজের যোগান থাকবে।
সিংহ লগ্ন : নিম্ন শিক্ষার্থীদের কঠোর শ্রমের পাশাপাশি অধ্যবসায়ের প্রয়োজন। উচ্চ শিক্ষার্থীরা নিজ শ্রম, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে শিক্ষাক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা লাভে নিশ্চয়ই সমর্থ হবে।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা আছে অতিরিক্ত প্রচেষ্টায়। কর্মজীবীদের কর্মক্ষেত্রে নানান প্রতিকূলতা থাকলেও নিজ বৃদ্ধি ও কৌশল সহযোগে সমস্যার সমাধান ঘটবে। বদলির সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত প্রচেষ্টা ও শ্রমের প্রয়োজন। বকেয়া প্রাপ্তিতে বাধা। হঠাৎ কোনো ফাটকায় রোজগার বা ক্ষতি, দুটোই হতে পারে। অতিরিক্ত ব্যয় হবে ।
নিজ প্রচেষ্টায় গৃহ ও বাহন লাভের যোগ আছে। পারিবারিক অশান্তি এড়িয়ে চলাই শ্রেয়। কটু বাক্য প্রয়োগ বা অযথা ঝামেলায় না গিয়ে বুদ্ধি ও কৌশল করে সমস্যার সমাধান করা উচিত।
শরীর-স্বাস্থ্য ভোগাবে। দৈব-দুর্ঘটনা, হঠাৎ রক্তপাত বা শরীরে অস্ত্রোপচার হতে পারে। এছাড়া কোমর, কিডনি কিংবা সুগার, ফুসফুস, হার্টের সমস্যা। নার্ভ জনিত সমস্যাতেও ভুগতে হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন। সুনাম হানি হতে পারে। আয় বুঝে ব্যয় করা আবশ্যক।

কন্যা লগ্ন : এই লগ্নের সকল বিদ্যার্থীদের ক্ষেত্রেই বলা যায় যে শ্রম, ধৈর্য, অধ্যবসায় সহযোগে বিদ্যাক্ষেত্রে সম্মান, যশ ও প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা।
চাকরিপ্রার্থীদের নিজের প্রচেষ্টায় কর্ম প্রাপ্তির যোগ। কর্মজীবীদের কর্মজীবনে নানা প্রতিকূলতা সত্ত্বেও নিজ চেষ্টায় এবং বুদ্ধি-কৌশল সহযোগে কর্মক্ষেত্রে পদোন্নতি, বদলি, সংস্থাগত পরিবর্তনের আশা করা যায়।
ব্যবসায়ীদের ব্যবসায় তেমন শুভ ফলের আধিক্য আশা করা যায় না। নানা ঝামেলা ঝঞ্ঝাট থাকবে। পারিবারিক ব্যবসা একটু ঝিমিয়ে থাকবে। এ মাসে ফাটকায় রোজগার হতে পারে।
নিজ গৃহ ও বাহন লাভের শুভ যোগাযোগ থাকলেও শ্রম, প্রচেষ্টার বিশেষ প্রয়োজন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হতে পারে।
শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। পুরানো কোনো রোগ ফিরে আসতে পারে। ভুল চিকিৎসার শিকার হতে পারেন। দৈব দুর্ঘটনা বা অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা। কোমর, নার্ভ, সুগার, কিডনি ইত্যাদি সমস্যায় ভুগতে পারেন।
শিল্পী, কলাকুশলীদের পুরানো কোনো সূত্রের দ্বারা নতুন যোগাযোগ আসতে পারে। কর্মসূত্রে সুনাম অর্জন হবে। বুঝে খরচ করা আবশ্যক। প্রয়োজনের সময় আর্থিক সহায়তা পাবেন।
তুলা লগ্ন : তুলা লগ্নের নিম্ন ও উচ্চ শিক্ষা, উভয় ক্ষেত্রেই বলা যায় যে, শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে বিদ্যাক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা লাভের প্রবল সম্ভাবনা।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা। কর্মজীবীদের কর্মক্ষেত্রে সংস্থাগত পরিবর্তন, পদোন্নতি, বদলি নির্দেশিত হয়। কর্মজীবনে কিছ প্রতিকূলতা এলেও সেগুলি নিজ বুদ্ধি সহযোগে অতিক্রম করতে পারবেন।
ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাভাব থাকলেও কাজের যোগান থাকবে। একটু সংযতভাবে থাকলে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে অসুবিধা হবে না।
নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা আছে।
পুরানো রোগ বৃদ্ধি হতে পারে হঠাৎ করে। হার্ট, কিডনি, সুগার এবং পায়ের নানা সমস্যায় ভুগতে পারেন। ফুসফুসের কিছু সমস্যা দেখা দিতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। কর্মসূত্রে স্থান পরিবর্তন হতে পারে। বেহিসেবি খরচ না করাই ভালো, আর্থিক সুরাহা তাতে থাকবে।
বৃশ্চিক লগ্ন : এই লগ্নের সকল বিদ্যার্থীদের কঠোর শ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন। উচ্চ শিক্ষার্থীদের পরিশ্রম না করলে যশ ও সম্মান প্রাপ্তির আশা কম।
কর্মপ্রার্থীদের বিলম্ব হলেও কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতা সুকৌশলে এড়িয়ে যেতে পারলে তা মঙ্গলদায়ক হবে। কর্মসূত্রে বদলি হতে পারে।
ব্যবসায়ীদের ব্যবসায় কাজের যোগান ও আর্থিক লাভ তেমন দেখা যায় না। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে সমস্যা হতে পারে।
নিজ গৃহ ও বাহন লাভ কঠোর শ্রমের দ্বারাই সম্ভব। গৃহ পরিবর্তন হতে পারে।
চোখ, দাঁত, নার্ভ, হাড়, পেটের নানা সমস্যায় ভুগতে পারেন। দৈব-দুর্ঘটনার যোগ লক্ষ করা যায়। অ্যালার্জি ও ঠান্ডা লাগার প্রবণতা বাড়বে। দীর্ঘ চিকিৎসায় উপশম লাভ।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম, অধ্যবসায় সহযোগে নানা প্রতিকূলতা এড়িয়ে লক্ষ্যে পৗঁছতে অসুবিধা হবে না। আর্থিক সুরাহা বজায় থাকবে।
ধনু লগ্ন : নিম্ন ও উচ্চ বিদ্যা, উভয় ক্ষেত্রেই নিজ শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা চালিয়ে গেলে নিজেদের সম্মান ও প্রতিষ্ঠা লাভ সম্ভব হবে।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা। কর্মজীবীদের কর্মক্ষেত্রে প্রতিকূলতা এড়িয়েই পদোন্নতি ঘটবে। কর্মসূত্রে বদলি বা সংস্থাগত পরিবর্তন হবার সম্ভাবনা।
ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ মিশ্রিত ফলের যোগ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে অসুবিধা হবে।
নিজ শ্রম ও প্রচেষ্টা সহযোগে গৃহ ও বাহন লাভ আশা করা যায়। গৃহ পরিবর্তন বা বাসস্থান পরিবর্তনের যোগ রয়েছে।
নিজের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে। হার্ট, দাঁত, লিভার, ফুসফুস সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে কাজ করে যেতে হবে। আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল লাভের আশা করা যায়।
মকর লগ্ন : এই লগ্নজাত নিম্ন ও উচ্চ শিক্ষার্থী, উভয় ক্ষেত্রেই নানা প্রতিবন্ধকতা আসতে পারে। তাই বিশেষ শ্রম, ধৈর্য এবং অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা চালিয়ে যেতে হবে।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির আশা করা যায়। কর্মজীবীদের বদলি, সংস্থাগত পরিবর্তন ও পদোন্নতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে প্রতিকূলতা এলেও সমস্যার সমাধান হবে।
