বৃহস্পতি জীবনে নিয়ে আসে অনেক শুভত্ব..
- ভাগ্যফল
- May 27
- 23 min read
বৃহস্পতি রাশিচক্রের সব থেকে গুরুত্বপূর্ণ একটি গ্রহ। গুরু বলা হয় বৃহস্পতিকে। সোলার সিস্টেমের সব থেকে বড় গ্রহ। আর জ্যোতিষে সব থেকে শুভ গ্রহ। বৃহস্পতি যদি কারো ছকে নীচস্থ থাকে বা মারক থাকে, সেখানেও কিন্তু অন্যান্য মারক গ্রহদের থেকে ভালো ফল দেবে। তৃতীয়, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশপতিত্বে দোষ থাকলেও বৃহস্পতি সবসময় চায় শুভ দৃষ্টি দিতে বা জাতকের ভালো করতে।

আগেকার দিনে মুনি ঋষিরা কারোর যদি বৃহস্পতি খারাপ থাকত তার প্রতিকার করতেন না। কারণ বৃহস্পতি গ্রহদের গুরু, তাই তার রত্ন বা মন্ত্র পড়া ছিল নিষিদ্ধ। দিনে দিনে, কালে কালে সব বদলেছে।
তাই গুরুকে নিজ আয়ত্ব রাখার পন্থাও বদলেছে। বৃহস্পতির জন্য যার রত্ন পরেছেন, শুধু রত্ন পরলেই কিন্তু হবে না। তাকে মাঝে মাঝে এনার্জাইজড করতে হয়। রোজ এক জামা পরলে জামাটি কি আর আগের মতো সুন্দর থাকে? ময়লা হয়, ঘামের গন্ধ হয়। তাকে কাচলে তবে তা ঠিক হয়। ঠিক সেকমই বছরের পর বছর একই স্টোন একই আঙুলে পরে আছেন। কখনো ভেবে দেখেছেন, তার কর্মশক্তিটা থেমে যায়নি তো? সেজন্যই অন্তত বছরে দু’ বার এনার্জাইজড করে নিতে হয়। তাহলে আবার স্টোনটা কাজ করতে শুরু করবে। বিভিন্ন স্টোনের এনার্জাইস করার পদ্ধতি একেকরকম।
হ্যাঁ, বৃহস্পতির স্টোন পরলেও আপনার জন্মবার যেদিন, সেদিন বিশেষ করে শিবের মাথায় জল দিতে হবে। তাহলে দেখবেন, বৃহস্পতির সার্পোট আপনি পাচ্ছেন। অনেককেই বলতে শুনেছি, স্টোন পরেছি, আর অন্যকিছু করব কেন? কিন্তু আমাদের শাস্ত্রে কর্মকেই সবার আগে প্রাধান্য দেওয়া হয়েছে। ভাগ্য আপনার সামনে খাবারের থালা এগিয়ে দেবে। কর্ম দ্বারা সেটা আপনাকেই মুখে তুলতে হবে। নইলে অভুক্ত থাকতে হবে যে। তাই স্টোন যতই পরুন, গ্রহ রিলেটেড দেবতার আরাধনা কিন্তু করে যেতেই হবে।

বৃহস্পতি এক মহান গ্রহ। পুরাণ মতে, বৃহস্পতির মা ছিলেন শ্রদ্ধা ও পিতা ছিলেন অঙ্গিরা ঋষি। বৃহস্পতি ব্রাহ্মণ গ্রহ। আমাদের জীবনের যত শুভত্ব, সব তার থেকে আসে। সত্য উপলব্ধি করার শক্তিও বৃহস্পতি দেয়। এছাড়াও আধ্যাত্মিকতা, প্রজ্ঞা, বিবেক, বাকশক্তি, বিদ্যা, প্রতিভা, শান্ত স্বভাব, ধীশক্তি—সবকিছুতেই সুখী মনোভাব দেখায়। বৃহস্পতি চালিত ব্যক্তি, জীবনে সুখী হন। হয়তো তার বন্ধু তেমন পায় না, কিন্তু সৎ ব্যক্তি হিসাবে তার সুনাম থাকে। মানুষ যেকোনো সদবুদ্ধি বা পরামর্শ নিতে অবশ্যই তার কাছে আসবে। কারণ তারা জানবে যে এই লোকটি একদম সাচ্চা লোক।
ধর্মকর্ম, দেবসেবা, তত্ত্বজ্ঞান, বেদজ্ঞান ইত্যাদি বৃহস্পতির কৃপায় হয়। মানুষ যেকোনো বিষয়ে জ্ঞানী হয়, তা কিন্তু বৃহস্পতির প্রভাবেই হয়। গাম্ভীর্য, সত্য, দর্শন, উচ্চশিক্ষা, গবেষণা, নীতি, আদর্শ, ক্ষমাভাব ইত্যাদি মানুষ পায় গুরু থেকেই। প্রকৃত মানুষ হতে গেলে বৃহস্পতির সাহায্য লাগবেই, কৃপা লাগবেই।
বৃহস্পতির রঙ হলুদ। শাস্ত্রে একে লক্ষ্মীর রঙ বলা হয়েছে। যার গুরু সহায়, তার অর্থাভাব কখনো হয় না। কোনো না কোনো দিক থেকে সে তার প্রয়োজন মিটিয়ে ফেলতে পারবে, সে নিয়ে কোনো সংশয় থাকে না।

বৃহস্পতিবারে জন্মালেও দুপুরের আগে বা সন্ধ্যায় বৃহস্পতির ভালো প্রভাব পড়ে (রাহুকালের সময়টা বাদ দিয়ে)। শাস্ত্রে বলে—
শাস্ত্রজ্ঞ সুবচাং শান্তঃ
প্রকামী বহুপোষকঃ
দৃঢ় বুদ্ধি কৃপালুশ্চ
গুরুবারে প্রসূয়তে॥
বৃহস্পতিবারে জাত ব্যক্তি শান্ত মূর্তি, শাস্ত্রজ্ঞ, সুবক্তা, অতিকামী, কৃপাবন ও বহুজন প্রতিপালক হয়ে থাকে। হ্যাঁ এটা সত্যি। বৃহস্পতিবার জন্মালে বৃহস্পতির প্রভাব সেই জাতক বা জাতিকার মধ্যে পড়ে।
স্কন্দপুরাণ থেকে জানা যায়, বৃহস্পতি আগে অন্যান্য ঋষিদের মতোই ছিলেন। তারপর তিনি শিবের তপস্যা শুরু করেন। প্রভাসে গিয়ে তিনি নিরন্তর শিবের ধ্যান করে যাচ্ছিলেন। একদিন মহাদেব তাঁর তপস্যা দেখে খুশি হন ও বৃহস্পতিকে দেবগুরু পদ প্রদান করেন। আবার অনেক পুরাণে বৃহস্পতিকে অগ্নির অপর রূপ বলেও ব্যাখ্যা করা আছে।

বৃহস্পতি জাতককে আত্মবিশ্বাস দেয়। জাতক উঁচুতে উঠতে পারে বৃহস্পতির সাহায্য থাকলে। যে জাতক বৃহস্পতি ডমিনেটিং, সে যে কাজই করুক সফল হবে। তবে বেশ কিছু সিলেকটিভ কাজ আছে যা বৃহস্পতির দ্বারা সহজে হয়। যেমন, অধ্যাপক, বিচারক, দার্শনিক, পুরোহিত ইত্যাদি হওয়া। এছাড়াও এখন দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক ব্যক্তিরই বৃহস্পতি ডমিনেটিং হরস্কোপ। প্রকাশক, লেখক ইত্যাদি পেশাতেও বৃহস্পতির সমর্থন পূর্ণমাত্রায় দরকার।
বৃহস্পতির নিজস্ব কিছু রোগব্যাধি আছে। যেমন, শ্লেষ্মাজনিত রোগ, শাসকষ্ট, অজীর্ণতা, উদরের রোগ ইত্যাদি। তবে বৃহস্পতি ভালো থাকলে রোগব্যাধির প্রকোপও কমে। বৃহস্পতি যদি কোনো জাতকের দ্বিতীয়ে বা পঞ্চমে খারাপ ভাবে থাকে তবে জাতক-জাতিকা খুব বেশি মাংস বা মিষ্টি খেতে পছন্দ করে এবং এই খাওয়া থেকেও রোগ হয়, কষ্ট পায়। বৃহস্পতি যদি ছকে পঞ্চমে থাকে তবে সন্তান ভাব রয়েছে। যদি ডিগ্রিতে কুমার বা যুবক হয়, তবে একটু মুশকিল। ‘কারকস্য ভাব নাশায়’—শাস্ত্রে বলছে, পঞ্চম ভাব হল সন্তান স্থান। বৃহস্পতি এই ভাবের কারক। পঞ্চমে বৃহস্পতি থাকলে অজীর্ণ রোগ হয়।

লগ্নে বা কেন্দ্রে দোষযুক্ত বৃহস্পতি থাকলে জাতক-জাতিকার মধ্যে একটা অহংকার ভাব থাকে। অন্যের সুখ-দুঃখের দিকটা দেখে না. নিজেরটা খালি দেখে। আর অন্যের ওপর প্রভুত্ব করার ইচ্ছা প্রবল হয়ে ওঠে। বৃহস্পতির রাশিতে যদি শনি থাকে, আর তাতে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে শনি মারক হলেও কোনো ক্ষতি করতে পারবে না। শনিও তখন বাধ্য হয়ে ওই ভাবের বৃদ্ধি করে। যদি বৃহস্পতি ভালো হয়, আর রাশিচক্রের কেন্দ্রে বা কোণে অবস্থান করে, তবে জাতক-জাতিকা খুব বিদ্বান হয়। এদের মধ্যে সবসময় কিছু শেখার মানসিকতা কাজ করে। জ্ঞানী হয় জাতক-জাতিকা। এরা সৎ হয়, ধার্মিক হয়, আর অন্যকে সবসময় সৎ বুদ্ধি দেয়। দৈবগুণসম্পন্ন মানুষ হয় এই ধরনের সংযোগ থাকলে।
জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতির দুটি ঘর—ধনু ও মীন। বৃহস্পতি শান্ত, গুরু গ্রহ। তার মিত্র সারণীতে আছে রবি, চন্দ্র, মঙ্গল। শত্রু হল বুধ, শুক্র এবং সমগ্রহ হল শনি। চন্দ্র আর গুরু যদি একসঙ্গে কোথাও থাকে, তবে গজকেশরী যোগ হয়। এতে জাতক-জাতিকা খুব মেধাবী হয়, সর্বগুণসম্পন্ন হয়। ধর্মে মন, রাজার প্রিয় মানুষ হয় এই যোগে। এই যোগ থাকলে মানুষ ভোগ ও ধর্ম দুইই করে থাকে। তবে এই গুণে জাতক সব ধরনের সুখ পায়। যেকোনো ভালো যোগ যদি হয় তবে বৃহস্পতির ছোঁয়া থাকবেই। যেমন মহেন্দ্র যোগ। এখানে গুরু থাকবে চতুর্থভাবে। লগ্নে চন্দ্র, দশমে শুক্র, আর শনি স্বরাশিতে। এমনই কিছু ভালো ভালো যোগ আছে, যেখানে গুরুর ভালো থাকাটা খুব দরকার।

বৃহস্পতির বারো ঘরের ফলাফল
বৃহস্পতি যদি লগ্নে থাকে মানুষ বিদ্বান হয়, উদার হয়। এছাড়া গায়ের রঙ সোনার মতো হয়, সুন্দর হয়। বৃহস্পতি লগ্নে খারাপ হলে জাতক দাম্ভিক হয়, অহংকারী হয়ে ওঠে। বৃহস্পতি দ্বিতীয়ে থাকলে জাতক ধনী হয়। ভালো বক্তা হয়। বিদ্বান, মানী, যশস্বী হয়। মিষ্টি খেতে জাতক ভালোবাসে। বৃহস্পতি পাপযুক্ত হলে জাতক বাচাল হয়। বৃহস্পতির অবস্থান ভালো হলে জাতক মিষ্টভাষী হয়। তৃতীয় অর্থাৎ পরাক্রমে বৃহস্পতি থাকলে জাতক-জাতিকা কৃপণ হয়। অর্থ থাকলেও দরিদ্রের মতো আচরণ করে। বন্ধুপ্রিয় হয় জাতক। চতুর্থ স্থানে বৃহস্পতি থাকলে জাতক-জাতিকার উচ্চবিদ্যার পাশাপাশি একটা সুন্দর মন থাকে। ভালো বাড়ি ও যানবাহনের অধিকারী হয়। এই ব্যক্তির বনেও বন্ধু ও আশ্রয় লাভ হতে পারে। তার নামডাক হয়। ভগবানে ভক্তি থাকে। তবে পারিজাত মতে, চতুর্থে বৃহস্পতি শুভ ঠিকই, কিন্তু জাতক-জাতিকা কপটচারী হয়। পঞ্চমে বৃহস্পতি থাকলে জাতক-জাতিকা প্রতিভাশালী হন। বুদ্ধিমান ও জ্ঞানী হয়। তবে শাস্ত্রে পঞ্চমস্থ বৃহস্পতিকে নিষ্ফল বলা হয়েছে। সে যাই হোক, বৃহস্পতি শুভ গ্রহ, তার শুভত্ব জাতক-জাতিকা পাবেই। কারক গ্রহ ভাবে থাকায় সন্তানসুখ থেকে জাতক-জাতিকা বঞ্চিত হয়। বৃহস্পতি ষষ্ঠ বা রিপুস্থানস্থ হলে (যদি শত্রু গৃহগত না হয়) জাতক-জাতিকাকে রোগ, বাধাবিপত্তি থেকে রক্ষা করে। বক্রী বা শত্রুগত হয়ে দুর্বল হলে শত্রু দ্বারা জাতক-জাতিকা পীড়িত হয়। ষষ্ঠস্থ বৃহস্পতি মানুষকে সঙ্গীতপ্রিয় ও কীর্তিমান করে। তবে জাতক-জাতিকার মধ্যে খুব অলসতা থাকে। অলসতার জন্য কাজ পন্ড হয়ে যায়। সপ্তমস্থ বৃহস্পতি সম্মান ও সুখ্যাতি দেয়। সুন্দর কথা বলতে পারে, সুখী হয়। পতি বা পত্নী মনোমতো হয়। ধনবান ও শাস্ত্রানুশীলনে রত থাকে। অষ্টমস্থ বৃহস্পতি অনেক সময় তীর্থমৃত্যু ঘটায়। যদি বৃহস্পতি নিজের ঘরে থাকে বা উচ্চ থাকে সেক্ষেত্রে জাতক-জাতিকা শাস্ত্রানুধ্যায়ী হয়। নীচ ক্ষেত্রে বৃহস্পতি হলে জাতক কুচুটে ও বিবেচনাহীন হয়ে ওঠে, অজীর্ণ রোগী হয়। পিতার সঙ্গে মনোমালিন্য হয়। তবে নিজ চেষ্টায় ভাগ্যোন্নতি হয়ে থাকে। নবমস্থ বা ভাগ্যভাবে বৃহস্পতি থাকলে ধর্মকর্মে মন থাকে, ভক্তি পরায়ণ, শাস্ত্রজ্ঞ ও গুণবান হয়। জাতককে রাজার তুল্য ধন প্রদান করে এই নবমস্থ বৃহস্পতি। অনেক সময় দেখা গেছে মানুষ বিরাট অট্টালিকা নির্মাণ করেছেন নবমে বৃহস্পতি থাকার জন্য। কর্মস্থান বা দশমে বৃহস্পতি থাকলে জাতক-জাতিকা কর্মের দ্বারা অর্থবান হয়। ধর্মে মন হয়, বুদ্ধি স্থির হয়। অনেক বন্ধুবান্ধব থাকে। নাম, যশও হয়ে থাকে। তবে দুষ্ট সন্তানের জন্য মানসিক অশান্তি দেখা দেয়। (বৃহস্পতি যদি শত্রুগৃহে বা শত্রুযুক্ত হয় সেক্ষেত্রে কোনো শুভ ফলই দিতে পারে না।)। একাদশ বা আয়স্থানে বৃহস্পতি থাকলে জাতক সৎ কর্ম দ্বারা অর্থবান হয়। মনে সর্বদা খুশী থাকে। সকলের প্রিয় হয়ে ওঠে। মন খুব ভালো হয়। অনেকে মনে করেন, একাদশে বৃহস্পতি কম সন্তানের কারক।
দ্বাদশ বা ব্যয়ভাবে বৃহস্পতি থাকলে জাতক-জাতিকা ঠিক জায়গায় ব্যয় করে তবে কৃপণ হয়। সত্যবাদী হয়ে ওঠে। ছোটবেলা খুব ভালো কাটে। দাম্ভিক হয়। একটু র্নিলজ্জ ও কুবুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। অনেকে মনে করেন, দ্বাদশে বৃহস্পতির থাকলে জাতক-জাতিকা প্রচুর অর্থ পায়, কিন্তু অর্থ রাখতে পারে না বাজে খরচের জন্য।
জুন মাসের রাশিফল
শ্রীকৌস্তুভ দাস
জ্যোতিষী প্রজ্ঞাবারিধী, জ্যোতিষী কৃতথ্ববিদ্ জ্যোতিষী ভারতী, সামদ্রিক প্রজ্ঞাবারিধী,
মেষ
স্বাস্থ্য : শরীর ভালোই যাবে। রাশিপতি মঙ্গলের কেন্দ্রে অবস্থান শরীর নিয়ে সমস্যা কমাবে এবং শারীরিক সুখ ভোগ হবে। তবে রোগ ভোগ কমলেও এ মাসে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। মুখমণ্ডল, পেট, কোমর, এই অঙ্গগুলিতে রোগ প্রবণতা বেশিমাত্রায় থাকবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ। রাশিপতি মঙ্গলের চতুর্থে অবস্থান হেতু পড়াশুনোর জন্য প্রচুর পরিশ্রম করবে, নিম্নবিদ্যায় ভালো ফল করলেও আত্মতুষ্টি হবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। পঞ্চম রাশিপতি রবি রাশির দ্বিতীয়ে অবস্থান, উচ্চবিদ্যায় নানান বাধা বা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হবে। তবে পরিশ্রম অনুযায়ী সাফল্য আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। ধন রাশিপতি শুক্র রাশিতে অবস্থান এই মাসে আর্থিক স্বচ্ছলতা নির্দেশ করছে। আকস্মিক ভাবে অর্থ প্রাপ্তির যোগ আছে। যারা শেয়ারে বিনিয়োগ করেন তারা লাভবান হতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসা সূত্রে আয় বৃদ্ধি পাবে। ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। কর্ম পরিবর্তনের যোগ আছে। বর্তমান গোচরে রাহু-বৃহস্পতি যোগ শুভ কাজের আগে সমস্যা তৈরি করবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন ভালো মন্দ মিশিয়ে চলবে। মাসের প্রথম দিকে দাম্পত্য জীবনে সমস্যা থাকবে চতুর্থে মঙ্গলের অবস্থানের কারণে। মাসের মাঝামাঝি সময় থেকে দাম্পত্য শান্তি ফিরে আসবে।
শুভ তারিখ : অশ্বিনী-8, 15, 19, 29। ভরণী-5, 12, 20, 29। কৃত্তিকা : 2, 10, 18, 25।

বৃষ
স্বাস্থ্য : শরীর নিয়ে বেশ সমস্যায় থাকতে হবে। রাশিপতি দ্বাদশ স্থানে অবস্থান করায় মাঝে মধ্যে শরীর নিয়ে সমস্যা হবে। নিম্নপেট ও পায়র নীচের অংশে রোগ প্রবণতা বেশিমাত্রায় থাকবে। বিদেশ যাত্রার যোগাযোগ এসেও আটকে থাকবে। গুরুজনস্থানীয় কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ। চতুর্থ রাশিপতি রবি রাশিতে অবস্থান করায় নিম্নবিদ্যায় সাফল্য এনে দেবে। তবে শনির দৃষ্টি রবিতে থাকায় জাতকের নিজের উদ্যোগের অভাবের কারণে সমস্যার সৃষ্টি হবে। তবে পড়াশুনোর কিছু সমস্যা দেখা দিলেও পরীক্ষার ফল ভালোই হবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা বেশ ভালোই বলা যায়। উচ্চবিদ্যায় সাফল্য আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। ধন রাশিপতি বুধ রাশিতে অবস্থান করায় উপার্জন ভালোই হবে। যথেষ্ট বুদ্ধি দিয়ে উপার্জন করতে হবে। এ মাসে সঞ্চয় করার যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসটা মধ্যম প্রকার। মাসের প্রথম দিকটা ভালোই যাবে। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। মাসের প্রথমদিকে ব্যবসায় বিনিয়োগ করলে মন্দ হবে না। তবে এমন সুখকর অবস্থা মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে। এরপর ব্যবসায় নানান সমস্যা সৃষ্টি হবে। তবে সমস্যার মধ্যে দিয়েও উন্নতি হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কাজের বিষয়ে একাধিক শুভ যোগাযোগ আসবে