ব্যবসায়ীদের ব্যবসায়ে মিশ্র ফল লাভ। ব্যয় সংকোচ করে চলতে পারলে বিশেষ সুবিধা পাবেন। কারণ অযথা ব্যয় হবার সম্ভাবনা।
নিজ শ্রম ও প্রচেষ্টা সহযোগে গৃহ ও বাহন লাভের সম্ভাবনা দেখা যায়। গৃহশান্তি বজায় রাখতে নিজ বুদ্ধি ও কৌশলে পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলুন।
শরীর-স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকাই শ্রেয়। চোখ এবং ই.এন.টি জনিত সমস্যার সৃষ্টি হলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। হাড়, নার্ভ, হার্ট, লিভার বা ফুসফুস সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের কাজের চাপ থাকবে। শ্রম, ধৈর্য ও নিষ্ঠা সহযোগে নিজ কর্মে লিপ্ত থাকতে হবে। আর্থিক ক্ষেত্রে মিশ্রিত ফলদায়ক হবে।
কুম্ভ লগ্ন : কুম্ভ লগ্নের নিম্ন বিদ্যার্থীদের অধিক শ্রম ও অধ্যবসায় সহযোগে পড়াশোনা করতে হবে। উচ্চ শিক্ষার্থীরা শ্রম, ধৈর্য, অধ্যবসায় সহকারে বিদ্যাচর্চা করতে পারলে সম্মান ও প্রতিষ্ঠা লাভ।
কর্মপ্রার্থীদের বিলম্বেই কর্মপ্রাপ্তির যোগ। কর্মজীবীরা কর্মক্ষেত্রে প্রতিকূলতা এড়িয়ে চলতে পারলে পদোন্নতি হবে।
ব্যবসায়ীদের ব্যবসায় তেমন লাভদায়ক ফলাফল নাও মিলতে পারে। আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে।
নিজ পরিশ্রমের দ্বারা গৃহ ও বাহন লাভের সম্ভাবনা রয়েছে। গৃহশান্তি বজায় রাখতে পারিপার্শ্বিক ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে হবে। বাকসংযম শ্রেয়।
শরীর-স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি লেগেই থাকবে। ঠান্ডা লাগা, ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রান্ত রোগ ভয়। পাকস্থলী, লিভার, হার্ট, হাড়ের সমস্যায় বিশেষ ভাবে ভুগবেন।
শিল্পী ও কলাকুশলীরা বিশেষ সম্মান, নাম-যশ অর্জন করবেন। বিলম্বে হলেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কাজের চাপ বৃদ্ধি পাবার সম্ভাবনা।
মীন লগ্ন : মীন লগ্নের নিম্ন বিদ্যার্থীদের পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন। উচ্চ বিদ্যার্থীরা ধৈর্য, শ্রম, অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা করতে পারলে সেটা সম্মান ও প্রতিষ্ঠা লাভে সহায়তা হবে।
কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল বলা যায়। কর্মজীবনে পরিবর্তন। সংস্থাগত পরিবর্তন ও পদোন্নতির যোগ দেখা যায়।
ব্যবসায়ীদের ব্যবসায় চড়াই উতরাই থাকবে। আর্থিক আনুকূল্য বজায় রাখতে প্রয়োজনের তুলনায় বেশি খাটতে হবে। প্রচুর ব্যয়ের সম্ভাবনা, বুঝে ব্যয় করা আবশ্যক।
গৃহ ও বাহন যোগ থাকলেও নিজের সক্রিয় প্রচেষ্টা থাকা প্রয়োজন। কৌশল পূর্বক ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলাই শ্রেয়।
শরীর-স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই চিন্তায় পড়তে হবে। হঠাৎ হঠাৎ শারীরিক সমস্যায় ভুগতে হবে। দৈব দুর্ঘটনার মতো ঘটনা ঘটতে পারে। অস্থিভঙ্গ বা অযথা রক্তপাত ও অপারেশনের মতো ঘটনা ঘটতে পারে। মাথা, চোখ, পা ও রক্তজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন।