দাম্পত্য : দাম্পত্য জীবন মাসের প্রথম দিকে শুভ হলেও মাসের মাঝামাঝি সময় থেকে ব্যক্তিগত জীবনে সমস্যা নিয়ে আসবে।
শুভ তারিখ : কৃত্তিকা-4, 12, 16, 19। রোহিনী-1, 3, 14, 21। মৃগশিরা-5, 17, 25, 30।
মিথুন
স্বাস্থ্য : শরীর নিয়ে মাসের প্রথমে একটু সমস্যা থাকবে। বড় শারীরিক সমস্যা না হলেও পুরনো কোনো শারীরিক সমস্যার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে। এ মাসে কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা আছে। তবে বর্তমান গোচরে রাশিতে বৃহস্পতির অবস্থান বড় বড় সমস্যা থেকে রক্ষা করবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। নিজের বুদ্ধি থাকলেও মনের দৃঢ়চেতা ভাব কম থাকায় পড়াশোনায় ঠিকভাবে মনোনিবেশ করতে পারবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। উচ্চবিদ্যায় একাধিক শুভ যোগাযোগ আসবে। পঞ্চম রাশিপতি শুক্র একাদশ স্থানে অবস্থান করে পঞ্চম ভাবদর্শি হওয়ায় বিদেশে পড়াশুনোর সুযোগ এনে দেবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। একাদশ রাশিপতি মঙ্গল দ্বিতীয় স্থানে অবস্থান করায় এ মাসে উপার্জন ভালোই হবে। তবে উপার্জন যেমন হবে তেমন ব্যয় বৃদ্ধির যোগও রয়েছে। তাই এ মাসে সঞ্চয় খুব একটা হবে না। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা শুভ। ব্যবসা সুত্রে আয় বৃদ্ধির যোগ। তবে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে ব্যবসাকে কেন্দ্র করে নানান প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হবে। সেই সময়ে বুদ্ধি করে সিদ্ধান্ত না নিলে সমস্যায় পড়বেন। চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন কাজের সন্ধান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। সাংসারিক শান্তি থাকবে।
তবে মাঝে মধ্যে পারিপার্শ্বিক প্রতিকূলতা এলেও স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই থাকবে।
শুভ তারিখ : মৃগশিরা-9, 18, 21, 25।আর্দ্রা-12, 16, 20, 30। পূর্নবসু-7, 15, 22, 28।

কর্কট
স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না। তবে রাশিতে মঙ্গলের অবস্থান হেতু মাসের প্রথম দিকে মাথা গরম করে ফেলবে। আকস্মিক দুর্ঘটনায় চোট আঘাত লাগার যোগ প্রবল। সর্তক না থাকলে হাত বা পা ভাঙার সম্ভাবনা। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে।
বিদ্যা : এই রাশির জাতক জাতিকাদের নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। পড়াশুনোর শুরুটা ভালোই হবে মাসের প্রথম দিকে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে না। মাসের মাঝামাঝি সময়ে পরিবেশ নিয়ে সমস্যায় পড়তে হবে। তখন পড়াশুনোয় সঠিক মনোনিবেশ করতে পারবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। পড়াশুনোর জন্য যথেষ্ট পরিশ্রম করবে এবং ফল হবে আশানুরূপ।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। আর্থিক স্বচ্ছলতা থাকবে সারা মাস ধরে। মাসের প্রথমদিকে ধন রাশিপতি রবি একাদশ স্থানে অবস্থান করে থাকায় উপার্জন যেমন হবে ব্যয়ও তেমন হবে। মাঝে মধ্যেই এমন পরিস্থিতি হবে যে আপনাকে ব্যয় করতে বাধ্য হতে হবে। মাসের মাঝামাঝি সময় থেকে ব্যয় আরো বাড়তে থাকবে। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালোই বলা যায়। ব্যবসা থেকে আয় ভালোই হবে। ব্যবসায় বিনিয়োগ করতে হলে মাসের মাঝামাঝি সময়ে করুন। চাকরিজীবীদের ক্ষেত্রে মাসের শুরুটা ভালো গেলেও মাসের মাঝামাঝি সময় কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। সংসার জীবনে নানান সমস্যা সৃষ্টি হবে।
শুভ তারিখ : পুনর্বসু-11, 14, 18, 22। পুষ্যা-5, 9, 13, 20। অশ্লেষা : 5, 95, 17, 30।
সিংহ
স্বাস্থ্য : শরীর নিয়ে ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। তবে মাসের মাঝামাঝি সময় থেকে আরোগ্য লাভের যোগ। এ মাসে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। মাসের মাঝামাঝি সময় থেকে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় যথেষ্ট সুনাম হবে। পারিবারিক শত্রুতা বেশিমাত্রায় থাকবে এ মাসে। তবে বিশেষ বড় ক্ষতি করতে পারবে না।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান খুব একটা ভালো নয়। চতুর্থ রাশিপতি মঙ্গল বর্তমান গোচরে নিজ রাশিতে থাকায় পড়াশোনায় পরিশ্রম করলেও মন বসাতে পারবে না। তাই মানসিক চঞ্চলতার কারণে নিম্নবিদ্যার ফল মনোমতো হবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। পঞ্চম রাশিপতি বৃহস্পতির দৃষ্টি পঞ্চম স্থানে থাকায় উচ্চবিদ্যায় ভালো যোগাযোগ যেমন আসবে সফলতাও পাবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। এ মাসে আর্থিক স্বচ্ছলতা থাকবে। মাসের প্রথম সপ্তাহটা কখনো খুবই ভালো, আবার কখনো সমস্যা আসবে। তবে শেষ পর্যন্ত আয় ভালোই হবে। বেশ কিছু সঞ্চয় করতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে একাধিক শুভ যোগাযোগ এলেও সেগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। নিজের কারণে ব্যবসায় সমস্যার মধ্যে পড়তে হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন এবং ভালো যোগাযোগ ঘটবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন বেশ ভালোই বলা যায়। স্বামী-স্ত্রীর মধ্যে সদ্ভাব থাকবে। তবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে।
শুভ তারিখ : মঘা-10, 14, 17, 23। পূর্বফাল্গুনী-5, 15, 25, 27। উত্তরফাল্গুনী-9, 16, 27, 29।

কন্যা
স্বাস্থ্য : কন্যা রাশির জাতক-জাতিকাদের শরীর নিয়ে বড় কোনো সমস্যা হবে না। তবে ষষ্ঠ রাশিপতি শনি রাশিদর্শি হওয়ায় ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। বিশেষ করে যাদের বাতের সমস্যা আছে তারা সাবধানে থাকবেন। এ মাসে লিভারের সমস্যা দেখা দিতে পারে, তাই খাওয়ার ব্যাপারে যত্ন নিন। বড় সমস্যা না থাকলেও সর্বদাই শরীর নিয়ে সচেতন থাকতে হবে। না হলে আগামী সময় বড় বিপদ অপেক্ষা করে আছে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে পড়াশোনা ভালোই শুরু হবে। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারবে না। নিম্নবিদ্যায় বাধার সম্মুখীন হতে হবে। ফলে নিম্নবিদ্যায় আশানুরূপ ফলাফল হবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। উচ্চবিদ্যায় সাফল্য লাভ হবে। পঞ্চম রাশিপতি শনি সপ্তম স্থানে অবস্থান করে রাশিদর্শি হওয়ার সাফল্য আসবে।
উপার্জন : উপার্জনের ক্ষেত্রে ভালো-মন্দ মিশিয়ে চলবে। ধন রাশিপতি শুক্র রাশির সপ্তমে অবস্থান করে কেতুর নক্ষত্রে অবস্থান করায় মাসের প্রথমেই আর্থিক বিপর্যয় যোগ তৈরি হয়েছে। তাই এ মাসটা সাবধানে থাকবেন। অতিরিক্ত আর্থিক লালসার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার সম্ভাবনা। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসটায় খুব বুঝে পদক্ষেপ করতে হবে। ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি আছে। চাকরিজীবীদের ক্ষেত্রে মাসের শুরুটা ভালো গেলেও মাসের মাঝামাঝি সময় থেকে কর্মস্থলে কিছু সমস্যা দেখা দেবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। সাংসারিক জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে।
শুভ তারিখ : উত্তরফাল্গুনী-2, 7, 12, 21। হস্তা-6, 14, 20, 26। চিত্রা-5, 11, 17, 25।
তুলা
স্বাস্থ্য : শরীর নিয়ে তেমন বড় কোনো সমস্যা হবে না। রাশিপতির দৃষ্টি রাশিতে থাকায় শরীর ভালোই থাকবে। যারা দীর্ঘদিন ধরে রোগভোগ করছিলেন তারা হঠাৎ সুস্থ হয়ে উঠবেন। তবে এ মাসে আকস্মিক চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। কিন্তু শুভ বৃহস্পতির দৃষ্টি রাশিতে থাকায় বড় বিপদের হাত থেকে রক্ষা পাবেন।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। চতুর্থ রাশিপতি শনি ষষ্ঠ স্থানে অবস্থান করায় নিম্নবিদ্যায় বাধার সৃষ্টি হবে। পড়াশুনোর বিষয়ে নিজের উদ্যোগও কম থাকবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ নয়। পঞ্চম স্থানে রাহুর অবস্থান এবং ষষ্ঠ রাশিপতি বৃহষ্পতির দৃষ্টি হেতু উচ্চবিদ্যায় ভালো যোগাযোগ পেয়েও কাজে লাগাতে পারবে না।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে উপার্জনে স্বচ্ছলতা থাকলেও সর্বদা একাটা অনিশ্চয়তার মধ্যে দিয়েই সেই উপার্জন হবে। মাসের মাঝামাঝি সময়ে এই অনিশ্চয়তা আরো বাড়বে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা ভালো-মন্দ মিশিয়ে চলবে। ব্যবসায় কাজের সুযোগ থাকলেও নিজের ভুলের কারণে ব্যবসায় সমস্যা সৃষ্টি হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে মাসের প্রথম দিকে সাফল্য এলেও যত দিন যাবে কর্মক্ষেত্রে পরিশ্রম দ্বিগুন হবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয়। সংসারে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। সন্তানকে নিয়েও ঝামেলা ঝঞ্চাট ভোগ করতে হবে।
শুভ তারিখ : চিত্রা-2, 9, 15, 28। স্বাতী-12, 28, 26, 29। বিশাখা-1, 10, 17, 22।
বৃশ্চিক
স্বাস্থ্য : শরীর স্বাস্থ্য মাসের প্রথম দিকে ভালোই যাবে। তবে মাসের মাঝামাঝি সময়ে সতর্ক থাকা দরকার। এই সময়ে পেট ও পায়ের সমস্যা দেখা দেবে। অতিরিক্ত মাথা গরম, একগুঁয়েমি মনোভাব সমস্যা বাড়াবে। পারিপার্শ্বিক মানুষজনদের সঙ্গে মনোমালিন্য ঘটবে। আকস্মিক চোট আঘাত লাগার সম্ভাবনা।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ। মানসিক চঞ্চলতার কারণে পড়াশুনোয় সাময়িক সমস্যা এলেও শেষ পর্যন্ত ভালোই সাফল্য আসবে। শিক্ষক শিক্ষিকাদের থেকে সহযোগিতা পাবেন। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয়। পঞ্চম রাশিপতি বৃহস্পতির অষ্টমে অবস্থান উচ্চবিদ্যায় সমস্যা নিয়ে আসবে। ফলে সাফল্য পেতে যথেষ্ট পরিশ্রম করতে হবে।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। মাসের প্রথম দিকে উপার্জন ভালো হলেও সঞ্চয় তেমন একটা হবে না। তবে প্রয়োজনের সময় প্রয়োজন মতো অর্থ হাতে চলে আসবে। মাঝে মধ্যে আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা খুবই খারাপ। ব্যবসায় গুপ্তশত্রুর প্রভাব পড়বে। সে কারণে ব্যবসায় ক্ষতির মধ্যে পড়তে পারেন। এ মাসে বিনিয়োগ করা মানে ঝুঁকি নেওয়া। চাকারিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে সফলতা আসবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন মধ্যম প্রকার। মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকবে। প্রেমের ক্ষেত্রে হতাশ হতে হবে।
শুভ তারিখ : বিশাখা-19, 24, 28, 30।অনুরাধা : 7, 12, 27, 21। জ্যেষ্ঠা-3, 8, 20, 22।
ধনু
স্বাস্থ্য : শরীর নিয়ে কোনো সমস্যা হবে না, বরং শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। কাছাকাছি ভ্রমণের যোগ আছে। তবে ভ্রমণের সময় ঝামেলায় পড়তে হবে। মাসের মাঝামাঝি সময়ে পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে সমস্যা আসবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান মধ্যম প্রকার। চতুর্থ রাশিপতি বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করায় পড়াশুনোয় সাফল্য আসবে। তবে চতুর্থ রাশিতে শনি অবস্থান করায় ফল ভালো হলেও কোনো লক্ষ্যের কাছাকাছি পৗঁেছেও আটকে যাবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধা থাকলেও শেষ পর্যন্ত সাফল্য আসবে। সব মিলিয়ে লক্ষ্যের ক্ষত্রে একটু বাধা থাকলেও শেষ পর্যন্ত সাফল্য আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। ধন রাশিপতি শনির দৃষ্টি রাশিতে থাকায় এ মাসে উপার্জনের ধারাবাহিকতা থাকবে। একটু বুঝে চললে সঞ্চয়ও করতে সক্ষম হবেন। তবে মাসের প্রথম দশদিন তেমন সঞ্চয় করতে পারবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ নয় মাসের প্রথম দিকে। দশ দিন পর থেকে ব্যবসায় সাফল্য আসবে। মাসের মাঝামাঝি সময়ে ব্যবসায় বিনিয়োগ করলে মন্দ হবে না। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে সাফল্য আসবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ নয় মাসের প্রথম দিকে। কারণ বর্তমান গোচরে রাশির অষ্টমে মঙ্গলের অবস্থান যা ভৌমদোষের ফল দেবে।
শুভ তারিখ : মূলা-10, 15, 19, 23। পূর্বাষাঢ়া-4, 17, 25, 29। উত্তরষাঢ়া-3, 16, 18, 24।
মকর
স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা না হলেও নিজের কারণে শরীর নিয়ে বেশি ভুগতে হবে। মাসের প্রথম দিকে পেটের সমস্যা দেখা দেবে। হজম সেভাবে হবে না। কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাট হবে। মাসের প্রথম দিকে রোগ-রোগ বাতিক থাকবে। মাসের মাঝামাঝি সময়ে দুর্ঘটনার যোগ রয়েছে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান খুব একটা ভালো নয়। মাসের প্রথম দিকে পড়াশোনার জন্য পরিশ্রম করলেও সফলতা তেমন আসবে না। এবং মাসের মাঝামাঝি সময় থেকে পড়াশোনায় আরও সমস্যার সৃষ্টি হবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। যারা কোনো বিষয়ে গবেষণামূলক কাজ করছেন তারা সফলতা পাবেন। যারা সাধারণ বিষয়ে পড়াশোনা করছেন তাদের চাপের মধ্যে থাকতে হবে।