শিল্পী, কলাকুশলীদের শ্রম, ধৈর্য, অধ্যবসায় সহযোগে কর্মক্ষেত্রে সম্মান ও যশ বৃদ্ধি। প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা, তবে আর্থিক আনুকূল্য বজায় থাকবে।
মে মাসের নক্ষত্রফল
বাকসিদ্ধা দেবপ্রিয়া
(মাতৃসাধিকা, বাক্সিদ্ধা)
অশ্বিনী : আর্থিক ভারসাম্য বজায় থাকবে। কিন্তু শারীরিক ক্লেশ ভোগের সাম্ভাবনা। যানবাহন যোগ পরিলক্ষিত হয়। বিবাহার্থী ও সন্তানসম্ভবাদের জন্য শুভ। নিকটজনের সাথে বিচ্ছেদ। লেখাপড়ায় বাধার মধ্যে দিয়ে অগ্রগতি।
ভরণী : ভাই-বোনের সাথে মতানৈক্য। আবিবাহিতের বিবাহ যোগ। প্রেমজ সম্পর্কে ফাটল। মানসিক টানাপোড়েন। কর্মক্ষেত্র শুভ। স্থান পরিবর্তন হতে পারে। সন্তান থেকে সুখবর।
কৃত্তিকা : সন্তানের পড়াশোনায় মনোযোগের অভাবে ফলাফল আশানুরূপ হবে না। পেশাদারি বা ব্যবসায়ীদের শুভ। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা। এমনকী বিদেশ যাত্রার যোগ আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। স্বামী বা স্ত্রীর অপারেশনের যোগ আছে। সাবধানে থাকবেন।
রোহিনী : পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে। সন্তানের শরীর নিয়ে মানসিক উদ্বেগ থাকবে। কোনো নিশ্চিত হওয়া কাজ হঠাৎ বাধা প্রাপ্ত হবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অসন্তোষ।
মৃগশিরা : শারীরিক সমস্যা থাকবে। পরীক্ষার্থীদের জন্য শুভ। পুরনো ঝগড়া-বিবাদ, মামলা-মোকদ্দমা মিটবে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষণীয়। ব্যবসায়ীদের নতুন কোনো লগ্নি হবে।
আর্দ্রা : স্বামী বা স্ত্রীর কারোর শারীরিক সমস্যা এমনকী অপারেশন হতে পারে।কর্মক্ষেত্রে অশান্তি। স্থান পরিবর্তন হতে পারে। ছোট ভাই বা বোনের দ্বারা উপকৃত হবেন। পাওনা টাকা পেতে সমস্যা হবে।
পুনর্বসু : বন্ধুর সঙ্গে অহেতুক সমস্যার সৃষ্টি হতে পারে। পিতা বা মাতার শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে। অনেকদিনের প্রাপ্য টাকা পাবেন। পেশামূলক ও ব্যবসায়িক কর্মে শুভ ফলদায়ক। শত্রুতা মাথাচাড়া দিলেও ক্ষতি করতে পারবে না।
পুষ্যা : পড়াশোনা ও পরীক্ষার ফল ভালো হবে। সম্পর্ক ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশানুরূপ শুভ ফল। বিদেশ যাত্রা যোগ, কর্মসূত্রে বা উচ্চশিক্ষার্থে। সাংসারিক গালোযোগ সম্পর্কে দূরত্ব অনতে পারে। সন্তান থেকে সুখবর পাবেন।
অশ্লেষা : কোনো মহিলা দ্বারা বিশেষ ভাবে উপকৃত হবেন। বিপদে বন্ধুরা পাশে থাকবে। বিবাহার্থীদের শুভ বিবাহযোগ। বৈবাহিক সূত্রে বা কর্মসূত্রে বিদেশ যাত্রা যোগ। কর্মসূত্রে বিশেষ সুনাম অর্জন করবেন।
মঘা : ভাই বোনের সাথে মতবিরোধ এবং সম্পর্কে দূরত্ব। সন্তানের পড়াশোনা ও পরীক্ষার ফল খুবই ভালো হবে। তবে সন্তানের শরীর-স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। নতুন বাহন যোগ। অনেকদিনের সমস্যার সমাধান।