উপার্জন : উপার্জন ভাগ্য মধ্যম প্রকার। ধনস্থানে রাহুর অবস্থান অর্থ যেমন দেবে, বৈষয়িক ভোগের জন্য খরচও করাবে প্রচুর। তবে এটাও ঠিক যে প্রয়োজনের সময় প্রয়োজন মতো অর্থ পেয়ে যাবেন। যারা শেয়ার বা ফাটকার সাথে যুক্ত তারা সাবধান, বুঝে না চললে ক্ষতির মুখে পড়তে হবে। আবার যাদের ব্যক্তিগত রাশিচক্রে কেতু শুভ, তারা এই ফাটকা থেকে প্রচুর আয় করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা ভালো-মন্দ মিশিয়ে চলবে। সঠিক চিন্তা ভাবনা করে চললে ব্যবসা সূত্রে আয় বাড়বে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে।
দাম্পত্য : দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। সাংসারিক জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে।
শুভ তারিখ : উত্তরাষাঢ়া-11, 14, 18, 19। শ্রবণা-2, 8, 10, 19। ধনিষ্ঠা-1, 4, 7, 23।
কুম্ভ
স্বাস্থ্য : শরীর নিয়ে বড় কোনো সমস্যা না হলেও ছোট ছোট সমস্যা লেগেই থাকবে। রাশিতে রাহুর অবস্থান ও রাশিপতি শনির উপর রাহুর দৃষ্টি সব সময় কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন। লিভারের সমস্যা থেকে সাবধানে থাকবেন। অনেকের ভুলে যাবার প্রবণতা তৈরি হবে। নিজের কথার ওপর সংযম রাখুন, নইলে লোকের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ। চতুর্থে রবি ও বুধের অবস্থান নিম্নবিদ্যায় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। পড়াশুনোর ক্ষেত্রে হঠাৎ শুভ পরিবর্তন আসবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা বিশেষ শুভ। পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান হেতু পড়াশুনোয় সাফল্যের পাশাপাশি একাধিক শুভ যোগাযোগ আসবে।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। রাশিপতি ধনস্থানে অবস্থান করায় এ মাসে নিরবচ্ছিন্ন উপার্জন ভাগ্য গড়ে উঠেছে। তবে উপার্জন যতই হোক না কেন উপার্জনকে ঘিরে আত্মতৃপ্তি থাকবে না। এ মাসে সঞ্চয় করার ইচ্ছা থাকলেও কিছু না কিছু কারণে সঞ্চয় করে উঠতে পারবেন না। বাবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ হলেও ব্যবসার পরিবেশ সর্বদা অনিশ্চয়তার মধ্যে থাকবে। এ মাসে ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ।
দাম্পত্য : দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। মাসের প্রথম দিকে ভালো গেলেও মাসের মাঝামাঝি সময় থেকে দাম্পত্য সমস্যা আসবে।
শুভ তারিখ : ধনিষ্ঠা-9, 14, 18, 22। শতভিষা-6, 15, 21, 24। পূর্বভাদ্রপদ-2, 17, 25, 30।
মীন
স্বাস্থ্য : শরীর নিয়ে তেমন কোনো সমস্যা হবে না এ মাসে। একাদশে রাশিপতি শনির রাশিতে অবস্থান শারীরিক উন্নতির কারণ। তবে মাসের মাঝামাঝি সময় থেকে অবস্থা পরিবর্তন হবে। শরীর নিয়ে উদ্বেগ, অস্থিরতা সৃষ্টি হবে। যাদের হার্টের সমস্যা আছে তারা সাবধানে থাকবেন। ছানি পড়ার সমস্যাও আসতে পারে।
বিদ্যা : নিম্নবিদ্যার স্থান শুভ। চতুর্থস্থানে রাশিপতির অবস্থানে মাসের মাঝামাঝি সময় থেকে আরো ভালো হতে থাকবে নিম্নবিদ্যা। উচ্চবিদ্যার স্থান মধ্যম প্রকার। বিশেষ করে শারীরিক নানান সমস্যার কারণে উচ্চবিদ্যার তেমন সাফল্য আসবে না।
উপার্জন : উপার্জন ভাগ্য শুভ। তবে উপার্জন করতে গিয়ে নানান প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে। কাজের জায়গায় বা রোজগারের ক্ষেত্রে শত্রু বৃদ্ধির যোগ প্রবল। বাবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। তবে কর্মচারী নিয়ে ব্যবসায় সমস্যা ভোগ করতে হবে। এ মাসে বিনিয়োগ করা যেতে পারে। তবে ধৈর্য ধরতে হবে। এ মাসে ব্যবসায় কাজ বাড়বে, ব্যবসা থেকে আয়ও বৃদ্ধি পাবে। তবে সর্বদাই একটা অনিশ্চয়তা থাকবে। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ।
দাম্পত্য : দাম্পত্য জীবন শুভ। সাংসারিক শান্তি থাকবে। পিতার স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে।
শুভ তারিখ : পূর্বভাদ্রপদ-9, 16, 18, 22। উত্তর ভাদ্রপদ-5, 10, 20, 21। রেবতী-3, 8, 17, 30।
জুন মাসের লগ্ন ফল
গায়ত্রী দেবী
(সহ-সম্পাদিকা,
ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজারস সোসাইটি)

মেষ লগ্ন : মেষ লগ্নের নিম্ন বিদ্যার্থীদের সময়ের সঙ্গে বিশেষ শ্রম ও ধৈর্য সহকারে পড়াশোনা প্রয়োজন। উচ্চ বিদ্যার্থীদের ধৈর্য, অধ্যবসায়ের মাধ্যমে সম্মান ও প্রতিষ্ঠা লাভে সমর্থ হবার সম্ভাবনা।
কর্ম প্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে ধৈর্য ধরতে হবে। কর্মজীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অগ্রগতি অথবা বদলি নির্দেশিত হয়।
ব্যবসায়ীদের ব্যবসায় কিছুটা উন্নতির আশা করা যায়। আয়ের তুলনায় অধিক ব্যয়।
নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা যথেষ্ট। গৃহশান্তি বজায় রাখতে পারিপার্শ্বিক ঝামেলা থেকে বিরত থাকাই শ্রেয়।
শরীর-স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ হতে পারে। রক্তপাত বা দৈব দুর্ঘটনা অথবা ভাইরাস কিংবা ব্যাক্টেরিয়া জনিত সংক্রমণ, পেটের সমস্যা, পা বা বাতজ সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগান বাড়বে। প্রচুর পরিশ্রম করতে হতে পারে। নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।
বৃষ লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীদেরই শ্রম ও অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা চালিয়ে যেতে হবে সম্মান ও প্রতিষ্ঠা লাভের জন্য। নিম্ন বিদ্যার্থীদের একটু বেশি পরিশ্রম বা চেষ্টা করার প্রয়োজন।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা। কর্মজীবীদের প্রতিষ্ঠা প্রাপ্তি ও সম্মান বৃদ্ধি সূচিত হয়। কর্ম জীবনে সাময়িক কিছু সমস্যা আসতে পারে। সেগুলো নিজ বুদ্ধি কৌশলে এড়িয়ে যেতে হবে।
ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ মিশ্রিত ফল লাভ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে অসুবিধা হতে পারে।
গৃহ ও বাহন লাভ সম্ভব। তবে বিশেষভাবে সচেষ্ট হতে হবে। গৃহশান্তির জন্য বাক সংযম করা প্রয়োজন। পারিপার্শ্বিক ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা।
শরীর সম্পর্কে বিশেষ সচেতনতার প্রয়োজন। রক্তজ সমস্যা, চোখ, কান, লিভার, নার্ভের সমস্যায় বিশেষ কষ্ট পেতে হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের বিশেষ শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহকারে কর্ম করতে হবে। কর্মক্ষেত্রে দক্ষতা ও সম্মান বৃদ্ধি পাবে আর্থিক সুরাহাতে কোনো অসুবিধা হবে না।
মিথুন লগ্ন : এই লগ্নের নিম্ন ও উচ্চ শিক্ষা, উভয় ক্ষেত্রেই বলা যায় যে নিজ শ্রম এবং অধ্যবসায় সহযোগে জাতক-জাতিকা বিদ্যায় সাফল্য এবং সম্মান লাভে সমর্থ হবে।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা বদলি কিংবা সংস্থাগত পরিবর্তন হবার যোগ।
ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ মিশ্রিত ফল ভোগ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে সমস্যা হতে পারে। অযথা ব্যয়ের কারণে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
কঠোর শ্রম প্রয়োজন গৃহ ও বাহন লাভের জন্য। গৃহশান্তি বজায় রাখতে নিজ বুদ্ধি সহযোগে যাবতীয় সমস্যার সমাধান করতে হবে।
শরীর-স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে। রোগ নির্ণয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। দৈব-দুর্ঘটনা, অযথা রক্তপাতের সম্ভাবনা। হজমের সমস্যা, ভাইরাস কিংবা ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। এছাড়াও রক্তজ রোগ, দাঁত, চোখ, নাক-কান-গলার সমস্যা দেখা দিতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আর্থিক সুরাহা পাবেন।
কর্কট লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীদের শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা চালিয়ে যেতে হবে সম্মান ও প্রতিষ্ঠা- লাভের জন্য।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট। কর্মজীবীদের কর্মক্ষেত্রে বদলি কিংবা সংস্থাগত পরিবর্তন আশা করা যায়।
ব্যবসায়ীদের ব্যবসায় মিশ্র ফল ভোগ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকার সম্ভাবনা কম। ব্যয় সংকোচ করতে না পারলে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে। বেশি লগ্নী করলে সমস্যায় পড়ার সম্ভাবনা।
নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা আছে। গৃহশান্তি বজায় রাখতে পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলতে হবে।
শরীর-স্বাস্থ্যের অবনতি ঘটবে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। নানান সমস্যার সৃষ্টি হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম ও অধ্যবসায় সহযোগে কর্মজীবনে সাফল্য ও সম্মান প্রাপ্তির যোগ। কর্মসূত্রে যোগাযোগ বাড়বে। কাজের যোগান থাকবে। আর্থিক সহায়তা পাবেন।
সিংহ লগ্ন : এই লগ্নজাত নিম্ন শিক্ষার্থীদের বিশেষ শ্রম সহযোগে পড়াশোনা করতে হবে। উচ্চ শিক্ষার্থীদের ধৈর্য ও অধ্যবসায় সহযোগে সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা। কর্মজীবীদের কর্মসূত্রে পদোন্নতি ও বদলির যোগ। কর্মজীবনে কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে।
ব্যবসায়ীদের ব্যবসা ভালোমন্দ মিশিয়ে চলবে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকলেও মাঝে মধ্যেই আর্থিক চাপের সম্ভাবনা। যদিও আর্থিক অনটন হবে না।
দেরীতে হলেও নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক কিছু প্রতিকূল প্রভাব সৃষ্টি হতে পারে যা নিজ বুদ্ধি সহযোগে এড়িয়ে যেতে পারলে গৃহশান্তি বজায় থাকবে।
শরীর-স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হাত পারে। নার্ভ, হাড় সংক্রান্ত সমস্যা, দৈব-দুর্ঘটনা, অযথা রক্তপাত, পুরনো রোগ বৃদ্ধি পেতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহকারে কাজ করে যেতে হবে। আর্থিক সুরাহা বজায় থাকবে।
কন্যা লগ্ন : এই লগ্নজাত নিম্ন ও উচ্চ শিক্ষা, উভয় ক্ষেত্রেই শ্রম ও অধ্যবসায় সহযোগে শিক্ষাক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা।
কর্মপ্রার্থীদের বিলম্বে কর্ম প্রাপ্তির যোগ। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতার মধ্যে চলতে হলেও পদোন্নতি কিংবা বদলির সম্ভাবনা।
ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি ঘটবে, তবে ধীর গতিতে। বকেয়া অর্থ প্রাপ্তির যোগ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রেখে চলতে হবে।
গৃহ ও বাহন লাভের জন্য বিশেষ সচেষ্ট হতে হবে। পারিপার্শ্বিক ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা।
হজমের গন্ডগোল, দৈব দুর্ঘটনা, অস্ত্রোপচার কিংবা ভাইরাস অথবা ব্যাক্টেরিয়া জনিত রোগ ভোগ।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম ও অধ্যবসায় সহযোগে কর্মজীবনে সাফল্য ও সম্মান প্রাপ্তির যোগ। কর্মসূত্রে যোগাযোগ বাড়বে।
তুলা লগ্ন : এই লম্লজাত বিদ্যার্থীদের জন্য এই মাসটা বিশেষ ভালো। শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে পড়াশোনায় সম্মান ও প্রতিষ্ঠা লাভের বিশেষ সম্ভাবনা আছে।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের প্রতিকূলতা অতিক্রম করেই কর্মক্ষেত্রে পদোন্নতি। কর্মসূত্রে বদলির সম্ভাবনা। সংস্থাগত পরিবর্তন হওয়ার যোগ বিদ্যমান।
ব্যবসায়ীদের ব্যবসায় মিশ্র ফল লাভ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে অসুবিধা হতে পারে। ব্যয় সংকোচ করতে না পারলে আর্থিক সমস্যায় পড়ার সম্ভাবনা।
নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা দেখা যায়। গৃহশান্তি বজায় রাখতে পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলতে হবে।
স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। পুরনো কোনো রোগ বৃদ্ধি পেতে পারে। দৈব দুর্ঘটনা, ভাইরাস বা ব্যাক্টেরিয়া জনিত সংক্রমণ, রক্তজ কোনো রোগে ভোগান্তি হতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম, ধৈর্য, অধ্যবসায় সহযোগে সম্মান ও যশ লাভ। আর্থিক উন্নতি সূচিত হয়।
বৃশ্চিক লগ্ন : এই লগ্নের নিম্ন ও উচ্চ - বিদ্যার শিক্ষার্থীদের ধৈর্য, শ্রম এবং অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা করতে হবে সম্মান ও প্রতিষ্ঠা লাভের জন্য।
কর্মপ্রার্থীদের কর্ম লাভের সম্ভাবনা। তবে সচেষ্ট থাকতে হবে। কর্মক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হতে পারে। নিজ বুদ্ধি ও কৌশল সহযোগেই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।
ব্যবসায়ীদের ব্যবসার প্রসার ঘটতে পারে। তবে আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখা কষ্টকর হতে পারে। বকেয়া অর্থ প্রাপ্তিতে বাধা থাকবে।
নিজ শ্রম ও প্রচেষ্টা সহযোগে গৃহ ও বাহন প্রাপ্তিতে সক্ষম হবেন।
শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে পারলে অনেকটাই সুস্থ থাকবেন। খাওয়ার ওপর নজর দেওয়া দরকার। পেটের সমস্যায় বিশেষ ভাবে ভুগবেন। পা, হাঁটু, কোমর, লিভার, হার্ট ও থাইরয়েডের সমস্যায় ভুগতে পারেন।
শিল্পী ও কলাকুশলীদের অধ্যবসায় সহযোগে কাজে যুক্ত থাকতে হবে। নতুন কাজের যোগাযোগ ঘটবে। আর্থিক সহায়তা বজায় থাকবে।
ধনু লগ্ন : এই লগ্নের নিম্ন ও উচ্চ শিক্ষা, উভয় ক্ষেত্রেই অধ্যবসায় সহযোগে বিদ্যাচর্চা চালিয়ে যেতে পারলে সম্মান ও প্রতিষ্ঠা লাভে সমর্থ হবেন।
কর্মপ্রার্থীদের কর্ম লাভে বিলম্ব হবে। কর্মক্ষেত্রে কিছু প্রতিকুলতা আসলেও নিজ বুদ্ধি সহযোগে সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।
ব্যবসায়ীদের ব্যবসায় মিশ্র ফল ভোগ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে না। অতিরিক্ত ব্যয় চিন্তার কারণ হতে পারে।
গৃহ ও বাহন লাভের যোগ প্রবল। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে।
শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। হার্ট ও হাড়ের সমস্যা। হজমের গোলমাল। নার্ভ সংক্রান্ত রোগেও কষ্ট পেতে হতে পারে। চিকিৎসকের পরামর্শে উপশম লাভ ঘটবে।
শিল্পী ও কলাকুশলীদের অতিরিক্ত শ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন হবে। নতুন কাজের যোগাযোগ ঘটবে। আর্থিক সহায়তা বজায় থাকবে।
মকর লগ্ন : অধিক শ্রম ও অধ্যবসায় সহযোগে পড়াশোনা চালিয়ে যেতে পারলে নিম্ন ও উচ্চশিক্ষার বিদ্যার্থীরা সম্মান ও প্রতিষ্ঠা লাভে সক্ষম হবে।
কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ থাকায় একটু সচেষ্ট হলেই কর্ম প্রাপ্তি ঘটবে। চাকরিজীবীদের কর্মসূত্রে পদোন্নতি কিংবা বদলির সম্ভাবনা। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে।
ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফল লাভ হওয়ার সম্ভাবনা। অতিরিক্ত ব্যয় হতে পারে। খরচ সংকোচ করা উচিত। কর্মচারীদের নিয়ে কিছু সমস্যা দেখা দেবে।
গৃহ ও বাহন লাভের সম্ভাবনা দেখা যায়। গৃহশান্তি বিঘ্নিত হতে পারে। পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলতে হবে।
অযথা রক্তপাত, দৈব-দুর্ঘটনা, অস্ত্রোপচার, নার্ভ কিংবা হাড় সংক্রান্ত সমস্যা হতে পারে। দাঁত, চোখ নিয়ে কষ্ট ভোগ, নাক-কান-গলা এবং দাঁত ও হজমের গন্ডগোল দেখা দিতে পারে।
শিল্পী ও কলাকুশলীদের শ্রম ও অধ্যবসায় যোগে সম্মান ও যশ প্রাপ্তির সম্ভাবনা। কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। আর্থিক সুরাহা বজায় থাকবে।
কুম্ভ লগ্ন : অধিক শ্রম, ধৈর্য ও অধ্যবসায় সহযোগে নিম্ন ও উচ্চ শিক্ষায় পড়াশোনা চালিয়ে যেতে হবে।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির যোগ। কর্মজীবীদের কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পদোন্নতি অথবা বদলির সম্ভাবনা।
ব্যবসায়ীদের ব্যবসায় লাভ ও আর্থিক উন্নতির আশা করা যায়। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে ব্যয় সংকোচ করতে হবে। তবে আর্থিক অভাব হবে না।
নিজ গৃহ ও বাহন লাভের সম্ভাবনা থাকলেও বিশেষ প্রচেষ্টার প্রয়োজন।
হজমের গন্ডগোল, লিভার, প্যাংক্রিয়াস সংক্রান্ত সমস্যা, চোখ, নাক-কান-গলার সমস্যায় কষ্ট ভোগ। চিকিৎসকের পরামর্শে চলাই শ্রেয়।
শিল্পী ও কলাকুশলীদের অধ্যবসায় ও শ্রম সহযোগে সম্মান ও যশ লাভ। নতুন কাজের যোগাযোগ ঘটবে। আর্থিক সহায়তা বজায় থাকবে।
মীন লগ্ন : নিম্ন ও উচ্চ শিক্ষার্থীরা শ্রম ও অব্যবসায় সহযোগে শিক্ষাক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা লাভে সমর্থ হবেন।
কর্মপ্রার্থীদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি কিংবা বদলির যোগ। কর্মক্ষেত্রে কিছু প্রতিকূলতা সৃষ্টি হলেও চিন্তার কারণ তেমন কিছু নেই।
ব্যবসায়ীদের ব্যবসায় শুভাশুভ মিশ্রিত ফল লাভ। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে ব্যয় সংকোচের প্রয়োজন। অযথা ব্যয় হতেই পারে।
গৃহ বা বাহন লাভের সম্ভাবনা থাকলেও বিশেষ প্রচেষ্টার প্রয়োজন। গৃহশান্তি বিঘ্নিত হতে পারে। পারিপার্শ্বিক ঝামেলা এড়িয়ে চলা দরকার।
সর্দি-কাশি, ঠান্ডা লাগা, হজমের গন্ডগোল, চোখ ও নাক-কান-গলার সমস্যা, হাড় কিংবা নার্ভ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শে উপশম লাভ। এছাড়াও দুর্ঘটনার যোগ আছে।
শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের সুযোগ আসবে। কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। কর্মসূত্রে সুনাম অর্জন হবে।
জুন মাসের নক্ষত্রফল
বাকসিদ্ধা দেবপ্রিয়া
(মাতৃসাধিকা, বাক্সিদ্ধা)
অশ্বিনী : আর্থিক অবস্থা মোটামুটি শুভ। আয়ের তুলনায় ব্যয় কম হবে। প্রোমোটারি ব্যবসায় যারা আছেন তাদের জন্য মাসটা ভালো। বিদ্যাচর্চা ও পরীক্ষার ফল আশানুরূপ। সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে। বিবাহার্থীদের বিবাহ যোগ বিদ্যমান।
ভরণী : ভাই বা বোন কারোর শারীরিক অবস্থার অবনতি হবে। ফুসফুস বা মূত্রাশয়ের সমস্যা হতে পারে। মা বা বাবার সাথে সাময়িক মনোমালিন্য হলেও তা মিটে যাবে। নতুন কোনো বন্ধুলাভ হবে বা পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হবেন। আর্থিক ক্ষেত্র মোটামুটি ভালোই বলা যায়।
কৃত্তিকা : পুরনো শত্রুরা মাথাচাড়া দেবে। কর্মক্ষেত্রে গোলমাল ও অশান্তির আশংকা। তবে শেষমেষ শত্রুরা পরাজিত হবে। স্ত্রী বা স্বামীর শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। টাকা কোথাও আটকে থাকার আশঙ্কা। তবে কিছু প্রাপ্তির সম্ভাবনা।
রোহিনী : প্রাপ্য টাকা আটকে যেতে পারে। অর্থকরী ব্যাপারে প্রতারিত হতে পারেন। ব্যয়াধিক্য ঘটবে। আমদানী ও রপ্তানী কাজে প্রচুর উন্নতি হবে। রসায়ন নিয়ে যারা কাজ করছেন তারা প্রচুর নাম, যশ ও খ্যাতি পাবেন।
মৃগশিরা : ভাই বা বোনের দ্বারা উপকৃত হবেন। বিদ্যাক্ষেত্র শুভ। পরীক্ষার ফল মোটামুটি ভালোই হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। সিমেন্ট, লোহা ব্যবসায়ীদের জন্য মাসটা শুভ।
আর্দ্রা : বিজ্ঞানের উন্নতিমূলক কাজে যারা আছেন তাদের বিদেশ যাত্রা এবং প্রভূত যশ ও খ্যাতি অর্জন। কর্মপ্রার্থীদের কর্মযোগ। পিতা বা মাতার শারীরিক অবস্থার অবনতির সম্ভাবনা। সন্তানের বিদ্যাক্ষেত্র শুভ। বন্ধুর সাথে মতানৈক্য।
পুনর্বসু : বিদ্যাচর্চায় অমনোযোগিতা হেতু ফল আশানুরূপ হবে না। কর্মপ্রার্থীদের কর্মযোগ। নতুন বাড়ি বা গাড়ির ইচ্ছা পূরণ হবে। রসায়নমূলক কাজে যারা যুক্ত তাদের প্রভূত উন্নতি। স্বামী বা স্ত্রীর মধ্যে মতানৈক্য প্রবল আকার ধারণ করতে পারে।
পুষ্যা : জনপ্রিয়তা অর্জন করবেন। বাধা বিপত্তির মধ্যে দিয়ে উন্নতির যোগ। কর্মস্থলে সামান্য কিছু সমস্যা আসতে পারে। বন্ধুভাব শুভ। সন্তানের শরীর নিয়ে মানসিক অশান্তি। ভাই বা বোন কারোর সাথে সম্পর্কের দূরত্ব আসতে পারে।
অশ্লেষা : শারীরিক চোট-আঘাত জনিত অসুস্থতা বা অস্ত্রোপচারের সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং জায়গা বদল হবার সম্ভাবনা। পিতা বা পিতৃস্থানীয় কারো সাথে মতানৈক্য সম্পর্কে দূরত্ব আনবে।
মঘা : সন্তান ক্ষেত্র শুভ। বহু ক্ষেত্রেই হওয়া কাজ পন্ড হবে। ঘনিষ্ঠ কারোর রোগভোগের ব্যাপারে মানসিক উদ্বেগ। সন্তানের পড়াশোনা বা চাকরি ক্ষেত্রে খুব শুভ ফল লাভ। হঠাৎ কোনো প্রাপ্তি মানসিক সুখের কারণ হবে। বিবাহিত জীবন বা বিবাহের ব্যাপারে সমস্যা হতে পারে। গাড়ি বা বাড়ির স্বপ্নপূরণ হবে।