পূর্ব ফাল্গুনী : আয়ের তুলনায় ব্যয়ের চাপ বেশি থাকবে। পিতা বা মাতার শারীরিক অবনতি মানসিক চাপ সৃষ্টি করবে। ইট, বালি, লোহার বা সিমেন্টের ব্যবসায় ভালো লাভের আশা। আমদানি রপ্তানি কাজে যারা যুক্ত তাদের জন্য শুভ। পত্নী ভাগ্যে কিছু ধন সম্পদ লাভের সম্ভাবনা।
উত্তর ফাল্গুনী : সোনা রুপোর ব্যবসায়ীদের আয় খুব ভালো হবে। সুগার বা রক্তজনিত কোনো রোগের প্রকোপ বৃদ্ধি। চাকরিক্ষেত্রে মোটামুটি সুনাম বজায় থাকব। চাকরিপ্রার্থীরা অনেক চেষ্টার পর চাকরি লাভ করবেন। রূঢ় ব্যবহার, রুক্ষ কথা ক্ষতিকারক।
হস্তা : ইট, পাথর, বালি, লোহা, বিভিন্ন রঙের ব্যবসায় এবং বাড়ি ঘর তৈরির কাজে যারা রয়েছেন তাদের জন্য খুব শুভ। নতুন সম্পত্তির মালিক হওয়ার সম্ভাবনা। পড়াশোনায় অনেক বাধা বিঘ্ন ঘটবে। কর্মসূত্রে বা বিবাহসূত্রে বিদেশ যাত্রা। বাবা মাকে নিয়ে দুশ্চিন্তা। সন্তান স্থান শুভ।
চিত্রা : কোনো মহিলা দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। বিবাহার্থীদের বিবাহ যোগ, কর্মপ্রার্থীদের কর্মযোগ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। স্থান পরিবর্তন হতে পারে। ভাই বোনের সাথে মতবিরোধ এবং সম্পর্কে দূরত্ব বৃদ্ধি পাবার সম্ভাবনা।
স্বাতী : সন্তান স্থান পীড়াদায়ক। তাদের স্বাস্থ্য বা আচরণ আপনার মানসিক শান্তির বিঘ্ন ঘটাবে। অনেক দিনের প্রচেষ্টা হঠাৎ করেই নিরাশ করতে পারে। আর্থিক অবস্থা মোটামুটি শুভ। ব্যবসায়ীদের নতুন করে লগ্নি ও লোন হবার সম্ভাবনা। গাড়ি বা বাড়ির শুভ যোগ।
বিশাখা : শারীরিক সমস্যা থাকবে। অস্ত্রোপচার হবার যথেষ্ট সম্ভাবনা। লেখাপড়ায় বিঘ্ন ঘটবে। সন্তান ক্ষেত্র শুভ। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার অভাব দেখা দেবে। পুরনো কোনো মামলা ভোগাবে। সাংসারিক শান্তির অভাব ঘটবে। মামলা-মোকদ্দমায় শুভ ফল আশা করা যায়।
অনুরাধা : আয়ের ক্ষেত্রে কিছু বিঘ্ন ঘটতে পারে। রাসায়নিক দ্রব্য ও তরল পদার্থের ব্যবসায় যারা যুক্ত আছেন তাদের বেশ শুভ। সন্তানের স্বাস্থ্য ও লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। স্ত্রী কিংবা মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। কর্মক্ষেত্র শুভাশুভ মিশ্রিত।
জ্যেষ্ঠা : প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ শুভ ফলাফল। অনেক দিনের প্রেম-প্রীতির সম্পর্ক হঠাৎ ভেঙে যেতে পারে। মূত্রাশয় ঘটিত রোগে শারীরিক কষ্টভোগ। ভাইবোনদের সাথে মতবিরোধ হলেও বিপদে তাদের পাশে পাবেন।
মূলা : কর্মক্ষেত্র বিশেষ শুভ। চাকরিক্ষেত্রে পদোন্নতি। ব্যবসা সূত্রে প্রচুর নতুন যোগাযোগ। নতুন বাড়ি বা গাড়ির ইচ্ছা পূরণ হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু মানসিক উদ্বেগ পরিলক্ষিত হয়। বন্ধু স্থান শুভ।
পূর্বাষাঢ়া : সোনা, রুপোর ও রত্নের ব্যবসায় যারা যুক্ত আছেন তাদের জন্য শুভ ফলদায়ক। চাকরিক্ষেত্রে পদোন্নতি। সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে। তাদের লেখাপড়া ও পরীক্ষা নিয়ে জাতককে উদ্বিগ্ন থাকতে হবে। উচ্চশিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ হবে। বাবা বা মায়ের শারীরিক অবনতি মানসিক উদ্বেগ বাড়াবে।
উত্তরাষাঢ়া : সন্তানের স্বাস্থ্য মানসিক উদ্বেগ দেবে। পরীক্ষার ফল আশানুরূপ হবে। মায়ের সাথে মতান্তর ঘটতে পারে। তবে বড় কিছু হবে না। অর্থপ্রাপ্তি যোগ ও ভূ-সম্পত্তি ক্রয় যোগ। ভাই-বোনের দ্বারা বিশেষ উপকৃত হবেন।
শ্রবণা : ভাই-বোনের সাথে সম্পর্কে চিড় ধরতে পারে। রূঢ় ব্যবহার অনেক অশান্তি ও ক্ষতির কারণ হবে। ঠিকাদারি কাজ, প্রসাধনী দ্রব্যের ব্যবসা, খেলার সরঞ্জাম ব্যবসায়ীদের বিশেষ লাভের সম্ভাবনা। সন্তানের থেকে সুখবর আশা করা যায়।
ধনিষ্ঠা : আঘাত প্রাপ্তির আশংকা প্রবল। রক্তপাত যোগ বিদ্যমান। এমনকি হাসপাতালে ভর্তিরও সম্ভাবনা রয়েছে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা। বিবাহার্থীদের শুভ বিবাহের যোগাযোগ হবে। নিজে কর্তব্যপরায়ণ হলে এবং একটু বেশি ধৈর্য ধরলে দাম্পত্য সুখ বিঘ্নিত হবে না। পেটের রোগ বা শ্লেষ্মাজনিত রোগ শারীরিক কষ্ট দেবে।
শতভিষা : সব কাজ অনেকটা এগিয়েও শেষ মূহুর্তে পন্ড হবার একটা সম্ভাবনা থেকেই যায়। কর্মক্ষেত্রে (চাকরি বা ব্যবসা) অশান্তি, কলহ, শত্রুতা থাকবে। সন্তানের পড়াশোনা ও চাকরি ক্ষেত্রে শুভ ফলাফল মানসিক শান্তি দেবে। শারীরিক শুভাশুভ মিশ্রিত ফল লাভ।
পূর্বভাদ্রপদ : আয় মোটামুটি হবে। নতুন সম্পত্তি ক্রয় যোগ। পুরনো জিনিস কিনলে ভালো করে সার্চ না করলে ঠকে যাবার সম্ভাবনা। শারীরিক ভোগান্তি। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। নিকট কারোর দ্বারা উপকৃত হবেন। ব্যবসায়ীদের জন্য শুভাশুভ মিশ্রিত ফল।
উত্তরভাদ্রপদ : প্রচুর বাধার মধ্যে দিয়ে উন্নতি দেখা যাবে। ধৈর্য ও সহনশীলতাই একমাত্র উপায়। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সম্ভাবনা। নিজগুণে সম্মান অর্জন করবেন। মা, বাবার শারীরিক অবস্থা দুশ্চিন্তার কারণ হতে পারে।
রেবতী : ভাই বোনের সাথে মতবিরোধ ও সম্পর্কে চিড় ধরতে পারে। তাই বাদানুবাদ এড়িয়ে চলাই ভালো। ছোটবেলার কোনো বন্ধু দ্বারা বিশেষ উপকৃত হবেন। তবে তুচ্ছ কারণে উত্তেজিত হবার প্রবণতা ত্যাগ করতেই হবে। নাহলে প্রভূত ক্ষতির সম্ভাবনা।
রাহুকাল(মে 2025)
(এই সময় কোনও শুভ কাজ শুরু করা উচিত নয়। এতে সেই কাজে বাধা বিঘ্ন এবং সমস্যা লেগেই থাকে।)
শ্রী বিজয় শাস্ত্রী
তারিখ সময়
01 দুপুর 01:11 - 02:48
02 সকাল 09:56 - 11:33
03 সকাল 08:18 - 09:56
04 বিকেল 04:26 - 06:04
05 সকাল 06:39 - 08:17
06 দুপুর 02:49 - 04:27
07 সকাল 11:33 - 01:11
08 দুপুর 01:11 - 02:49
09 সকাল 09:54 - 11:33
10 সকাল 08:16 - 09:54
11 বিকেল 04:28 - 06:07
12 সকাল 06:36 - 08:15
13 দুপুর 02:50 - 04:29
14 সকাল 11:32 - 01:11
15 দুপুর 01:12 - 02:51
16 সকাল 09:53 - 11:32
17 সকাল 08:14 - 09:53
18 বিকেল 04:31 - 06:10
19 সকাল 06:34 - 08:14
20 দুপুর 02:52 - 04:32
21 সকাল 11:33 - 01:12
22 দুপুর 01:13 - 02:52
23 সকাল 09:53 - 11:33
24 সকাল 08:13 - 09:53
25 বিকেল 04:33 - 06:13
26 সকাল 06:32 - 08:13
27 দুপুর 02:54 - 04:34
28 সকাল 11:33 - 01:14
29 দুপুর 01:14 - 02:54
30 সকাল 09:53 - 11:34
31 সকাল 08:12 - 09:53