পূর্বফাল্গুনী : মদ্যপ কোনো ব্যক্তির থেকে দূরে থাকা শ্রেয়। নচেৎ ক্ষতির আশংকা। শ্বাসকষ্ট কিংবা বুকের কোনো কিছু থেকে শারীরিক পরিস্থিতির অবনতি হতে পারে। বিদ্যাক্ষেত্রে অতিশয় ভালো ফলাফল আশা করা যায়।
উত্তরফাল্গুনী : নিজের রুক্ষ ব্যবহারের জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে বিচু্যত হবার সম্ভাবনা। নতুন করে কোনো ব্যবসা শুরু হবার উপযুক্ত সময়। সন্তানের উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ। অন্য কোনো ক্ষেত্রে মন ভালো করা করা খবর আশা করা যায়।
হস্তা : শরীর মাঝে মধ্যেই বিগড়াবে। গান, বাজনা ও শিল্পকর্মের সাথে যারা জড়িত আছেন তাদের জন্য খুবই শুভ সময়। বিশেষ কোনো সমস্যায় দু-একজন ছাড়া সব বন্ধুর থেকে উপকৃত হবেন। রক্তচাপজনিত সমস্যায় মানসিক চাঞ্চল্য। বিদ্যার্থীদের জন্য খুব শুভ। আর্থিক শুভাশুভ মিশ্রিত।
চিত্রা : ভ্রাতৃপ্রতিম কারোর জন্য উদ্বেগ থাকবে। সন্তানের জন্য মনোকষ্টের সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদোন্নতি। ব্যবসায়ীদের কিছুটা সমস্যা দেখা দিতে পারে। স্বামী বা স্ত্রীর শারীরিক সমস্যা চিন্তায় ফেলবে। পুরনো সম্পর্ক পুনরুদ্ধার হবে।
স্বাতী : আর্থিক ভাব শুভাশুভ মিশ্রিত। হঠকারী সিদ্ধান্ত প্রবল ক্ষতির কারণ হতে পারে। উচ্চ শিক্ষার্থীদের ফলাফল খুবই শুভ। পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। স্বামী-স্ত্রীর অশান্তির জের অনেক দূর গড়িয়ে যেতে পারে।
বিশাখা : সোনা, রুপো কিংবা খাবার নিয়ে যারা কাজ করেন তাদের জন্য শুভ মাস। কোনো মহিলার দ্বারা উপকৃত হবার সম্ভাবনা। বিদ্যার্থীদের পড়াশোনায় বাধার সম্মুখীন হতে হবে। কর্মপ্রার্থী ও বিবাহার্থীদের জন্য শুভ যোগাযোগ আসবে।
অনুরাধা : সন্তানের স্বাস্থ্য নিয়ে সাময়িক উদ্বেগ থাকবে। তবে পরীক্ষার ফলাফল আশানুরূপ হবে। হঠাৎ কোনো প্রাপ্তি বিশেষ আনন্দ দেবে। ঠিকাদারি কাজ, প্রসাধনী দ্রব্য ও খেলার সরঞ্জামের ব্যবসায়ীদের বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্তি।
জ্যেষ্ঠা : কর্মপ্রার্থীর কর্মলাভ। বিবাহার্থীদের শুভ যোগাযোগ ঘটবে। কিন্তু অনেকদিনের কোনো প্রেমজ সম্পর্ক ভুল বোঝাবুঝির জন্য ভেঙে যেতে পারে। সন্তানক্ষেত্র শুভ। সন্তানের থেকে সুখবর পেতে পারেন। আর্থিক ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত।
মূলা : শিক্ষার্থীদের বিদ্যালাভে শরীর বাধা হতে পারে। কোনো সুযোগ হাতছাড়া হবার সম্ভাবনা। অনেক দিনের অনেক প্রচেষ্টা হঠাৎ করেই নিরাশ করতে পারে। ভাই বা বোনের দ্বারা উপকৃত হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশানুরূপ ফল লাভ নাও হতে পারে। কর্মক্ষেত্র শুভ।
পূর্বাষাঢ়া : বন্ধুবান্ধবের কারোর জন্য মানসিক উদ্বেগ থাকবে। পরিবারে মতানৈক্য থাকলেও নিজেদের মধ্যে মানিয়ে চলাই শ্রেয়। অনেকদিনের কোনো ইচ্ছা পূরণ হবার যথেষ্ট সম্ভাবনা। হঠাৎ করে কোনো প্রাপ্তি মানসিক আনন্দ দেবে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ।
উত্তরাষাঢ়া : ব্যয়াধিক্য যোগ থাকবে। আর্থিক বা মানসিক ভাবে প্রবঞ্চিত হবার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে শত্রুতা মানসিক শান্তি নষ্ট করবে। সন্তান ক্ষেত্র শুভ। সন্তানের থেকে সুখবর পেতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রা যোগ পরিলক্ষিত হয়। পতি বা পত্নীর শরীর-স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। এমনকী হসপিটালাইজডও হবার সম্ভাবনা।
শ্রবণা : সর্দি কাশি বা শ্বাসকষ্টজনিত রোগে কষ্ট পাবার সম্ভাবনা। ধৈর্য সহকারে ঝগড়াঝাঁটি এড়িয়ে চলা একান্ত কাম্য। বিনা কারণে অযথা গন্ডগোলে জড়িয়ে পড়ার সম্ভাবনা। জলজ দ্রব্যের ও ইমারতী দ্রব্যের ব্যবসায়ীদের প্রচুর উন্নতি হবে।
ধনিষ্ঠা : ভাই বোনের সাহচর্যে উন্নতি সাধন। ব্যয়ের চাপ ক্রমাগত বাড়বে। অন্য কারোর কাছে প্রাপ্য অর্থ আটকে যেতে পারে। পতি বা পত্নীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। আঘাত প্রাপ্তি কিংবা অপারেশন যোগ পরিলক্ষিত হয়।
শতভিষা : কর্মক্ষেত্রে গোলযোগের সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কর্মবিচু্যতি বা কর্মস্থল পরিবর্তিত হতে পারে। হঠাৎ করে কোনো প্রাপ্তি বা ভূ-সম্পত্তি যোগ দৃষ্ট হয়। ভাই বা বোনের ভগ্ন স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। বিদ্যাচর্চায় বিঘ্ন ঘটবে। তার ফলে আশানুরূপ ফলাফল হবে না। পারিবারিক অশান্তি থাকবে।
পূর্বভাদ্রপদ : পিতামাতার স্বাস্থ্যের অবনতি ঘটবে। গুপ্তশত্রুতা মাথাচাড়া দেবে। তবে কোনো ক্ষতি বিশেষ একটা করতে পারবে না। পরিবারের মধ্যে কথান্তর বা মতান্তর এড়িয়ে চললে সুফল পাওয়া যাবে। সন্তানের পড়াশোনা নিয়ে মানসিক উদ্বেগ থাকবে। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তি ও বিবাহার্থীদের বিবাহ যোগ পরিলক্ষিত হয়।
উত্তরভাদ্রপদ : ভাই-বোনের সাথে ঝগড়া বা মতান্তর এড়িয়ে চলুন। বিদ্যার্থীদের বিদ্যাচর্চার ফল সন্তোষজনক। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকলেও ভয়ের কোনো কারণ নেই। কর্মক্ষেত্রে সুনাম বা পদোন্নতি হবে। বিদেশ মাত্রা যোগ পরিলক্ষিত হয়। সন্তানের বিদ্যাচর্চা নিয়ে মানসিক উদ্বেগ থাকবে।
রেবতী : নতুন কোনো কর্মযোগ। ব্যবসায়ীদের জন্য খুব শুভ। বিদেশের সাথে সম্পর্কিত কোনো কাজে সুনাম বৃদ্ধি পাবে। পেশামূলক কাজে যারা আছেন তারা কাজের নিজস্বতায় প্রচুর নাম পাবেন। শরীর নিয়ে কিছুটা সমস্যা দেখা দিলেও বিশেষ ভোগান্তি পোহাতে হবে না।
সন্তান ভাগ্যে প্রচুর সুনাম বৃদ্ধি। বন্ধুদের দ্বারা বিশেষ উপকৃত হবেন।
রাহুকাল
(জুন 2025)
শ্রী বিজয় শাস্ত্রী
তারিখ সময়
01 বিকেল 04:36 - 06:16
02 সকাল 06:32 - 08:12
03 দুপুর 02:56 - 04:37
04 সকাল 11:34 - 01:15
05 দুপুর 01:15 - 02:56
06 সকাল 09:54 - 11:35
07 সকাল 08:13 - 09:54
08 বিকেল 04:38 - 06:19
09 সকাল 06:32 - 08:13
10 দুপুর 02:58 - 04:39
11 সকাল 11:36 - 01:17
12 দুপুর 01:17 - 02:58
13 সকাল 09:55 - 11:36
14 সকাল 08:14 - 09:55
15 বিকেল 04:40 - 06:22
16 সকাল 06:33 - 08:14
17 দুপুর 03:00 - 04:41
18 সকাল। 11:37 - 01:18
19 দুপুর 01:19 - 03:00
20 সকাল 09:56 - 11:37
21 সকাল 08:15 - 09:56
22 বিকেল 04:42 - 06:23
23 সকাল 06:34 - 08:15
24 দুপুর 03:01 - 04:42
25 সকাল 11:38 - 01:20
26 দুপুর 01:20 - 03:01
27 সকাল 09:58 - 11:39
28 সকাল 08:16 - 09:58
29 বিকেল 04:43 - 06:24
30 সকাল 06:36 - 08:17
